MCQ
9581. গড়াই কোন নদীর শাখানদী?
যমুনা
পদ্মা
মেঘনা
ব্রহ্মপুত্র
9582. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ----
পদ্মা নদী হতে
ব্রহ্মপুত্র নদ হতে
যমুনা নদী হতে
মেঘনা নদী হতে
9583. পদ্মার শাখা নদী হচ্ছে –
আড়িয়াল খাঁ
ভৈরব
করতোয়া
কর্ণফুলী
9584. বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
বগুড়া
গোপালগঞ্জ
কুড়িগ্রাম
ফরিদপুর
9585. পদ্মার শাখা নদী হচ্ছে –
মধুমতী
গোমতী
করতোয়া
হালদা
9586. কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
যমুনা
ব্রহ্মপুত্র
পদ্মা
মেঘনা
9587. বাংলাদেশের বৃহত্তম নদী--
পদ্মা
মেঘনা
গোমতী
যমুনা
9588. উত্তর-পূর্ব দিক থেকে আগত পদ্মার উপনদী কোনটি?
পুনর্ভবা
আত্রাই
বরাল
মহানন্দা
9589. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী---
মহানন্দা
ভৈরব
কুমার
করাল
9590. ধলেশ্বরী কোন নদীর শাখা নদী?
পদ্মা
বুড়িগঙ্গা
যমুনা
মেঘনা
9591. যমুনার উপনদী কোনটি?
তিস্তা
ধলেশ্বরী
শীতলক্ষ্যা
খোয়াই
9592. পদ্মা নদীর উৎপত্তি---
হিমালয় পর্বতে
লুসাই পাহাড়ে
বাদনাতলী পর্বতে
হিমালয়ের মানস সরোবরে
9593. গঙ্গা নদী যা পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে—
খুলনা
রজশাহী
কুষ্টিয়া
দিনাজপুর
9594. গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কোন নামে পরিচিত হয়েছে?
গোমতি
সুরমা
বুড়িগঙ্গা
পদ্মা
9595. পদ্মা নদীর উপনদী কোনটি?
টাঙ্গন
করতোয়া
কপোতাক্ষ
পুনর্ভবা
9596. পদ্মার শাখা নদী হচ্ছে –
মাথাভাঙ্গা
ধলেশ্বরী
গোমতী
সুরমা
9597. কপোতাক্ষ নদ কোন নদীর শাখা?
ব্রহ্মপুত্র
যমুনা
মেঘনা
পদ্মা
9598. বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
রাজশাহী
পাবনা
বগুড়া
সিরাজগঞ্জ
9599. ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি ?
শীতলক্ষ্যা
বুড়িগঙ্গা
ধরলা
বংশী
9600. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
পদ্মা
মেঘনা
গোমতী
যমুনা