MCQ
1701. ৮টি লিংকের জন্য কাইনেমেটিক চেইন সংখ্যা কতটি থাকে?
৪টি
১৬টি
২৪টি
২৮টি
1702. পিনিয়ন গিয়ারের ঘূর্ণন সংখ্যা ও আইডেল গিরারের। একবার ঘূর্ণন সংখ্যার অনুপাতকে কী বলে?
গিয়ার রেশিও
গিয়ার মডিউল
পিচ সার্কুরাল
কোনোটিই নয়
1703. কোনো প্রজেকষ্টাইলের অনুভূমিক পাল্লা (R) সমান কত?
R = u^2cos2α/g
R = u^2sinα/g
R = u^2cosα/g
R = u^2ranα/g
1704. কৌণিক ত্বরণের একক-
kgm
m/sec
m/sec²
rad/sce²
1705. সমান্তরাল ও একই সমতলে অবস্থিত দুটি শ্যাফটের একটি হতে অন্যটিতে শক্তি পরিবহনের জন্য যে গিয়ার ব্যবহার করা হয়, তাকে কী গিয়ার বলে?
হেলিক্যাল
ওয়ার্ম
স্পার
বেভেল
1706. চার বার (Bar) প্রক্রিয়ায় যান্ত্রিক সুবিধা সর্বোচ্চ হবে তখন বেগের অনুপাত - হবে।
সর্বনিম্ন
1
সর্বোচ্চ
1/2
1707. কৌণিক বেগের একক-
m/min
cm/sec
rad/sec
mm/sec
1708. গিয়ারের আকার সচরাচর প্রকাশ করা হয় দ্বারা।
প্রেসার অ্যাঙ্গেল
সার্কুলার পিচ
ডায়ামেট্রাল পিচ
পিচ সার্কেল ডায়ামিটার
1709. গিয়ারের কন্ট্রাক্ট কত হয়?
শূন্য
অসীম
১ এর বেশি
কোনোটিই নয়
1710. টুথের দাঁতের সংখ্যা ও পিচ সারকেল ডায়ামিটার মিলিমিটারের অনুপাতকে কী বলে?
ডায়ামেট্রাল পিড
ডায়ামেট্রাল পিড
মডিউল
একটিও নয়
1711. একটি N (rpm)-এ ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ-
πN/60
πN/180
2πN/60
2πN/180
1712. গিয়ারকে মধ্যবর্তী বেগের গিয়ার বলা হবে, যখন তাদের পেরিফেরাল বেগ-
1-3 m/sec
3-15 m/sec
15-30 m/sec
30-50 m/sec
1713. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি বৃত্তাকার গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র্যাক
পিনিয়ন
হেলিক্যাল
সবকয়টি
1714. সাধারণ হারমোনিক মোশরে চলাচলকারী বস্তুকণার যে. কোনো মুহূর্তের গতিবেগের সূত্র কোনটি?
ω √(y²-r² )
ω√(r²-y² )
ω²√(y²-r²)
ω²√(r²-y² )
1715. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয়-
Cast iron
Steel
Copper
Wrought iron
1716. আনুভূমিক তলে প্রজেকক্টাইলের সর্বোচ্চ উচ্চতা সূত্র কোনটি?
H = u²sin²α/g
H = u²cos²α/g
H = u²sin²α/g
H = u²cos²α/g
1717. পরস্পরের সাথে সংযুক্ত দুটি গিয়ারের মাঝে যদি একটি সোজা গিয়ার থাকে, তাকে কী গিয়ার বলে?
র্যাক
হেলিক্যাল
পিনিয়ন
কোনোটিই নয়
1718. আনুভূমিক তলে প্রক্ষিপ্ত কোনো প্রজেক্টাইলেই প্রক্ষিপ্ত সময়ের সূত্র কোনটি?
T= 2u sinα/g
T = 2ucosα/g
T= 2utanα/g
T = 2u/ g sing
1719. প্রজেক্টাইলের সর্বোচ্চ পাল্লা তখনই হবে, যখন প্রজেকশন কোণ- হয়।
30°
45°
60°
90°
1720. দুটি সমদূরবর্তী সমতলীয় শ্যাফট যখন শ্যাফট অক্ষের সমান্তরাল দাঁতবিশিষ্ট গিয়ার দ্বারা যুক্ত হয়, এরূপ সংযোজনকে বলে-
স্পার গিয়ারিং
হেলিক্যাল গিয়ারিং
বেভেল গিয়ারিং
স্পাইরাল গিয়ারিং