MCQ
10641. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
৮
৯
১০
১১
10642. প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র...' শব্দগুলো বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? / গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলা আছে কোন অনুচ্ছেদে?
৭
৮
১১
১২
10643. ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না—
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা
শাসনতান্ত্রিক কাঠামো
স্বতন্ত্র মুদ্র ব্যবস্থা
বিচার ব্যবস্থা
10644. মুজিবনগরের পূর্বনাম কী ছিল?
বুড়িপোতা
আমঝুপি
মানিক নগর
বৈদ্যনাথতলা
10645. আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কী ছিল?
আগরতলা সত্য মামলা
ইসলামাবাদ খড়যন্ত্র মামলা
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা
রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
10646. ছয় দফা আন্দোলনের প্রথম শহিদ কে?
শামসুজ্জোহা
মনু মিয়া
রফিক
সালাম
10647. ছয় দফা কর্মসূচি মূলত কী ধরনের কর্মসূচি--
ধর্মীয় ও আঞ্চলিক
সাহিত্য ও সাংস্কৃতিক
সামাজিক ও রাজনৈতিক মুক্তি
অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি
10648. কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
আগরতলা, ভারত
ঢাকা, বাংলাদেশ
লাহোর, পাকিস্তান
কোনোটিই নয়।
10649. বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
বৈদেশিক বাণিজ্য
মুদ্রা বা অর্থর
রায়ায় কর
কেন্দ্রীয় সরকার
10650. বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার চার মূলনীতি হচ্ছে-
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষভা
জাতীয়তাবাদ, আইনের শাসন, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
মানবাধিকার, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সুশাসন
10651. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ধর্মীয় ঐক্য
ভ্রাতৃত্ববোধ
ঐক্য ও সংহতি
শৃঙ্খলাবোধ
10652. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফাতে কী ছিল?
রাজতন্ত্র
একনায়কতন্ত্র
গণতন্ত্র
সংসদীয় গণতন্ত্র
10653. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
৪ টি
৫ টি
৬ টি
৮ টি
10654. কবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগররলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
০৩ এপ্রিল, ১৯৬৮
০৩ মে, ১৯৬৮
০৩ জানুয়ারি, ১৯৬৮
০৩ মার্চ, ১৯৬৮
10655. বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রথম সরকার বা প্রবাসী সরকার কোথায় গঠিত হয়?
ভোমরা, সাতক্ষীরা
মুজিবনগর, মেহেরপুর
দর্শনা, চুয়াডাঙ্গা
নবাবগঞ্জ, দিনাজপুর
10656. ১৯৬৬ সালে ৬ দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?
৩টি
৪টি
৫টি
৬ টি
10657. কখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
০৩ এপ্রিল, ১৯৬৮
০৩ মে, ১৯৬৮
০৩ জানুয়ারি, ১৯৬৮
০৩ মার্চ, ১৯৬৮
10658. ছয় দফার কোন দফায় অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা আছে?
দ্বিতীয় দফা
তৃতীয় দফা
চতুর্থ দফা
পঞ্চম দফা
10659. ঐতিহাসিক ছয় দফা দিবস কবে?
১৭ এপ্রিল
২৩ ফেব্রুয়ারি
৭ মার্চ
৭ জুন
10660. আওয়ামী লীগের ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা--
রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
ধর্মনিরপেক্ষতা
স্বতন্ত্র মুদ্র।
প্রাদেশিক স্বায়ত্তশাসন