Image
MCQ
20421. . 'তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য? (পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৩/ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী। ২২/৯ম বিজেএস পরীক্ষা: ১৪
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
20422. যৌগিক বাক্যের অন্যতম গুণ কী? [১৪তম বিসিএস)
একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
20423. 'তাঁর বুদ্ধি হয়েছে, কিন্তু বুদ্ধি পাকেনি' এটি কোন ধরনের বাক্য? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (জবা)। ০১
সরল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
20424. কোনটি মৌলিক শব্দ? (সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার: ১২।
কলোনা
ডিঙ্গা
ফুল
চাকা
20425. 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য? ১৮তম বিসিএসা
যৌগিক বাক্য
সরল বাক্য
সাধারণ বাক্য
মিশ্র বাক্য
20426. 'যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে' এটি কোন ধরনের বাক্য? বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক (প্রশাসন): ১৬
সংযুক্ত বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
মিশ্র বাক্য
20427. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে।' কোন ধরনের বাক্য? ২৫তম বিসিএস।
সরল
অনুজ্ঞামূলক
যৌগিক
জটিল
20428. 'মিতালি' কোন প্রকৃতির শব্দ? [বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক:১৬]
যৌগিক
রূঢ়ি
অব্যয়
যোগরূঢ়
20429. যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে- (বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার: ২২/ প্রাণিসম্পদ অধিদপ্তরের কম্পাউন্ডার: ২০)
যৌগিক শব্দ
যোগরূঢ় শব্দ
রূঢ়ি শব্দ
মৌলিক শব্দ
20430. কোন দুটি শব্দ যৌগিক শব্দ? (সরকারী মাধ্যমিক সহকারী শিক্ষক: ০৮]
হস্তী, বাঁশি
গায়ক, বাবুয়ানা
রাজপুত, সহযাত্রা
ঢাকা, গোলাপ
20431. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়- (১৭তম বিসিএস / প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (ক্যাশ): ১৯)
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
20432. তৎসম শব্দ বলতে কি বোঝায়? (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ১২)
তদ্ভব শব্দ
সংস্কৃত শব্দ
দ্বিরুক্তি
কৃদন্ত শব্দ
20433. . বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশি শব্দ কত ভাগ এসেছে? [পিএসসির সহকারি পরিচালক: ৯৮]
৫%
১০%
৮%
১২%
20434. ব্যুৎপত্তিগতভাবে (উৎসগত বিচারে / উৎপত্তি অনুসারে) বাংলা ভাষার শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? (সওজের উপ-সহকারী প্রকৌশলী। ২২/ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক: ১৯/ সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার: ১৮)
চারটি
পাঁচটি
দুইটি
তিনটি
20435. ২৯. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।' এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?/৩৩তম বিসিএস
সরল
বিভ্রমপূর্ণ বাক্য
মিশ্র বা জটিল
যৌগিক
20436. মৌলিক শব্দ কোনটি? (১৪তম বিসিএস)
গোলাপ
শীতল
নেয়ে
গৌরব
20437. 'যদি বৃষ্টি হয়, তবে বের হব না।' বাক্যটি কোন ধরনের? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার। ১৩/
সরল বাক্য
নির্দেশাত্মক বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
20438. 'যতই পরিশ্রম করবে, ততই ফল পাবে'-৮ম প্রভাষক নিবন্ধন। ১২]
নির্দেশক বাক্য
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
20439. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী অফিসার: ০৫)
আরবি থেকে
হিন্দি থেকে
উর্দু থেকে
ফারসি থেকে
20440. 'যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম' এটি কোন জাতীয় বাক্য? (২৬তম বিসিএস।
সরল বাক্য
মিশ্র বাক্য
মৌলিক বাক্য
যৌগিক বাক্য