MCQ
9801. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
সাভার
চট্টগ্রাম
মংলা
ঈশ্বরদী
9802. বাংলাদেশে ইপিজেড নেই-
কুমিল্লায়
মংলায়
ঈশ্বরদীতে
রাজশাহীতে
9803. Choose the correct one:-
He is caught of flattery
He is ill of flattery
He is sick of flattery
He is angry of flattery
ব্যাখ্যা: He is sick of flattery- সে তোষামদ প্রিয়।
9804. ঢাকা ইপিজেড কোথায়?
ঈশ্বরদী, পাবনা
পতেঙ্গা, চট্টগ্রাম
সাভার, ঢাকা
টঙ্গী, গাজীপুর
9805. বাংলাদেশে সর্বশেষ ইপিজেড কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
আদমজীনগর
মানিকনগর
নবীনগর
চট্টগ্রাম
9806. Write down the correct sentence
Tell me why have you come here?
What time did you go to bed last night?
Why you are angry with me?
When you passed your Diploma Examination?
ব্যাখ্যা: Last night সময় নির্দেশক adverb যা বাক্যে past indefinite tense নির্দেশ করে। Past indefinite tense এর সঠিক interrogative বাক্য What time did you go to bed last night?
9807. কোনটি বেসরকারি ইপিজেড?
রাঙ্গুনিয়া ইপিজেড
কোরিয়ান ইপিজেড
কর্নফুলী ইপিজেড
ক ও খ উভয়ই
9808. Choose the correct sentence: .
I have finished read the book
I have finished reading the book.
I finished reading the book.
I have finish reading the book.
ব্যাখ্যা: [Note: Finish + (verb + ing) + sth-এর ব্যবহার অনুযায়ী এবং অপশনের দুটি বাক্যই সঠিক।।
9809. Choose the correct sentence:
All of it depend on you.
All of it are depending on you.
All of it depends on you.
All of it are depended on you.
ব্যাখ্যা: Singular অথবা uncountable noun এর সমগ্রতা বোঝাতে all of ব্যবহৃত হলে এর দ্বারা singular noun-কে নির্দেশ করে। যার পর verb-এর singular form বসবে। All of it depends on you!
9810. দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড --
উত্তরা
মেঘনা
আদমজী
ঈশ্বরদী
9811. বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি?
চট্টগ্রাম ইপিজেড
ঢাকা ইপিজেড
উত্তরা ইপিজেড
রংপুর ইপিজেড
9812. Choose the correct sentence:
Rich is not always happy
The rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy
ব্যাখ্যা: Adjective-এর পূর্বে the বসিয়ে plural common noun গঠিত হয় এবং এর পর plural verb ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য The rich are not always happy!
9813. বাংলাদেশের অষ্টম ইপিজেডের নাম কী?
কর্ণফুলী ইপিজেড
চট্টগ্রাম ইপিজেড
সীতাকুন্ড ইপিজেড
কক্সবাজার ইপিজেড
9814. দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
নীলফামারী
মুন্সিগঞ্জ
নারায়ণগঞ্জ
পাবনা
9815. বাংলাদেশে কয়টি বেসরকারি ইপিজেড আছে?
২ টি
৩ টি
৪টি
৫ টি
9816. Write the correct one:
The bus has left before we reached the station.
The bus had left before we reached the station.
The bus will have left before we reached the station.
The bus will leave before we reached the station.
ব্যাখ্যা: Before যুক্ত প্রথম clause টি past perfect tense হলে দ্বিতীয় clause টি past indefinite tense হয়।
9817. Which sentence is correct?
You had better going there.
You had better go there.
You had better gone there.
You had better to be going there.
ব্যাখ্যা: অতীতে কোনো কাজ করা ভালো ছিল বোঝাতে had better + verb, হয়। Had better, Would rather-এর পরে -এর base form বসে।
9818. কোন সালে বাংলাদেশে ইপিজেডের কার্যক্রম শুরু হয় ---
১৯৭৭
১৯৮০
১৯৮৩
১৯৮২
9819. বাংলাদেশের পঞ্চম ইপিজেড কোনটি?
কুমিল্লা
ঈশ্বরদী
মংলা
উত্তরা
9820. বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল-
কুমিল্লা
সাভার
চট্টগ্রাম
ঈশ্বরদী