MCQ
12561. Choose the word opposite: ENIGMATIC----
Frenetic
Unambiguous
Antagonistic
Genuine
ব্যাখ্যা:
Hints: Enigmatic- দুর্বোধ্য, হেয়ালিপূর্ণ, বিভ্রান্তিকর। Frenetu- ধর্মান্ধ, ক্ষিপ্ত, প্রলাপ,বকে এমন। Unambiguous- স্পষ্ট, দ্ব্যর্থহীন, পরিষ্কার। Genuine- অকৃত্রিম, আসল, খাঁটি। Antagonistic- বৈরিতামূলক, বৈরি, বিরোধী।
12562. Choose the word opposite: Violent---
Humble
Tame
Gentle
Harmless
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
Spelling Mistakes
Engineering classroom
Synonym and Antonyms
ব্যাখ্যা:
Hints: Violent- সহিংস। Options- এর মধ্যে Tame- শান্ত/ পোষা, Humble- নম্র, বিনয়ী, Gentle- ভদ্র, Harmless- নির্দোষ। প্রদত্ত চারটি Option-ই Violent- এর বিপরীত তবে প্রকৃতিগত দিক বিবেচনায় সঠিক বিপরীতার্থক শব্দ Gentle।
12563. Choose the synonymous words Submerge---
to walk on
to appear
to sink
to run
ব্যাখ্যা:
Hints: Submerge (ডোবানো)- এর সমার্থক শব্দ sink (ডোবানো)।
12564. Choose the word opposite: ALOOFNESS----
Concern
Exaggeration
Complacency
Simplicity
ব্যাখ্যা:
Hints: Aloofness- উদাসীনতা, তফাৎ, নির্লিপ্ততা। Concern- কোনো বিষয়ে উদ্বেগ।Exaggeration- অত্যুক্তি, অতিরঞ্জন। Complacency- প্রসন্নতা, সুখ, আত্মপ্রসাদ।Simplicity- সরলতা, অমিশ্রতা, ছলাকলাহীনতা।
12565. Antonym of 'bankrupt'----
Wealthy
Thoughtless
Changeable
Show
ব্যাখ্যা:
Hints: Bankrupt- দেউলিয়া। Thoughtless চিন্তাহীন, Changeable- পরিবর্তনশীল, Show- দেখানো এবং uealthy ধনী। সুতরাং wsaithy শব্দটি bankrupt -এর antonym
12566. Choose the word opposite: Haughty--
Pitiable
Scared
Humble
Cowardly
ব্যাখ্যা:
Hints: Haughty- উদ্ধত। Options- এর মধ্যে Pitiable শোচনীয়/করুণ, Scared- ভীত, Humble- বিনয়ী, Cowardly- কাপুরুষোচিতভাবে।
12567. Choose the word opposite: Overt---
Deep
Shallow
Secret
Unwritten
ব্যাখ্যা:
Hints: Overt- প্রত্যক্ষ। Options-এর মধ্যে Deep- গভীর, Shallow- অগভীর, Secret- গোপন, Umoritten- অলিখিত। সুতরাং Overt ও Secret শব্দদ্বয় বিপরীতার্থক।
12568. Choose the similar word: SORDID----
antiseptic
squalid
remote
melancholy
ব্যাখ্যা:
Hints: Sordid- নোংরা, ইতর, নীচ, antiseptic- পচনশীলরোধকারক, জীবাণুমুক্ত।
Squalid- নোংরা, দারিদ্র্যপীড়িত। Remote দূরবর্তী। Melancholy- মনমরা, হতাশ।
12569. Choose the word opposite: Pride---
Shame
Humbleness
Debasement
Humility
ব্যাখ্যা:
Hints: Pride- গর্ব অহংকার। Options- এর মধ্যে Humility- বিনয়/দীনতা, Shame- লজ্জা, Humbleness- মহানুভবতা, Debasement- অধঃপতন। সুতরাং অর্থের দিক থেকে Pride Humility শব্দদ্বয় বিপরীতার্থক।
12570. Choose the similar word: ENIGMA----
obstruction
nonsense
flaw
puzzle
ব্যাখ্যা:
Hints: Enigma হেঁয়ালিপূর্ণ, ধাঁধা, প্রহেলিকা, obstruction- প্রতিবন্ধকতা। Nonsense আজেবাজে কথা, অর্থহীন। Flatw- খুঁত, ত্রুটিপূর্ণ। Puzzle ধাঁধা।
12571. Choose the word opposite: LUCID---
Ornate
Arrogant
Obscure
Embroiled
ব্যাখ্যা:
Hints: Lucid-উজ্জ্বল, স্বচ্ছ,সহজবোধ্য। Ornate- সুসজ্জিত। Obscure- অস্বচ্ছ, অজানা। Arrogant- অহংকারী। Embroiled- জড়িত।
12572. Choose the similar word: TRANSCRIBE-----
to copy
send
alter
redo
ব্যাখ্যা:
Hints: Transcribe নকল করা। To copy- নকল করা। Send- প্রেরণ করা। Alter- পরিবর্তন করা। Redo পুনরায় করা।
12573. Choose the synonymous words Hybrid---
unusual
pedigreed
crossbred
hackneyed
ব্যাখ্যা:
Hints: Hybrid (সংকর)- এর সমার্থক শব্দ crossbred (সংকর)। Pedigreed বংশতালিকা, lackarad- বাবহারজীর্ণ, unusual- অদ্ভুত।
12574. Synonym for the word 'vigour-
Warmth
Courage
Boldness
Strength
ব্যাখ্যা:
Hints: Warmth উচ্চতা, Courage- সাহস, Boldness- দুঃসাহস এবং Strength- শক্তি বা তেজ এবং Vigour- তেজ। সুতরাং সঠিক উত্তর (ঘ)।
12575. Choose the synonymous words Devoid---
lacking
stupid
evasive
hopeless
12576. What is the Synonym for the word 'Petulant?
Greedy
Dishonest
Gracious
Impatient
12577. Choose the word opposite: Moist---
Parched
Dry
Hard
Crisp
ব্যাখ্যা:
Hints: Moist- আর্দ্র/ভেজা। Options- এর মধ্যে Parched- দছ, Dry- শুক, Hand কঠিন, Crisp- মচমচে। সুতরাং সঠিক উত্তর খ।
12578. Choose the word opposite: CONCATENATE----
Disclaim
Impede
Derail
Unlink
ব্যাখ্যা:
Hints: Concatenate- একসঙ্গে জোড়া, বন্ধ করা, শ্রেণীবদ্ধভাবে সংযুক্ত করা। Impede- ঠেকানো। Derail- লাইনচ্যুত করা। Linlink- বিযুক্ত করা, জোড়া খোলা, কুণ্ডলী ছড়ানো।
12579. Choose the similar word: GIMMICK----
jake
deceptive device
variation
junk
ব্যাখ্যা:
Hints:Gimmick প্রতারণাপূর্ণ কৌশল, বিজ্ঞাপনের চমক, মনভোলানো চটক,
মনোযোগ আকর্ষণের ফায়দা। Joke- রসিকতা। Deceptive- চাতুরী, প্রতারণাপূর্ণ।
Variation- পরিবর্তন। Junk- আবর্জনা।
12580. Antonym for the word 'enormous'---
Soft
Weak
Tiny
Average
ব্যাখ্যা:
Hints: Enormous'- বিশাল। Soft- নরম, weak- দুর্বল, tiny- ক্ষুদ্র এবং average- গড়। সুতরাং প্রদত্ত enormus' শব্দের antonym হলো 'tiny'।