EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
12461. "Subterfuge' means-
deception
smartness
very clever
link
ব্যাখ্যা: Hints: Subterfuge (ছলচাতুরী, ধোঁকা)-এর সমার্থক শব্দ deceptiom (প্রতারণা)। Smartness অর্থ কেতাদুরস্ততা, very cliter অর্থ খুব চালাক আর find, অর্থ বিরক্তিকর ব্যক্তি।
12462. The word 'apparent' means-
uncertain
confusing
surprising
obvious
ব্যাখ্যা: Hints: Apparent (স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন)-এর সমার্থক শব্দ হলো obvious (স্পষ্টত প্রতীয়মান)। Lincrtain অর্থ অনিশ্চিত, Confusing অর্থ দ্বিধাগ্রস্ত আর suprising অর্থ চিত্তাকর্ষক।
12463. Someone who is not strong is (vulnerable). Which of the followings most appropriate replacement of underlined word of vulnerable---
Muscular
Weak
Pale
Raced
ব্যাখ্যা: Hints: Vulnerable (ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; অরক্ষিত)-এর সমার্থক শব্দ হলো weak (দুর্বল)।
12464. Select the correct sentence.[তুমি কি জান তুমি কার সাথে কথা বলছ?]
Do you know who are you talking to?
Do you know whom you are talking to?
Do you know you are talking to who?
Do you know are you talking to whom?
ব্যাখ্যা:
12465. Nobody knows why postponed until next week.
the meeting
was the meeting
did the meeting
the meeting was
12466. Change the voice: 'It is impossible to do this'.
Doing this is impossible
This is impossible to be done
This must not be done
This can't be done
ব্যাখ্যা: Infinitive বা to + v1, যুক্ত বাক্যংশ করতে হয়। সুতরাং সঠিক উত্তর (খ)। কে passive করার সময় to be + v3, এই নিয়মে করতে হয় । সুতরাং সঠিক উত্তর : (খ)
12467. Nobody knows why - postponed until next week. [কেউ জানে না কেন আগামী সপ্তাহ পর্যন্ত মিটিং স্থগিত করা হলো]
is the meeting
did the meeting
was the meeting
the meeting was
ব্যাখ্যা:
12468. Choose the odd word from the word list.
Cyclone
Earthquake
Diverse
Tsunami
ব্যাখ্যা: Hints: Odd word (আলাদা শব্দ/ভিন্ন শব্দ)টি হলো diverse (বিভিন্ন রকম, একাধিক)। কেননা cyclone (ঘূর্ণিঝড়), earthquake (ভূমিকম্প), tsunami (সামুদ্রিক ঢেউ) হলো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কীত সমশ্রেণীর word।
12469. The antonym of the word 'imitate' is-
emulate
copy
alter
simulate
12470. 'Rice sells cheap' is-
Passive voice
Active voice
Both
None
ব্যাখ্যা: 'Rice sells cheap' Active voice-এর উদাহরণ। কারণ Passive voice-এ সর্বদা মূল verbটি' 'সাহায্যকারী verb + v3' হয়।
12471. The opposite of accidental is-
intentional
occupational
sensational
chaotic
ব্যাখ্যা: Hints: Accidental (আকস্মিক)-এর বিপরীত শব্দ intentional যার অর্থ ইচ্ছাকৃত, পরিকল্পিত। অন্যদিকে occupational অর্থ পেশাভিত্তিক, sensational অর্থ চাঞ্চল্যকর, উত্তেজনাপূর্ণ আর chaotic অর্থ বিভ্রান্তিকর, বিশৃঙ্খল।
12473. Conflict may be described as:
Harmony
Homogenous
Disagreement
Homologous
ব্যাখ্যা: Hints: Conflict (দ্বন্দু, সংঘাত, বিরোধ) শব্দটিকে বর্ণনা করা যেতে পারে disagreement (মতভেদ, ছোট কলহ) হিসেবে। তাছাড়া harmony অর্থ মিল, homogenous অর্থ সমজাতীয় আর homologous অর্থ সদৃশ।
12474. The active form of the sentence That house was built ten years ago' is
Someone built the house ten years ago.
We had built the house ten years ago.
Somebody had built the house ten years ago.
They built the house ten years ago.
ব্যাখ্যা: Object বিহীন বাক্যটির active voice-এর structure: Someone + verb-এর past form + sub কে ob+ বাকি অংশ। সুতরাং সঠিক active form হলো Someone built the house ten years ago |
12475. The synonym of false is-
wrong
right
bad
good
ব্যাখ্যা: Hints: False (মিথ্যা)-এর সমার্থক শব্দ হলো wrong যার অর্থ ভুল বা ভ্রান্তি।
12476. The work is done by Medha'- This is an exmaple of-
active voice
passive voice
quasi-passive voice
not any voice which are mentioned
ব্যাখ্যা: "This work is done by Medha" হচ্ছে একটি passive voice এর উদাহরণ। তাই (খ) এখানে সঠিক উত্তর। অন্য তিনটিই অর্থাৎ (ক), (গ) এবং (ঘ) ভুল উত্তর।
12477. What is the meaning of 'apartheid?
apart
discrimination
dialogue
distance
ব্যাখ্যা: Hints: Apartheid' শব্দটির অর্থ বর্ণবৈষম্য, বর্ণবাদ, ইউরোপীয় এবং অ-ইউরোপীয়দের পৃথকীকরণ। Apartheid শব্দটির অর্থ প্রকাশ পায় discrimination (পার্থক্যকরণ; বৈষম্য) তারা। Apart অর্থ দূর, distance অর্থ দূরত্ব আর dialogue অর্থ সংলাপ।
12478. Do you find your payment too little? (Passive)
Is your payment found too little to you?
Are your payment found too little to you?
Are your payment found too little by you?
Is your payment found too little by you?
12479. Which one is the correct passive form of the sentence- 'He satisfied everybody'?
Everybody has been satisfied by him.
Everybody was satisfied by him.
Everybody was satisfied with him.
Everybody would be satisfied at him.
ব্যাখ্যা: Active voice কে Passive করার নিয়ম। উল্লেখ্য, satisfy, seize, annoy এগুলোর পর by না হয়ে with হয়। Active বাক্যের subject হবে subject + auxiliary verb + verb এর Past participle + by + object.
12480. 4. The Judge reprimanded the witness for giving a false account to the event. Replace the underlined word “reprimanded” with opposite meaning---
praised
challenged
disproved
commanded
ব্যাখ্যা: Hints: Reprimand (কঠোর তিরস্কার করা)-এর বিপরীত শব্দ হলো praise (প্রশংসা করা)। Challenge অর্থ শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্বযুদ্ধ ইত্যাদিতে আহ্বান করা, dispruce অর্থ ভুল বা মিথ্যা প্রমাণ করা আর command অর্থ আদেশ করা।