Image
MCQ
141. সিগন্যাল জেনারেটর থেকে একটি ইন্ডাক্টরে এসি ভোল্টেজ সরবরাহ করে এর ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে বাড়াতে থাকলে ইন্ডাস্টিড রিয়‍্যাকট্যান্স--
কমতে থাকবে
বাড়তে থাকবে
সবক্ষেত্রে সমান থাকবে
শূন্য মানের দিকে ধাবিত হবে
142. সরবরাহ ফ্রিকুয়েন্সি বাড়লে একটি ইন্ডাকটিভ কয়েল এর---
রিয়্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই বাড়বে
রিয়‍্যাকট্যান্স বাড়বে, ইফেকটিভ রেজিস্ট্যান্স কমবে
রিয়্যাকট্যান্স কমবে, ইফেকটিভ রেজিস্ট্যান্স বাড়বে
রিয়‍্যাকট্যান্স ও ইফেকটিভ রেজিস্ট্যান্স উভয়ই কমবে
144. একটি তরঙ্গের পিরিয়ড (তরঙ্গদৈর্ঘ্য) ১ মিলিসেকেন্ড; তার ফ্রিকুয়েন্সি (কম্পাঙ্ক) হচ্ছে--
১ হার্টজ
১০ হার্টজ
১০০ হার্টজ
১০০০ হার্টজ
145. একটি ওয়েভের জন্য নিম্নের কোন সম্পর্কটি সঠিক?
ফরম ফ্যাক্টর = গড় মান/সর্বোচ্চ মান
ফরম ফ্যাক্টর = গড় মান/ইফেকটিভ মান
ফরম ফ্যাক্টর = সর্বোচ্চ মান/গড় মান
ফরম ফ্যাক্টর = ইফেকটিভ মান/গড় মান
146. বৈদ্যুতিক লাইনে পাওয়ার ফ্যাক্টর উন্নতির জন্য ব্যবহার করা হয়-
মোটর
ক্যাপাসিটর
জেনারেটর
রিলে
147. '১১০ ভোল্ট এসি' বুঝায় যে, ১১০ ভোল্ট হচ্ছে-
গড় মান
RMS মান
তাৎক্ষণিক মান
সর্বোচ্চ মান
148. একটি ইলেকট্রিক ডিভাইস, যা ডিসিকে বাধা দেয়, কিন্তু এসিকে অনুমতি দেয়, তাকে বলা হয়-
রেক্টিফায়ার
ইন্ডাক্টর
ক্যাপাসিটর
ট্রান্সডিউসার
149. টাইম পিরিয়ড (T) ও ফ্রিকুয়েন্সি (f)-র মধ্যে সম্পর্ক কী?
T=1/f
T=1/2f
T=.85/f
T=f
150. ১ ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ১ অ্যাম্পিয়ার কারেন্ট ১ সেকেন্ড ধরে প্রবাহিত হলে যে পরিমাণ তাপ সৃষ্টি হবে, তা-
০.২৪ ক্যালরি
২৪ ক্যালরি
২.৪ ক্যালরি
২৪০ ক্যালরি
151. একটি R.L.C প্যারালাল সার্কিটে কোল্টিন্ট সঠিক?
লাইন কারেন্ট সর্বনিম্ন
লাইন কারেন্ট সর্বোচ্চ
পাওয়ার ফ্যাক্টর লিডিং
পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং
152. ক্যাপাসিটর--- আকারে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে।
ডাইনামিক চার্জ
স্ট্যাটিক চার্জ
কারেন্ট
ইলেকট্রিসিটি মলিকুল
153. গ্রাহকদের জন্য সবচেয়ে লাভজনক পাওয়ার ফ্যাক্টর কোনটি?
০.৯৫ ল্যাগিং
০.৬৫ ল্যাগিং
০.৯৫ লিডিং
০.৬ লিডিং
154. ৩ ফেজ লাইনের ভোল্টেজ ৪০০ ভোল্ট হলে, এর সিঙ্গেল ফেজ ভোল্টেজ পরিমাপ কত হবে?
১৮০ ভোল্ট
২০০ ভোল্ট
২৩১ ভোল্ট
২৫০ ভোল্ট
155. একটি ওয়াটমিটার নিম্নের কোন মানটি দেখায়?
অ্যাপারেন্ট পাওয়ার
অ্যাকটিভ পাওয়ার
রিয়্যাকটিভ পাওয়ার
কে.ভি.এ. মান
156. একটি R.L..C রেজোন্যান্স সার্কিটের জন্য কোন্টি সঠিক ---
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বনিম্ন মানে থাকে
সিরিজ সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
প্যারালাল সার্কিটে ইম্পিড্যান্স সর্বনিম্ন মানে থাকে
প্যারালাল সার্কিটে কারেন্ট সর্বোচ্চ মানে থাকে
157. একটি ৪০০ ভোল্ট থ্রি-ফেজ লোড ১০ অ্যাম্পস কারেন্ট নেয়। এটার VA rating হচ্ছে-
8,000
৬.৫২০
৬,৯২৮
১২,০০০
158. একটি ১০০ ওয়াটের বাতির রোধ একটি ৬০ ওয়াটের বাতির রোধের তুলনায়-
৪০ ওহম বেশি
কম
বেশি
সমান
159. ভোল্টেজ ডিভাইডার একটি-
সিরিজ সার্কিট
সংযুক্ত সার্কিট
প্যারালাল সার্কিট
রেজোন্যান্স সার্কিট
160. একটি ক্যাপাসিটরের চার্জিং সময় নির্ভর করে—
ডাই-ইলেকট্রিক-এর উপর
কারেন্টের পরিমাণের উপর
Time constant-এর উপর
আয়তন-এর উপর