MCQ
7381. বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
7382. UNESCO পূর্ণরূপ কী?
United Nations Emergency Social and Cultural Organization
United Nations Essential Scientific and Community Organization
United Nations Educational, Scientific and Cultural Organization
United Nations Establishment for Social and Cultural Organization
7383. কোনটি মধ্য এশিয়ায় রাষ্ট্র নয়?
আজারবাইজান
কাজাকিস্তান
তাজিকিস্তান
আলজেরিয়া
7384. দূরপ্রাচ্যের দেশ কোনটি?
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
মঙ্গোলিয়া
সিরিয়া
7385. World Meteorological Organization (WMO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? / বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
7386. জাতিসংঘের ১৯৩তম দেশ কোনটি?
দক্ষিণ সুদান
সার্বিয়া
মন্টিনিগ্রো
ভ্যাটিকান সিটি
7387. বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়---
২৫ জানুয়ারি
২৬ জানুয়ারি
২৫ এপ্রিল
২৬ এপ্রিল
7388. ইসলাম করিমভ কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন?
আজারবাইজান
উজবেকিস্তান
তাজিকিস্তান
তুর্কিমেনিস্তান
7389. বখতিয়ার খলজি কত সালে লক্ষ্মণাবতী জয় করেন?
১২০০
১২০৪
১২০৮
১২১২
7390. জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
ফুমিও কিশিদা
কিম জং উন
ইউশিহিদে সুগা
শিনজো অ্যাবে
7391. WIPO এর মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
7392. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আমেরিকান জাপান পুনর্গঠন করেন?
ম্যাক জর্ডান
ম্যাক আর্থার
ম্যাক চিলি
টমাস মুর
7393. কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত?
ইথিওপিয়া
বেলজিয়াম
আর্জেন্টিনা
জাপান
7394. সাবেক সোভিয়েত ইউনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
সার্বিয়া
বেলারুশ
জর্জিয়া
তাজিকিস্তান
7395. কোন সালে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন?
১২১২
১২০০
১২০৪
১২১১
7396. বাংলার প্রথম মুসলিম অভিযান পরিচালনা করেন
হাজ্জাজ বিন ইউসুফ
মুহম্মদ বিন কাসিম
মুহম্মদ ঘুরী
বখতিয়ার খলজি
7397. কত সালে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
কোনোটিই নয়
7398. International Telecommunication Union (ITU) এর সদর দপ্তর কোথায়?
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
বার্লিন, জার্মানি
ব্যাংকক, থাইল্যান্ড
7399. দূরপ্রাচ্যের দেশ কোনটি?
যুক্তরাষ্ট্র
জাপান
যুক্তরাজ্য
সৌদি আরব
7400. International Maritime organization (IMO) এর সদর দপ্তর কোথায়--
ভিয়েনা, অস্ট্রিয়া
প্যারিস, ফ্রান্স
মুম্বাই, ভারত
লন্ডন, যুক্তরাজ্য