EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
481. সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT এর পূর্ণরূপ
More observation and Repetitive training
More observation and Repetitive training
Management Oversight and risk tree
Management Objectives and Regulatory training
ব্যাখ্যা: সিস্টেম সেফটি প্রক্রিয়া MORT Management Objectives and Regulatory Training.
482. A soil consolidated under the existing over burden pressure, is called-
Pre-consolidated.
Normally consolidated
Over. consolidated .
None of those
ব্যাখ্যা: Over-consolidation is a relative term which compare the stress acting on solid in current state to highest stress experienced by the soil. If the current stress is less than that applied in the past the soil is over consolidated. উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. A soil consolidated under the existing over- burdened pressure is called - Pre- consolidated. 2. A soil not fully consolidated under the existing over-burdened pressure is called - under-consolidated. 3. A soil consolidated under the current pressure is called - Normally Consolidated. 4 Pre-Consolidation pressure is called - over burden pressure.
483. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে-
জিপসাম
ক্যালসিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
কোনোটিই নয়
ব্যাখ্যা: যে সকল পদার্থ কংক্রিটের ব্যাবহার করলে কংক্রিটের গুণাগুণ বৃদ্ধি পায় তথা কংক্রিটের শক্তি বৃদ্ধি পাই, তাকে অ্যাডমিক্সার বলে। কংক্রিটের শক্তি স্বাভাবিক করতে সিমেন্টের ওজনের ১.৫% ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ ভেরু হপূর্ণ প্রশ্ন 1. কংক্রিটের প্রাথমিক সেটের শক্তি স্বাভাবিক করতে সর্বাধিক ব্যবহৃত admixture হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড 2. Coarse aggregate কোন চালুনি অতিক্রম করে না-*4 3. Concrete helping materials কোনটি -পানি। 4. নিচের কোনটি Concrete এর binding materials - Cement.
484. Be Effective stress 100kN/m² থেকে 200kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10 mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400kN/m² বৃদ্ধি পায় তাহলে একই clay soil এর settlement কত হবে ?
10 mm
20 mm
40 mm
কোনোটিই নয়
ব্যাখ্যা: যখন Stress (200-100) = 100 তখন settle 10mm এবং যখন stress (400-200) = 200 তখন settle = 10×200/100 = 20mm উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন 1. Effective stress 100kN/m² থেকে 200kN/m² বৃদ্ধি পেলে normally consolidated clay 10 mm settle হয়। যদি effective stress 200 kN/m² হতে 400kN/m² বৃদ্ধি পায় তাহলে একই clay soil এর settlement কত হবে 10 mm. 2. 5 mm পুরু সাধারণভাবে স্থাপিত একটি কাদামাটির মধ্য বিন্দুতে কার্যকরী চাপ 100 Kg/m^2 এবং ভয়েড রেশিও 0.53 0.20 Kg/m^2 হারে চাপ বর্ধিত করলে প্রাথমিক কনসলিডেশন শেষে নমুনা মাটির সেটেলমেন্ট নির্ণয় কর। নমুনাটির সংকোচন সূচক 0.25 0.708 m. 3. মৃত্তিকা নমুনার OMC নির্ণয় করতে ব্যবহৃত হয় - আদর্শ প্রক্টর টেস্ট। 4. OMC means - Optimum Moisture Content.
486. Tender earnest money শতকরা কত রাখা হয়?
1%
5%
2%
10%
ব্যাখ্যা: টেন্ডারের আর্নেস্ট মানি ২% এবং সিকিউরিটি মানি ১০% ধরা হয়।
487. Standard Proctor test এ মাটিকে Compact করার জন্য ব্যবহৃত হাতুড়ির ওজন?
২.৫ কেজি
৩.৫ কোজ
৪.৫ কেজি
৫.৫ কেজি
ব্যাখ্যা: মাটির পরিমিত জলীয়াংশ এবং সর্বোচ্চ শুথক ঘনত্ব নিরুশদ করার জন্য আদর্শ প্রক্টর পরীক্ষা করা হয়। এই টেস্টের মাটিকে কম্পেই করার জন্য ২.৫ কেজি ওজনের হাতুরী দিয়ে ৩০.৫ সেমি উপর হতে ২৫ যার ফেলতে হয়। চিত্তর মহ কয়েকটি সন্ত্রাস চলহপূর্ণ প্রশ্ন 1. Standard Proctor test এ মাটিকে Compact করার জন্যব্যবহৃত হাতুড়ির ওজন - 25 kg. 2. প্রক্টর টেস্টে হাতুড়ির ড্রপ উচ্চতা কত - 30.5 cm. 3. MDD means - Maximum Dry Density 4. OMC means - Optimum Moisture Content 5. কোন মাটির OMC বেশি - কাদা। 6. বালি মাটির OMC কত – 9 %
488. কোন test এর মাধ্যমে soil এর permeability বের করা যায়?
