MCQ
12161. Who is the author of 'Man and Superman'?
G.B. Shaw
Thomas Hardy
Ernest Hemingway
Charles Dickens
ব্যাখ্যা: Hints: 'Man and Superman' হচ্ছে George Bernard Shaw (1856-1950)-এর এ comedy | George Bernard Shawকে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট বলা হয়। তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।
12162. Which of the following writers belong to the Elizabethan period?
Christopher Marlowe
Alexander Pope
John Dryden
Samuel Beckett
12163. The Merchant of Venice' is a Shakespearean play about-
a Jew
a Moor
a Roman
a Turk
ব্যাখ্যা: Hints: Shylock নামে একজন Jewish (ইহুদি) merchant (money lender)-এর উপর ভিত্তি করে Shakespeare "The Merchant of Venice' comedy-টি লেখেন।
12164. Shakespeare's 'Measure for Measure' is a successful-
tragedy
comedy
tragi-comedy
melodrama
ব্যাখ্যা: Hints: Shakespeare-এর বিখ্যাত comedy-গুলোর মধ্যে Measure for Measure অন্যতম। তার আরও কিছু বিখ্যাত comedy-গুলোর মধ্যে রয়েছে- Twelfth Night, All's Well That Ends Well, As You Like It, The Comedy of Errors, A Midsummer Night's Dream ইত্যাদি। আর তার বিখ্যাত tragedy গুলো হচ্ছে-Hamlet, King Lear, Othello, Macbeth, Romeo and Juliet ইত্যাদি।
12165. 'Gitanjali' of Rabindranath Tagore was translated by-
W. B. Yeats
Robert Frost
John Keats
Rudyard Kipling
ব্যাখ্যা: Hints: রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতাঞ্জলি' নামক কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ মূলত রবীন্দ্রনাথ নিজেই করেছেন। তবে, W. B. Yeats এ ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখেন এবং অনূদিত কাব্যগ্রন্থটির অর্থাৎ 'Song Offerings'-এর Introduction টিও তিনি লিখেন। এ কারণে তার নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
12166. Of the following authors, who wrote an epic?
John Milton
William Cowper
Jane Mansfield
William Shakespeare
ব্যাখ্যা: Hints: Option এ প্রদত্ত author দের মধ্যে epic (মহাকাব্য) লেখেন এমন author হলেন। Milton John Milton-এর উল্লেখযোগ্য মহাকাব্য হলো Paradise Lost, Paradise Regaine
12167. The play Arms and the Man is by-
James Joyce
George Bernard Shaw
Samuel Beckett
Arthur Miller
ব্যাখ্যা: Hints: 'Arms and the Man' হচ্ছে George Bernard Shaw-এর একটি Comedy।
12168. 'Jacobean Period' of English Literature refers to -
1558-1603
1625-1649
1603-1625
1649-1660
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে Jacobean Period বলতে বোঝায় 1603-1625 সময়কাল 1558-1603 সময়কালকে বলা হয় Elizabethan Age, 1625-1649 সময়কালকে বলা Caroline Age; আর Commonwealth Period-এর সময়কাল 1649-1660
12169. Which of the following books is written by Thomas Hardy?
The Return of the Native
Pride and Prejudice
Oliver Twist
Vanity Fair
ব্যাখ্যা: Hints: Victorian Age-এর অন্যতম প্রধান ঔপন্যাসিক Thomas Hardy রচিত উপন্যাসগুলো হচ্ছে- The Return of the Native, Tess of the D'Urbervilles, Far from the Madding Crowd, Under the Greenwood Tree ইত্যাদি। আর Vanity Fair, Pride and Prejudice এবং Oliver Twist লিখেছেন যথাক্রমে William Makepeace Thackeray, Jane Austen এবং Charles Dickens!
