MCQ
12721. I (know) her since 1980.
knew
know
have been knowing
have known
ব্যাখ্যা: বাক্যে since বা for + time থাকলে বাক্যটি Present perfect continuous হয়। কিন্তু know verbটিতে progressive tense ব্যবহার না হওয়ায় Present perfect tense-এ ব্যবহৃত হবে। সুতরাং সঠিক verb, have known.
12722. The antonym of 'recollect' is-
forget
misplace
compromise
settle
ব্যাখ্যা:
Hints: "Recollect' শব্দের অর্থ স্মরণ কনরা আর forget অর্থ ভুলে যাওয়া সুতরাং শব্দ দুটি একে অপরের বিপরীত।
12723. Change the word 'oasis' into plural:
oasas
oases
oasess
oasises
ব্যাখ্যা: Singular noun শব্দের শেষে 'is' থাকলে তা plural করতে শেষে 'is' এর পরিবর্তে'es' যোগ করতে হয়।
12724. 'Can you drive?' 'No - a car, but I want to learn.'
I never drive
I'm never driving
I've never driven
I was never driving
12725. Singular form of ' agenda' is-
agendum
agendam
agendem
agendua
12726. . Identify the singular number-
crises
data
axis
phenomena
12727. Fill in the blank, The small child does whatever his father-'
was done
did
does
had done
ব্যাখ্যা: Whatever-এর পূর্বের অংশে Present tense থাকায় পরের অংশটির Clause টিও Present tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে does বসবে। Does বসিয়ে বাক্যটির বাংলা: ছোট বাচ্চাটি তাই করে তার বাবা যা করে।
12728. Which one is singular?
data
mitochondria
focus
fungi
ব্যাখ্যা: : Focus-singular, Plural-foci.
12729. My father arrived while I - the dinner.
had cooked
cooking
cook
was cooking
ব্যাখ্যা: অতীতে একটি কাজ চলাকালীন অন্য একটি কাজ ঘটলে while conjunctionটি ব্যবহৃত হয়। আর যে কাজটি চলছিলো সে কাজটি past continuous tense-এ ব্যবহৃত হয়। সুতরাং সঠিক expression হলো was cooking।
12730. Which one is plural?
Genera
Agendum
Formula
Genus
12731. What time....... the night coach.....?
will/arrive
does/will arrive
does/arrives
will/will arrive
ব্যাখ্যা: Interrogative বাক্যের structure অনুযায়ী সঠিক words হলো will/arrive, কেননা auxiliary verb sub-এর পূর্বে আসলে sub-এর verb-এর base form বসে।
12732. Which of the follwing is not a plural form of 'Buffalo'?
Buffaloss
Buffalos
Buffaloes
Buffalo
ব্যাখ্যা: সাধারণত singular noun এর শেষে s/es যোগ করে plural করা হয় তাই plural noun এর শেষে একটি ও থাকে।
12733. Which of the following is a singular noun?
Syllabi
Phenomena
Premium
Media
ব্যাখ্যা: Syllabi (pl.) - syllabus (sing.); phenomena (pl.) phenomenon (sing.); premium (sing.)- premia (pl); media (pl.)- medium (sing.) /
12734. The babysitter awake until the child's parent got home. Choose the correct option to fill up the gap:
remained
will remain
has remained
remains
ব্যাখ্যা: সাধারণভাবে complex sentence-এর উভয় clause একই tense-এ হয়। এখানে, untill যুক্ত sentence-টির দ্বিতীয় clause past indefinite tense-এ আছে। সুতরাং প্রথম clause past indefinite tense-এ হবে।
12735. The plural form of 'thief is:
thiefs
thieves
thiefes
thiefee
ব্যাখ্যা: যেসব শব্দের শেষে ef, fe, if থাকে তাদের plural করার সময় ef /lfe/if এর পরিবর্তেues বসে।
12736. Identify the word that can be used as both singular and plural:
wood
fish
issue
light
12737. 'Data' is a plural form of -
Datum
Datu
Dates
Dative
12738. Identify the plural number.
Iron
Cattle
Studio
Poetry
12739. Which plural word can be used as singular?
books
ethics
princes
universities
12740. Which following option is the appropriate wh-question for the underlined parts of the sentece 'I have been reading the book for two hours?"
How long have you been reading the book?
How long I have been reading the book?
How long have I been reading the book?
How long you have been reading the book?
For how long you have been reading the book?
ব্যাখ্যা: কিছু সময় নির্দেশক বাক্যের জন্য wh question How long দ্বারা শুরু হবে। Present perfect continuous tense যুক্ত বাক্যটির question-এর structure হলো how long + have + you +been+verb+ing+ob + question mark.