Consolidation test
Direct shere test
Standard penetration test
কোনোটিই নয়
ব্যাখ্যা: সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকায় স্থির নিশ্চল চাপাবলের ফলে মৃত্তিকার সংনমনকে কনসলিডেশন বলে। ভয়েড হতে পানি নিৎসরনের পরিমান Consolidation test এর মাধ্যমে বের করা যায়। উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন test এর মাধ্যমে soil এর permeability বের করা যায় - Consolidation test. 2. Constant head permeability test করা হয় কোন soil এ - মোটা দানার মাটি। 3. Falling head permeability test করা হয় কোন মাটিতে - সূক্ষ্ম দানার মাটিতে। 4. মাটির ভেদ্যতা নির্ণয়ে পরোক্ষ test কোনটি - Consolidation test.
489. বালি মাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেন্সিয়াল সেটেলমে -
৫ মিমি
১০ মিমি
২০ মিমি
২৫ মিমি
ব্যাখ্যা: নির্মিতব্য কাঠামো লোড প্রয়োগ করায় ভিত্তির নিচের মাটি সংকোচিত হলে ভিত্তি খাড়াভাবে নিচের দিকে ডেবে বা বসে যাওয়াকে বসন বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. বালি মাটির উপর ভিত্তি স্থাপনের অনুমোদনযোগ্য সর্বোচ্চ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট - ২৫ মিমি। 2. Pier foundation কী বলে - Caison 3. Machine foundation is subjected to - static and dynamic loads. 4. নিচের কোনটি coarse grained soil - Sand.
490. মাটির bulk density 22kN/m' এবং পানির পরিমাণ 10% হলে, dry density হবে?
18.6 kN/m³
20.0 kN/m³
22.0 kN/m³
23.2 kN/m³ .
ব্যাখ্যা: Dry density. Ya = Y /1+w% = 22/1 + 0.1 = 20 উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. মাটির bulk density 22kN/m' এবং পানির পরিমাণ 10% হলে, dry density - 20.0 kN/m². এ মাটি নমুনার মোট ওজন এবং মোট আয়তনের অনুপাতকে কী বলে- Bulk density. 3. মাটি নমুনার পানির ওজনের সাথে কঠিন অংশের ওজনের অনুপাতকে কী বলে - moisture content. 4. কোনটি পানির SI একক ওজন - 9.81 KN/m^3. 5. বালির আপেক্ষিক গুরুত্ব কত - 2.65.
491. Water content of soil can;
never be greater than 00%
be less than 50%
from 0 to 100%
be greated than 100%
ব্যাখ্যা: উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Water Content of soil can - be greated than 100%. 2. Soil এর water content নির্ণয়ের পদ্ধতি - Oven Drying System, Pycnometer System, Torsion Balance System, Radiation System. Alcohol System, Cat System. 3. Soil এর water content সঠিকভাবে নির্ণয়ে করা যায় - Oven Drying System 4. Oven Drying System এর তাপমাত্রা - 105°C to 110°C. 5. Oven Drying System এ কত সময় পর্যন্ত oven এ soil শুকানো হয়- 24 hours. 6. Pycnometer এর সাহায্যে Soil এর কোন বৈশিষ্টজ নির্ণয় করা হয়- Specific Gravity. 7. Pycnometer System Soil Particle এর size maximum - 2 mm.
492. Soil bearing capacity নির্ণয় করার জন্য plate load test ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ -
<300 mm
300 to 750 mm
750 mm to 1 m
> 1 m
ব্যাখ্যা: Soil এর বিয়ারিং কেপাসিটি নির্ণয় করার জন্য প্রোটির সাইজ ৩০০ মিমি-৭৫০ মিমি এবং পুরুত্ব ২৫ মিমি এর কম নয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন 1. Soil bearing capacity নির্ণয় করার জন্য plate load test ব্যবহৃত চতুর্ভুজাকৃতির বিয়ারিং প্লেটের সাইজ- 300 mm to 750 mm. 2. Plate load test plate এর minimum thickness কত- 25 mm. 3. Plate load test এ গর্তের আকার plate এর প্রন্থের কত গুণ- 5. 4. মাঠে মাটির চরম ভারবহন ক্ষমতা নির্ণয়ের জন্য কোন টেস্ট করা হয় - প্লেট লোড টেস্ট। 5. মাঠে মাটির সম্ভাব্য সেটেলমেন্ট নির্ণয়ের জন্য কোন টেস্ট করা হয় - প্লেট লোড টেস্ট।
493. The ratio of specific weight of a liquid to the specific weight of pure water at a standard temperature is called-
Density of liquid
Specific gravity of liquid
Compressibility of liquid
Surface tension of liquid
ব্যাখ্যা: The specific gravity of an object is the ratio between the density of an object to a reference liquid. Usually our reference liquid in water, which has a density of Ig/mL or 1g/cm³. উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The ratio of specific weight of a liquid to the specific weight of pure water at a standard temperature is called - specific gravity of liquid, 2. Specific gravity of water is -1. 3. Specific gravity of mercury is -13.6. 4. Specific gravity of oil is - 0.8.
