MCQ
10441. সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করা হয়?
১৫ দিন
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
10442. সংবিধানের কত অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং সর্ম্পকে বলা আছে?
২৯
৩৯
৭০
৭৭
10443. সংসদের অধিবেশন সমাপ্ত হওয়ার কত দিন পর আবার অধিবেশন ডাকা বাধ্যতামূলক? (
৬০ দিন
৭০ দিন
৮০ দিন
৯০ দিন
10444. বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি কে?
সংসদ বিষয়ক সচিব
মাননীয় স্পীকার
মাননীয় প্রধানমন্ত্রী
মহামান্য রাষ্ট্রপতি
10445. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামী সংখ্যা ছিল কত জন?
৩৪ জন
৩৬ জন
৩৫ জন
৩২ জন
10446. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স
৬০
৬৫
৬২
৬৭
10447. সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না?
৬০ দিন
৭০ দিন
৮০ দিন
৯০ দিন
10448. বাংলাদেশে একজন সংসদ সদস্য কত বছরের জন্য নির্বাচিত হোন?
৪ বছর
৫ বছর
৬ বছর
৭ বছর
10449. কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের জজ হিসেবে নিযুক্ত করতে হলে অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে ন্যূনতম কত বৎসরের অভিজ্ঞতা বাঞ্চনীয়?
৮ বৎসর
১০ বৎসর
১২ বৎসর
১৫ বৎসর
10450. একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কত দিন সংসদের বাইরে থাকতে পারবে?
৩০ দিন
৪৫ দিন
৬০ দিন
৯০ দিন
10451. বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
৫৭
৬০
৬২
৬৫
10452. বিচারকদের চাকরির বয়স ৬৭ বছরের বিষয়টি সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
৯৬(১)
৯৬(২)
৯৬(৩)
৯৬(৪)
10453. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে জজ বা বিচারপতিদের নিয়োগের কথা বলা আছে?
২য় ভাগে
৪র্থ ভাগে
৬ষ্ঠ ভাগে
৭ম ভাগে
10454. What is the meaning of the word Quorum?
Required number
Allowed number
Number
Additional number
10455. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে? / জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন কে?
স্পিকার
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
সংসদ সদস্যগণ
10456. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে সুপ্রিম কোর্টের বিভিন্ন অংশ সুন্দরভাবে বর্ণিত আছে। সংবিধান অনুযায়ী ভাষাগুলো হলো
High Court and Supreme Court
High Court Division and Appellate Division
High Court and Appellate Court
Appellate Division and Supreme Judicial Council
10457. যদি কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনেও সংসদে সদস্যরূপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ডে দণ্ডনীয় হবেন?
পাঁচশত টাকা
এক হাজার টাকা
দুই হাজার টাকা
তিন হাজার টাকা
10458. জাতীয় সংসদে নির্বাচিত কোন সদস্য একটানা কত দিন অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল করার বিধান সংবিধানে রাখা হয়েছে?
৩০ দিন
৬০ দিন
৯০ দিন
১২০ দিন
10459. বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে?
প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
10460. সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? / বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? / বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে সংবিধানের ৯৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? / বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে
জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি