MCQ
20221. 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর? ১৫তম বিসিএস)
ইচ্ছাময়
অনিচ্ছা
ঐচ্ছিক
ইচ্ছুক
20222. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য কী?/পল্লী উন্নয়ন বোর্ড এর মাঠকর্মী। ১৫)
ধৈর্য
ধীরস্থিরতা
ধীরতা
ধীরস্থির
20223. নিচের কোনটি পর্তুগিজ শব্দ? (পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার/ ১২)
গুদাম
চাহিদা
কুপন
চাকর
20224. 'সন্ধ্যা' শব্দের বিশেষণটি নির্দেশ করুন- (সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা অফিসার (হাসপাতাল): ০৭/উপজেলা মহিলা কর্মকর্তা: ০৫/
সাঁঝ
সন্ধ্যা
সন্দা
সান্ধ্য
20225. 'অবজ্ঞাত' বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন? (প্রাপমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (খুলনা) ০৫)
অজ্ঞাত
অজ্ঞান
অবজ্ঞেয়
অবজ্ঞা
20226. নিম্নের কোনটি আরবি শব্দ নয়? (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক লি. অফিসার ০৮)
আল্লাহ
বেহেস্ত
ঈমান
হালাল
20227. নিচের কোন পদটি বিশেষণ? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা।১৩)
দিগম্বর
যিনি
যেহেতু
দীন
20228. কোনটি ফারসি থেকে আগত? [জনতা ব্যাংক লি. অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার/ ১৫]
দারোগা
সোয়া
গিন্নি
সাবান
20229. কোনটি বিশেষণ বাচক শব্দ? ১৪তম বিসিএস
জীবন
জীবাণু
জীবনী
জীবিকা
20230. 'নামায' শব্দটি কোন ভাষা থেকে এসেছে / 'নামায ও রোযা' কোন ভাষার শব্দ? (খানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: ১৫)
আরবি
ফরাসি
সংস্কৃত
ফারসি
20231. 'সবুজ' কোন ভাষার শব্দ? (প্রবাসী কল্যাণ ব্যাংক লি, সিনিয়র অফিসার: ১৪)
দেশি
পর্তুগিজ
সংস্কৃত
ফারসি
20232. 'চশমা' কোন ভাষার শব্দ? [বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার। ২১/ সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ২০]
আরবি
ফরাসি
ফারসি
সংস্কৃত
20233. কোন শব্দটি ফারসি? (২৬তম বিসিএস)
মুসাফির
পেরেশান
তকদির
মজলুম
20234. কোনটি ফারসি ভাষার শব্দ? [উপজেলা সমাজসেবা অফিসার/ ০৬]
শহিদ
আলমিরা
বাদশাহ
হরতাল
20235. 'দহন' শব্দের বিশেষণ কোনটি? (ন্যাশনাল ব্যাংক শি. প্রবেশনারী অফিসার: ১৫/ অগ্রণী ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৩/
দগ্ধ
দহনকারী
দাহ্য
দহনীয়
20236. 'বাবেল মান্দেব' কি শব্দ? (২৩তম বিসিএস)
ফারসি
আরবি
উর্দু
ইংরেজি
20237. 'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ? (এনএসআই এর জুনিয়ার ফিল্ড অফিসার/ ২১/ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক/ ১৪)
আরবি
ফারসি
উর্দু
বাংলা
20238. 'জিন্দাবাদ' কোন ভাষার শব্দ?(আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ০৫)
ফারসি
সংস্কৃত
উর্দু
হিন্দি
20239. কোন শব্দটি বিশেষ্য? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৩)
চঞ্চল
চালাক
চতুর
চাতুর্য
20240. পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে? [১৭তম বিসিএস]
টেবিল
চেয়ার
বালতি
শরবত