MCQ
1681. কোনটিকে বিনষ্ট করা যায় না?
Life
Power
Horsepower
Energy
1682. বল 10kg ও এর ফলে সরণ im হলে, কাজ =?
20 kg-m
10 kg-m
5 kg-m
9.10 kg-m
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: দেওয়া আছে,
F=10kg
S = 1m
W = ?
আমরা জানি,
W = FS
= 10x1
= 10kg-m
1683. সুষম ষড়ভুজের প্রত্যেকটি কোণ বরাবর একটি করে বল একটি বিন্দু হতে বা একটি কোণ হতে কাজ করলে প্রত্যেকটির মধ্যে কত ডিগ্রি কোণ বিদ্যমান?
30°
60°
45°
15°
1684. ব্যাসার্ধ নিয়ে গোলাকার বস্তু rad/sec বেগে ঘূর্ণায়নশীল বস্তুর রৈখিক বেগ-
ω/r
ω.r
ω²/2
ω².r
1685. একটি পাথরের খণ্ডকে ২০ মি. উঁচু ছাদের উপর থেকে ফেললে এটি কত পরে ভূমিকে আঘাত করবে?
১ সে.
২ সে.
৩ সে.
৪ সে.
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: দেওয়া আছে,
h = 20m
I =?
u =0 m/s
আমরা জানি,
h= ut + 1/2gI²
Or. 20 +1/2 x 9.81 x I²
∴I = 2sec
1686. লোড উত্তোলনের জন্য ক্রু জ্যাক ব্যবহৃত হয়-
রিভার্সিবল মেশিনে
নন-রিভার্সিবল মেশিনে
আইডল মেশিনে
কোনোটিই নয়
1687. একটি 30kg ভরের বস্তুকে ভূমি থেকে 5cm উচ্চতায় উঠানো হলে কৃত কাজ কত হবে?
30kg-cm
1.5kg-m
150kg-m
সবকটি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: দেওয়া আছে,
m = 30kg
h= 5cm = 0.05m
W = ?
আমরা জানি,
W = mh
= 30x0.05
= 1.5kg-m
1688. বস্তুর উপর বলসমূহ কয়ভাবে ক্রিয়া করে?
৯ ভাবে
৮ ভাবে
৭ ভাবে
১০ ভাবে
1689. যে-সকল লোড বিমের একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তাকে লোড বলে।
কেন্দ্রীভূত
সমভাবে বিস্তৃত
অসমভাবে বিস্তৃত
কোনোটিই নয়
1690. শক্তির একক হচ্ছে-
N-m/sec²
kg.m/sec
N-m/sec
N-m
1691. মেশিনের উত্তোলনে সর্বোচ্চ দক্ষতা-
1/m
V.R/m
m/V.R
1/m × V.R
1692. একটি ফ্রেম স্ট্রাকচার সঠিক হবে, যবাহুসংখ্যা (2j - 3) এর……
সমান
কম
বেশি
কোনটিই নয়
1693. স্পাইরাল গিয়ারের সর্বোচ্চ দক্ষতা হলো-
sin (θ+ϕ)+1 / Cos (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/sin (θ+ϕ)+1
cos (θ+ϕ)+1/cos (θ-ϕ)+1
cos (θ-ϕ)+1/cos (0-0)+1
1694. মনে করি, একটি m kg ভরের বস্তু Aবিন্দুতে y/2 উচ্চতায় আছে, বস্তুটি যদি y উচ্চতায় B বিন্দুতে যায় তবে A→B তে বস্তুটির ওজনের জন্য কী পরিমাণ কাজ হবে।
-wy
-mgy/2
-mg/2
1695. সরল লিভারে প্রযুক্ত বলের বাহু এবং লোডের বাহুর অনুপাতকে কী বলে?
ফালক্রম
মোমেন্ট
লিভারেজ
কোনোটিই নয়
1696. সম্পাদিত কাজের (W) ফর্মুলা কোনটি?
সরণ (s) xত্বরণ (a)
সরণ (s) x বেগ (v)
গড় বল (F) × সরণ
সরণ (s) সময় (1)
1697. দশ মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-
৩০ মি/সে.
৪০ মি/সে.
১৪ মি/সে.
২৪ মি/সে.
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: এখানে, h = 10m
u = 0
g = 9.81 m/s²
v = ?
আমরা জানি,
v² = u² +2gh
⇒ v= √2x9.81x10
∴v=14m/s
1698. ১০০ কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে ৫ মি/সে² ত্বরণ সৃষ্টি করবে?
20N
100N
500N
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: দেওয়া আছে,
m=100kg
F= ?
g = 5m/s²
আমরা জানি,
F=mg
= 100x5
= 500N
1699. পূর্ণাঙ্গ ট্রাস নির্ণয়ের সূত্র কোনটি?
j = 2n – 3
n = 2j - 3
n = 3 - 2j
n = 3j - 2
1700. ১০০ ওয়াটের একটি মোটর ১ মিনিট চললে সেটি কী পরিমাণ কাজ করবে?
১০০ জুল
৬০০০ জুল
৫/৩ জুল
৬০০ জুল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ইঞ্জিনিয়ারিং মেকানিক্স mcq
ব্যাখ্যা: দেওয়া আছে,
P=100W
I= 1min = 60sec
W=?
আমরা জানি,
P= W/I
Or, W = Px1
=100x60
6000J