MCQ
8741. নিচের কোনটি সাংবিধানিক পদ নয়?
প্রধান নির্বাচন কমিশনার
চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ড
চেয়ারম্যান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
8742. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত?
চীন
বাংলাদেশ
ভারত
পাকিস্তান
8743. Bangladesh is currently participating in ....... UN peace keeping Operations.
10
08
9
17
8744. Indian High Commisioner in Bangladesh is- / বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার-
Pankaj Saran
Pranay Kumar Verma
Vikram K Doraiswami
Riva Ganguly Das
8745. সিয়ার্স টাওয়ারের স্থপতি-
এফ. আর, খান
লুই আই কান
হামিদুর রহমান
মইনুল হোসেন
8746. নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
সরকারি কর্ম কমিশন
নির্বাচন কমিশন
জাতীয় মানবাধিকার কমিশন
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
8747. কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান?
দুর্নীতি দমন কামিশন
মানবাধিকার কমিশন
তথ্য কমিশন
মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
8748. বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব এফ. আর. খান (ফজলুর রহমান খান) পেশায় কী ছিলেন?
আণবিক বিজ্ঞানী
স্থপতি
কম্পিউটার বিজ্ঞানী
ক্যান্সার চিকিৎসক
8749. আমেরিকার শিকাগো শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে?
সান্টিয়াগো ক্যালট্রোডা
রমেশ চন্দ্র
ফজলুর রহমান খান
গুস্তাফ আইফেল
8750. Choose the correct sentence.
She was presented a flower by me.
I presented her with a flower.
I presented a flower for her.
I presented her a flower.
ব্যাখ্যা: Present somebody with something অর্থ কাউকে কোনো কিছু দেওয়া, কাউকে কোনো কিছু প্রদান করা। সুতরাং সঠিক বাক্য। presented her with a flower |
8751. সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন?
১২৪
১২৩
১২৫
১২১
8752. বাংলাদেশের বর্তমান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
বিচারপতি মোহাম্মদ ইদ্রিস
রফিকুল হক
সৈয়দ মাহমুদ হোসেন
মুসলিম চৌধুরী
8753. বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের নাম কী?
মেলেনিয়া
জেরেমি ব্রুয়ার
জেরেমি করবিন
অলগা কেটরিন
8754. Select the word or phrase that must be changed in order for the sentence to be correct. Last night, the
director finally
wins the award, after
being nominated
more than
ব্যাখ্যা: Past indefinite tense indicator 'last night' বাক্য থাকাতে ভুল অংশটি হলো wins the award, after Wins-এর স্থলে win-এর past form won হলে বাক্যটি সঠিক হতো।
8755. জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্তমানে কয়টি দেশে কর্মরত আছে?
২৭
৮
১০
০৯
8756. জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান (Ranking)
First
Third
Second
Seventh
8757. যুক্তরাজ্যের হাউজ অব কমনস-এ বাংলাদেশি বংশোদ্ভূত এম, পি, কত জন?
২ জন
৪ জন
৩ জন
৫ জন
8758. বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত? / বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
১৬ বৎসর
১৮ বৎসর
২০ বৎসর
২১ বৎসর
8759. Who is the present country director of the World Bank in Bangladesh?
Abdoulaye Seck
Mercy Miyang Tembon
Qimiao Fan
Robert J. Saum
8760. কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে?
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
১৮০ দিন