EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
10301. কোন সালে বাংলাদেশে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
১৯৭৫
১৯৯১
১৯৯৬
২০০৭
10302. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
সৈয়দ নজরুল ইসলাম
খন্দকার মোশতাক আহমেদ
এম. মনসুর আলী
10303. Find out the correct sentence.
Do you know where does he live?
Do you know where he lives?
Do you know where he live?
Do you know where does he lives?
ব্যাখ্যা: একটি question বা বাক্যের উপর আরেকটি question শায়িত থাকলে তাকে embedded question বলে। Embedded question-এর Structure: wh word + sub + Derb। সুতরাং সঠিক বাক্য Do you know where he lives?
10304. জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয় কবে?
২৫ মার্চ, ১৯৯৬
২৬ মার্চ, ১৯৯৬
২৭ মার্চ, ১৯৯৬
২৮ মার্চ, ১৯৯৬
10305. বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
এম. এ. হান্নান
মেজর জিয়াউর রহমান
আবুল কাশেম সন্দ্বীপ
মেজর রফিকুল
10306. It is frustrating, when besides working hard, he didn't earn much.
besides, didn't
in spite of, doesn't
although, didn't
despite, didn't
while don't
ব্যাখ্যা: In spite of + verb + ing বসে আর When পূর্ববর্তী clause টি present tense এ হওয়ায় Sub he অনুযায়ী doesn't বসবে। In spite of এবং doesn't যোগে বাক্যটির বাংলা: এটি হতাশাজনক যখন কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে বেশি আয় করতে পারে না।
10307. মুজিবনগর সরকারের তথ্য ও পরিকল্পনা মন্ত্রী
শেখ মুজিবুর রহমান
এম. মনসুর আলী
তাজউদ্দিন আহমেদ
আতাউর রহমান খান
10308. কোন তারিখে জেনারেল ইয়াহিয়া বঙ্গবন্ধুকে দেশদ্রোহী আখ্যায়িত করেন?
১৬ ডিসেম্বর, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
10309. Find out the incorrect sentence.
See the word in the dictionary
The rice of Dhaka is better than that of Rajshahi
The patient had died before the doctor came.
Mr Rahman is on the committee.
ব্যাখ্যা: ভুল বাক্যটি হলো See the word in the dictionary। কেননা dictionary তে তথ্য খোঁজার ক্ষেত্রে look up phrasal verbটি ব্যবহৃত হয়। সুতরাং ভুল বাক্যটির সঠিক রূপ হবে: Look the word up in the dictionary!
10310. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
তাজউদ্দিন আহমেদ
মোশতাক আহমেদ
সৈয়দ নজরুল ইসলাম
মনসুর আলী
10311. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কী ছিল?
বহুদলীয় ব্যবস্থা
বাকশাল
তত্ত্বাবধায়ক সরকার
সংসদে মহিলা আসন
10312. Chose the correct sentence-
He found the books at six and sevens.
He found the books at sixes and sevens.
He found the books in six and sevens.
He found the books in sixes and seven.
ব্যাখ্যা: At sixes and sevens অর্থ এলোমেলো বা বিশৃঙ্খল। সুতরাং সঠিক বাক্য হলো- He found the books at sixes and sevens I
10313. কোন সালে বাংলাদেশে পুনরায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়?
পঞ্চম
ষষ্ঠ
একাদশ
দ্বাদশ
10314. Find out the correct sentence.
I sold all of my furniture.
I sold all of my furnitures.
I like vegetable.
They have gone for walk.
ব্যাখ্যা: Furniture শব্দটি uncountable noun। এর plural form নেই। সুতরাং সঠিক বাক্য 1 sold all of my furniture। (খ) furnitures-এর স্থলে furniture হবে। (গ) vegetable-এর স্থলে vegetables হবে আর for walk-এর স্থলে for a walk হবে।
10315. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ জন্যগ্রহণ করেন—
দাউদকান্দি, কুমিল্লা
সাটুরিয়া, মানিকগঞ্জ
মাওয়া, মুন্সিগঞ্জ
কাপাসিয়া, গাজীপুর
10316. Five countries, including Bangladesh, is home to half of the world's poor.
is home
are homes
is homes
are home
is homely
ব্যাখ্যা: আবাসস্থল বোঝাতে home শব্দটি uncountable হিসেবে ব্যবহৃত হয়। Be home অর্থ আবাসস্থল। সুতরাং সঠিক expression হবে are home। Are home যোগে প্রদত্ত বাক্যের অর্থ: বাংলাদেশসহ পাঁচটি দেশ বিশ্বের অর্ধেক গরিব লোকের আবাসস্থল।
10317. Select the right sentence.
He will come back by and by.
He will come back bye and bye.
He will come back bye the bye.
He will come back by the by.
ব্যাখ্যা: By and by phraseটির বাংলা শীঘ্র। সুতরাং সঠিক বাক্য He will come back by and by। অন্যদিকে by the by অর্থ কথা প্রসঙ্গে।
10318. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
শেখ মুজিবুর রহমান
এম. মনসুর আলী
তাজউদ্দিন আহমেদ
আতাউর রহমান খান
10319. কখন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে?
৬ আগস্ট, ১৯৯১
৬ আগস্ট, ১৯৯৯
৭ আগস্ট, ১৯৯৯
৮ আগস্ট, ১৯৯৯
10320. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ
শেখ মুজিবুর রহমান
ক্যাপ্টেন মনসুর আলী