MCQ
7741. শিল্প বিপ্লবের পূর্বে ব্রিটেনের সমাজ ছিল--
রক্ষণশীল
সামন্তবাদী
সাম্যবাদী পুঁজিবাদী
পুঁজিবাদী
7742. ট্রাফালগার যুদ্ধে কোন দেশ জয় লাভ করে?
ফ্রান্স
স্পেন
ইতালি
ইংল্যান্ড
7743. ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
জর্জিয়া মেলোনি
লিজ ট্রাস
দৌপদী মুর্মু
কোনোটিই নয়
7744. পলমল কী?
স্কুল
রেল স্টেশন
বার্তা সংস্থা
লন্ডনের একটি রাজপথের নাম
7745. ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
প্যারিস, ফ্রান্স
মস্কো, রাশিয়া
লন্ডন, যুক্তরাজ্য
7746. রেঁনেসার সূত্রপাত কোথায়? / ইতালির কোন শহরে রেঁনেসার সূত্রপাত--
ফ্লোরেন্স, ইতালি
বার্সেলোনা, স্পেন
এথেন্স, গ্রিস
লন্ডন, ইংল্যান্ড
7747. 'Renasissance' কথাটির অর্থ কী?
The Revival of Life
The Revival of Learning st.
The Revival of Hard Work
The Revival of New County
7748. বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
ফ্রান্স
ব্রিটেন
ইতালি
পর্তুগাল
7749. ইউরোপীয় রেনেসাঁ কোন শতাব্দীতে সংঘটিত হয়েছিল?
একাদশ -দ্বাদশ
দশম- দ্বাদশ
ত্রয়োদশ- ষোড়শ
সপ্তদশ -অষ্টাদশ
7750. ইউরোপের বৃহত্তম নগরী কোনটি?
প্যারিস
লন্ডন
আমস্টারডাম
হামবুর্গ
7751. রেনেসাঁ হলো---
শিল্পীর নাম
শিল্প আন্দোলনের নাম
ভাস্কর্যের নাম
কোনোটিই নয়
7752. ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
জর্জিয়া মেলোনি
লিজ ট্রাস
দৌপদী মুর্মু
কোনোটিই নয়
7753. ইউরোপের সবচেয়ে বড় স্ট্রিট কার্নিভাল 'নটিং হিল কার্নিভাল কোথায় অনুষ্ঠিত হয়?
নিউইয়র্ক
প্যারিস
মেক্সিকো
লন্ডন
7754. নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
ইতালি
জাপান
7755. কোন দেশের ডাকটিকিটে সে দেশের নাম লেখা থাকে না?
দক্ষিণ কোরিয়া
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
অস্ট্রিয়া
7756. ইউরোপীয় রেনেসাঁ হয় বা রেনেসাঁসের উৎপত্তি বা সূত্রপাত হয়?
১৪৫৩ সালে
১৭৮৯ সালে
১৮২০ সালে
১৯০০ সালে
7757. ইংল্যান্ডের শিল্প বিপুরের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধ্বংস হয়?
বস্ত্র শিল্প
কুটির শিল্প
কাগজ শিল্প
পাট শিল্প
7758. 'Workshop of the World' বলা হতো—
ব্রিটেনকে
ফ্রান্সকে
জার্মানিকে
রাশিয়াকে
7759. 'রেনেসাঁ' কথাটির আক্ষরিক অর্থ কী?/ 'Renaissance' কথাটির আক্ষরিক অর্থ কী?
যুগ
জন্মনো
পুনর্জন্ম
মৃত্যু
7760. চেকবুক ডিপ্লোমেসি প্রয়োগ করে কোন দেশকে বিভিন্ন সমুদ্র বন্দ্ররের উপর কর্তৃত্ব স্থাপন করতে দেখা গেছে?
ভারত
চীন
যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া