EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
আসন্ন বিপদ
অস্থির
অকর্মণ্য
22. 'অদৃশ্য'শব্দের বিপরতিার্থক শব্দ কোনটি?
বাস্তব
দৃশ্যমান
দৃষ্টিমান
সদৃশ
23. honest person never tells a lie. Indentify the best option for the blank
The
An
a
undoubtedly
ব্যাখ্যা: H' Consonant হওয়ার সত্ত্বেও এর আগে 'an' বসে। যদি 'H' এর উচ্চারণ silent থাকে। যেমন an hour, an honest man, an honour, an heir etc.
24. পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
বেশি কারেন্ট পাবার জন্য
দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
উপারের সবকটি
ব্যাখ্যা:
25. শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে' গানটির গীতিকার কে?
গাজী মাজহারুল আনোয়ার
গৌরি প্রসন্ন মজুমদার
নজরুল ইসলাম বাবু
সত্য সাহা
ব্যাখ্যা: ১৯৭১ সালে 'আকাশবাণী কলকাতা কেন্দ্রে প্রথম বাজানো হয় মুক্তিযুদ্ধভিত্তিক উদ্দীপনামূলক গান 'শোন একটি মুজিবুবের থেকে। 'গানটির গীতিকার ছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার এবং সরকার ও শিল্পী ছিলেন অংশুমান রায়।
26. প্রতি ইউনিট বিদ্যুতের দাম 10 টাকা হলে 10টি বাল্ব 3 ঘণ্টা জ্বালিয়ে রাখলে কত টাকা বিল পরিশোধ করতে হবে?
300 টাকা
100 টাকা
30 টাকা
3 টাকা
ব্যাখ্যা: প্রতিটি বাল্ব এর ক্ষমতা = ১০০ ওয়াট ধরে, মোট এনার্জি ব্যয়= ১০০×১০×৩ = ৩০০০Wh = ৩ Kwh (Unit) = ৩০০০/১০০০ মোট টাকা = ৩০১০ = ৩০ টাকা
27. প্রথম চৌধরীর ছদ্মনাম কোনটি?
বনফুল
বীরবল
যাযাবর
নীললোহিত
ব্যাখ্যা:
28. ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম
স্মার্ট বাংলাদেশ
প্রগ্রেসিভ বাংলাদেশ
এনলইটেড বাংলাদেশ
পোভার্টিলে বাংলাদেশ
ব্যাখ্যা: ২০০৮ সালে বর্তমান সরকার যে নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছিল তাতে বলা হয়, ২০২১ সালের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ। গতবছর 'রূপকল্প ২০২১' বাস্তবায়ন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ পর্ব শেষে আবারও নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের লক্ষ্যের নাম 'স্মার্ট বাংলাদেশ'। গত ৭ এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের চেয়ারপারসন ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
29. Complete the sentence with the best option. If you had studied hard,
You would succeed in the examination
You should have succeeded in the examination
You could succeed in the examination
You would have succeeded in the examination
ব্যাখ্যা:
30. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উনিশ
বিশ
একুশ
বাইশ
ব্যাখ্যা: বাংলা উপসর্গ ২১টি অ, অহা, অজ, অনা, অ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
31. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখে গৃহীত হয়-
২৬ নভেম্বর, ১৯৭২
৩ নভেম্বর, ১৯৭২
৪ নভেম্বর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭২
ব্যাখ্যা: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়।
32. যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে?
ডায়োড
ক্লিপার
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
ব্যাখ্যা:
34. পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-
পৌষ মাসে
মাঘ মাসে
চৈত্র মাসে
বৈশাখ মাসে
ব্যাখ্যা: পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি। পাহাড়ের প্রধান তিন সম্প্রদায় ভিন্ন ভিন্ন নামে উৎসবটি পালন করে। পাহাড়ের এই উৎসবকে ত্রিপুরারা বলে 'বৈসুক', মারমারা বলে 'সাংগ্রাই' আর চাকমারা বলে 'বিঝু'। ত্রিপুরাদের বৈসুক থেকে 'বৈ', মারমাদের সাংগ্রাই থেকে 'সা', আর চাকমাদের বিজু থেকে 'বি' একত্রে 'বৈসাবি' নামে পরিচিত।
35. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের বক্তা ছিলেন-
কৈলাশ সত্যার্থী
ড. জ্যাঁতিরোল
কাজিও ইশিগুয়ো
আবদুর রাজ্জাক গুরনাহ
ব্যাখ্যা: ৫৩তম সমাবর্তনে নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ প্রফেসর ডা. জেন টেরোল সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল'স (হোনোরিস কোওসা) ডিগ্রি প্রদান করা হয়। অধ্যাপক ড. জঁ তিরোল একজন ফরাসি অর্থনীতিবিদ। তিনি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ক্রীড়া তত্ত্ব, ব্যাংকিং ও অর্থনীতি এবং মনোবিদ্যাগত অর্থনীতি এর উপর কাজ করেছেন। বাজার শক্তি এবং বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্লেষণমূলক কাজের জন্য তিনি ২০১৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
36. কত সালে বাংলাদেশ উন্নত হওয়ার লক্ষ স্থির করেছে?
২০৪০
২০৪১
২০৩০
২০৫০
ব্যাখ্যা: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি পাওয়ার পর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করার লক্ষ্য নিয়ে এগোনোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
39. Which one of the following sentence contains the correct superlative degree?
I love you more than I can say.
Money is sweeter than honey.
No other flowing is as beautiful as the rose.
The Padma Bridge is one of the longest bridges in Asia.
ব্যাখ্যা:
40. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
ব্যাখ্যা: