EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
7402. কোন সালে 'লীগ অব নেশনস' বিলুপ্ত হয়?
২০ এপ্রিল, ১৯৩৯
২০ এপ্রিল, ১৯৪১
২০ এপ্রিল, ১৯৪৫
২০ এপ্রিল, ১৯৪৬
7403. জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জানিকভাবে স্বীকৃক্ত মানবাধিকার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে?
OPEC
ILO
FAO
WHO
7404. Universal Postal Union (UPU) এর সদর দপ্তর কোথায়?/ বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
রোম, ইতালি
বার্ন, সুইজারল্যান্ড
জেনেভা, সুইজারল্যান্ড
ভিয়েনা, অস্ট্রিয়া
7405. কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে?/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে ---
১৯৭৮
১৯৮০
১৯৮৬
১৯৮৮
7406. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
জিমি কার্টার ও রানি দ্বিতীয় এলিজাবেথ
রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থ্যাচার
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
7407. WIPO এর পূর্ণাঙ্গ রূপ কী?
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স প্রপার্টি অর্গানাইজেশন
7408. World Health Organization (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? / বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়—
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
প্যারিস, ফ্রান্স
7409. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন, যুক্তরাজ্য
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
7410. UNO বলতে কী বোঝায়?
University of New Orleans.
Union of New Organisation.
United Nations Organisation.
Universal Network Organisation.
7411. World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস, বেলজিয়াম
লন্ডন, যুক্তরাজ্য
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
7412. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী?
লন্ডন ঘোষণা
মস্কো সম্মেলন
আটলান্টিক সনদ
তেহরান সম্মেলন
7413. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
ইউনাইটেড নেশনস
লীগ অব নেশনস
কম্যুনিটি অব নেশনস
এসোসিয়েশনস অব নেশনস
7414. কোন সালে প্রাথমিক স্বাস্থ্য পরিচযা বিষয়ক আলমাআতা ঘোষণা গৃহীত হয়?
১৯৭৪
১৯৭৫
১৯৭৮
১৯৭৯
7415. প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়—
১ ডিসেম্বর
১ এপ্রিল
৭ এপ্রিল
৭ ডিসেম্বর
7416. কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা গঠিত হয়? / International Labour Organization (ILO) গঠিত হয়---
১৯১৫ সালে
১৯১৯ সালে
১৯২৫ সালে
১৯২৯ সালে
7417. আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
সুইজারল্যান্ড
পোল্যান্ড
জার্মানি
অস্ট্রিয়া
7418. 'WHO' কী নিয়ে কাজ করে? / World Health Organization (WHO) কী নিয়ে কাজ করে?
টেলিযোগাযোগ
নারী ক্ষমতায়ন
স্বাস্থ্য
ব্যবসা
7419. Permanent Court of International Justice কোন সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল?
লীগ অব নেশনস
ইউরোপীয় ইউনিয়ন
বিশ্বব্যাংক
কোনোটিই নয়
7420. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
ILO
IDA
IFC
IMF