12170. The romantic age in English literature began with the publication of -.
Preface to Shakespeare
Preface to Lyrical Ballads
Preface to Ancient Mariners
Preface to Dr. Johnson
ব্যাখ্যা: Hints: 'Preface to Lyrical Ballads'-এর প্রকাশনার মধ্য দিয়ে Romantic Age শুরু হয়। S. T. Coleridge এবং W. Wordsworth সম্মিলিতভাবে ১৭৯৮ সালে এটি প্রকাশ করেন।
12171. Othello is a Shakespeare's play about-
A Jew
A Roman
A Turk
A Moor
ব্যাখ্যা: Hints: Shakespeare-এর 'Othello' নাটকটি নায়ক হয়েছে । আর Othello হচ্ছে ভেনিসের একজন Moorish Captain। Othello-কে কেন্দ্র করে লেখা
12172. The poem 'The Solitary Reaper' is written by-
W.H. Auden
W. Wordsworth
W.B. Yeats
Ezra Pound
ব্যাখ্যা: Hints: The Solitary Reaper' হচ্ছে William Wordsworth-এর লেখা একটি বিখ্যাত Ballad।
12173. The play 'Candida' is by-
James Joyce
Shakespeare
G. B. Shaw
Arthur Miller
ব্যাখ্যা: Hints: 'Candida'হচ্ছে একটি comedy যা G.B. Shaw ১৮৯৪ সালে রচনা করেন।
12174. Who among the following writers is not a Nobel Laureate?
T.S. Eliot
Toni Morrison
Grahame Greene
William Faulkner
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে T.S.Eliot Nobel prize লাভ করেন ১৯৪৮ সালে, Toni Morrison ১৯৯৩ সালে এবং William Faulkner লাভ করেন ১৯৪৯ সালে। আর Grahame Greene Nobel prize পাননি।
12175. The poem 'Isle of Innisfree' is written by-
Dylan Thomas
Ezra Pound
W.H. Auden
W.B. Yeats
ব্যাখ্যা: Hints: প্রশ্নোক্ত Poem টির নাম মূলত 'The Lake Isle of Innisfree' যা W.B. Yeats লিখেছেন।
12176. Who is not a Victorian poet?
Matthew Arnold
Alexander Pope
Alfred Tennyson
Robert Browning
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে 1832-1901 সময়কালকে Victorian Period বলা হয়। অন সময়ের উল্লেখযোগ্য কবি হলেন Matthew Arnold (1822-1888), Robert Brown (1812-1889) Alfred Tennyson (1809-1892)। অন্যদিকে Alexander (1688-1744) হলেন Augustan period (1700-1745)-এর কবি।
12177. 'A Passage to India' is written by-
E. M. Forster
Rudyard Kipling
Galls Worthy
A. H. Auden
ব্যাখ্যা: Hints: E. M. Forster ১৯২৪ সালে 'A Passage to India' উপন্যাসটি লেখেন। British Raj এবং ১৯২০ সালে Indian Independence Movement-এর উপর ভিত্তি করে এ উপন্যাসটি লেখা হয়।
12178. Riders to the Sea is-
a novella
a theatrical adaptation of
a poem an epic poem
a one-act play
ব্যাখ্যা: Hints: J.M. Synge-এর 'Riders to the Sea' একটি One-act play। একটি মাত্র Act এবং একাধিক Scene নিয়ে রচিত হয়েছে এই play-টি।
12179. The most famous satirist in English literature is -
Jonathan Swift
Joseph Addison
Alexander Pope
Richard Steel
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গরচয়িতা, ব্যঙ্গনবিশ) হলেন Jonat Swift। তার বিখ্যাত Satire Gulliver's Travels-এর মাধ্যমে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান
12180. Who is known as 'the poet of nature' in English literature?
Lord Tennyson
John Milton
William Wordsworth
John Keats
ব্যাখ্যা: Hints: ইংরেজি সাহিত্যে poet of nature বলা হয় William Wordsworth-কে। প্রকৃতিকে উপজীব্য করেই তিনি তার কবিতা রচনা করেছেন।