EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. Column-এ MS-এর Rod lapping দিতে হবে-
ছাদ থেকে ২'-০" উপরে
ছাদ থেকে ২'-০" উপরে
মাঝখানে
ছাদে
182. রিটেইনিং ওয়াল ওভারটার্নিং মোমেন্ট সাপেক্ষে স্থিতিশীল হয়, যখন নিরাপদ ---সহগ এর বেশি বা সমান হবে।
2
3
2.5
3.5
183. T-বিমের স্ল্যাবের নিচের অংশকে বলা হয়-
ওয়েব
ফ্রেঞ্জ
বটম স্ল্যাব
কোনোটিই নয়
184. কংক্রিটের ক্ষেত্রে Failure load ও Working load-এর অনুপাত সাধারণত কত ধরা হয়?
১.২৫
২.২৫
২.৫
২.৭
185. ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral Tie rod- এর সর্বনিম্ন Dia কত?
5mm
20mm
10mm
25mm
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI code অনুযায়ী কলামে ব্যবহৃত Lateral tie rod-এর সর্বনিম্ন Dia 10mm এবং সর্বোচ্চ dia 25 mm.
186. রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়-
সাধারণভাবে স্থাপিত ও ঝুলন্ত বিমে
পুরোপুরি অবিচ্ছিন্ন ও ক্যান্টিলিভার বিমে
ক্যান্টিলিভার ও ঝুলন্ত বিমে
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যান্টিলিভার এবং ঝুলন্ত বিমে রিইনফোর্সমেন্ট কর্তন করা হয়। কারণ সাপোর্টে বেন্ডিং মোমেন্টের মান সর্বাধিক এবং মুক্তপ্রান্তে শূন্য। এজন্য সাপোর্টে সর্বাধিক রিইনফোর্সমেন্ট প্রদান করা হয়। আর মুক্তপ্রান্তের দিকে বেন্ডিং মোমেন্টের মান ক্রমান্বয়ে কমতে থাকে। তাই মুক্তপ্রান্তের দিকে রিইনফোর্সমেন্টের মান কমিয়ে দেয়া হয়। একেই রিইনফোর্সমেন্ট কর্তন করা বুঝায়।
187. RCC কলামে সর্বনিম্ন ক্লিয়ার কভার কত রাখা উচিত?
>40mm or diameter
<40mm or diameter
> 25mm or diameter
<25mm or diameter
188. একটি One-way slab-এর Long এবং Short span- এর অনুপাত কত হয়?
<1
1.5-2
1-1.5
>2
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে স্ল্যাবের শুধু দৈর্ঘ্য বরাবর বিম সাপোর্ট থাকে এবং এর স্ল্যাবের দৈর্ঘ্য (L.) ও প্রস্থ (B)-এর অনুপাত যদি 2-এর সমান বা বেশি হয়, তবে তাকে ওয়ানওয়ে স্ল্যাব বলে
189. একমুখী ক্যান্টিলিভার স্ল্যাব-এর ACI কোড অনুসারে ন্যূনতম পুরুত্ব-
L/25
L/12
L/30
L/26
ব্যাখ্যা: ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী একমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বা গভীরতা- (i) সাধারণভাবে স্থাপিত স্ল্যাব, t= L/25 (ii) আংশিক বিচ্ছিন্ন স্ল্যাব, t= L/30 (iii) সম্পূর্ণ বিচ্ছিন্ন স্ল্যাব,t=L/35 (iv) ক্যান্টিলিভার স্ল্যাব,t =L/12
190. একমুখী স্ল্যাবে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত-
সমান
2-এর কম
2-এর বেশি
কোনোটিই নয়
191. সাধারণভাবে স্থাপিত আরসিসি আয়তাকার বিমের বেন্ডিং মোমেন্ট ফ্যাক্টর কত?
১০
১১
কোনোটিই নয়
192. সমতল বারের জন্য তাপীয় রডের ন্যূনতম পরিমাণ-
0.0018 bt
0.002 bt
0.0025 bt
0.003 bt
ব্যাখ্যা: ব্যাখ্যা: Deformed bar = 0.002 bt Plain bar = 0.0025 bt
193. Diagonal Tension সাপোর্টের দিকে অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?/
৩০°
৬০°
৪৫°
৯০°
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিমে বেন্ডিং মোমেন্টের তুলনায় শিয়ার ফোর্স বেশি হলে বিমে কৌণিক টানজনিত কারণে কৌণিক ফাটলের সৃষ্টি হতে পারে। সাপোর্টের কাছাকাছি এই ফাটলগুলো অনুভূমিকের সাথে প্রায় 45° কোণে সৃষ্টি হয় এবং মধ্যস্থলে এ ফাটলগুলো প্রায় খাড়াভাবে বা 90° কোণে অবস্থান করে।
194. 250 kPa বলতে বুঝায়-
250 N/m²
0.250 N/mm²
2.50 N/m²
25 N/m²
ব্যাখ্যা: ব্যাখ্যা: 250 kPa or kN/mm² = 0.25 N/mm² (1000N = 1kN)
195. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
3
2.5
4
196. নিচের কোনটি আরসিসি বিমের উপাদান?
সিমেন্ট
বালি
খোয়া
এমএস রড
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: আরসিসি বিমের উপাদানগুলো হচ্ছে- সিমেন্ট, বালি, খোয়া, এমএস রড, জিআই তার, পাথর ইত্যাদি।
197. BNBC নির্দেশনা করে-
Minimum requirement
Maximum requirement
Optimum requirement
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: BNBC কোড যে-কোনো Structure design করতে এর জন্য যে-সব Minimum requirement fulfill করতে হবে তা নির্দেশ করে।
198. Tie hook-এর কোণ-
৯০°
১৩৫°
১৮০°
১২০°
ব্যাখ্যা: ব্যাখ্যা: টাই-এর বেন্ড ১৩৫° কোণে হয়।
199. ফ্ল্যাট প্লেটের ন্যূনতম পুরুত্ব-
৪.৫"
৬"
৫"
৭"
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফ্ল্যাট প্লেটের ন্যূনতম পুরুত্ব ১২৫ মিলিমিটার বা ৪.৯ ইঞ্চি।
200. ক্যান্টিলিভার বিমের Main Reinforcement কোথায় থাকে?
Bottom of the beam section
Top of the beam section
Top & Bottom of the beam section
Middle of the beam section
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যান্টিলিভার বিয়ে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট সাপোর্টে হয়ে থাকে। মোমেন্টের মান সব সময় ঋণাত্মক হয় বলে প্রধান রিইনফোর্সমেন্টকে সব সময় উপরিভাগে দেয়া হয়।