494. The unit weight of soil mass is also called -
dry density
bulk density
mass specific gravity
bulk specific gravity
ব্যাখ্যা: Dry density of a soil is the ratio of total dry mass of soil to the total volume of soil. Dry density is related to the degree of compaction of soil mass উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. The unit weight of soil mass is also called - dry density. 2. Soil sample এর মোট ওজন ও মোট আয়তনের অনুপাতকে কী বলে - Bulk density, 3. Soil sample এর ভয়েড অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের অনুপাতকে কী বলে ভয়েড রেশিও। 4. সম্পৃক্ত একক ওজন এবং পানির একক ওজনের পার্থক্যকে কী বলে ডুবন্ত একক ওজন।
495. SPT value 2 হলে Clay soil টি কোন ধরনের?
Soft
Hard
Medium stiff
Stiff
ব্যাখ্যা: very soft <2;soft-2-4;Medium = 4-8 Stiff=8-15; very stiff=15-30; Hard=>30. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূন প্রশ্ন 1. SPT value 2 হলে Clay soil টি কোন ধরনের soft. 2. SPT value 2 হলে, বালি মাটিটি কোন ধরনের Very loose. 3. SPT value 5 হলে, clay soil টি কোন ধরনের - medium. 4. 5PT value 10 হলে, clay soil টি কোন ধরনের - stiff. 5. SPT value 32 হলে, clay soil টি কোন ধরনের - Hard. 6. SIT value 52 হল, sandy soil টি কোন সরণের-very dense.
496. নিম্নের কোনটি প্রজেক্টের Constrained নয়?
সুযোগ
সিসোর্স
প্রজেক্ট টিম
বাজেট
ব্যাখ্যা: নিজের কোনটি প্রজেক্টের Constrained নয়- সুযোগ।
497. প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময়-
উত্তরসূরি অ্যাকটিভিটির সময়।
শূণ্য
পূর্বসূরি অ্যাকটিভিটির সময়
কোনটিই নয়
ব্যাখ্যা: প্রজেক্ট নেটওয়ার্কে জমি Activity এর জন্য ব্যয়িত সময় -পূর্বসূরি Activity এর সময়।
498. Soil এর uniformity coefficient সর্বদা -
১ এর কম হবে
১ এর সমান হবে
১ এর চেয়ে ছোট বা সমান হবে
১ এর চেয়ে বেশি বা সমান হবে
ব্যাখ্যা: Soil এর uniformity coefficient, যেমন, Cu = D60/D10 এর মান সবসময় ১ এর সমান বা বেশি হবে। এই মান দ্বারা মাটির 010 প্রকার জানা যায়। উত্তর মত কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Soil uniformity coefficient সর্বদা -১ এর বেশি বা সমান হবে। 2. Cu এর মান কত হলে উক্ত মাটি well graded - 1 to 3. 3. নিচের কোনটি মাটির কার্যকরী আকার- D10 4. Gravel মাটির CU কত =>4
499. Which types of forces are generated during earthquake ?
Vertical Shear
Horizontal Shear
Bending moment
Combination of both horizonal Avertical Shear
ব্যাখ্যা: Earthquake force however possess several characteristic that make them unique in comparison with any other force such as gravity wind and thermal force Earthquake force are the result of a back and forth, and up and down momnitor of the ground that supports structure উত্তর সহ কয়েকটি অনুরূপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Which types of forces are generated during earthquake - Horizontal Shear. 2. ভূমিকম্পের ফলে ভূ-কম্পনের তীব্রতা পরিমাপক যন্ত্রকে কী বলে - Richter scale. 3. Richter scale অঙ্কিত base 10 logarithm graph 4 অংকিত graph কে বলে - সিসমোগ্রাফ। 4. ভূমিকম্পের কেন্দ্র ভূ-অভ্যন্তরের কত গভীরতায় অবস্থিত - 10 to 20 Km.
500. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়
RCC
DPC
Plaster
Lime Concrete
ব্যাখ্যা: DPC হচ্ছে ড্যাম প্রুফ কোর্স। ফ্লোরে ডিপিসি প্রদান করা হয়, যাতে আবহাওয়াজনিত কারণে ফ্লোর স্যাতসেতে না হয়। আদ্রতা প্রতিরোধের জন্য মূলত ডিপিসি প্রদান করা হয়। উত্তর মত কয়েকটি অনুরল শুরুত্বপূর্ণ প্রশ্ন 1 . ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়- DPC. 2. DPC means Damp Proof Course. 3. For DPC at plinth level, which grade of concrete is used - M15. 4. If the soil is dry, DPC for ground floor consists of the layer of Coarse sand 5. অনুভূমিক ডিপিসি তে ১:২:৪ অনুপাতে সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত-4cm