MCQ
12821. Choose the synonymous words Transform---
continue
transact
transfer
change
ব্যাখ্যা: Hints: Transform (রূপান্তরিত করা)-এর সমার্থক শব্দ change। অন্যদিকে transfer অর্থ বদলি করা; স্থানান্তর করা, continue অর্থ চালিয়ে যাওয়া এবং transact অর্থ পরিচালনা করা; লেনদেন করা।
12822. The word 'slump' is the antonym of-
growth
roession
depression
decline
ব্যাখ্যা: Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
12823. Choose the opposite words Evasive:
Unclear
Explicit
Categorical
Indefinite
ব্যাখ্যা: Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
12824. Choose the opposite words Assent:
Confusion
Separation
Self-interest
Dissent
ব্যাখ্যা: Hints: Assent অর্থ সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। আর dissent অর্থ ভিন্নমতের প্রকাশ; মতদ্বৈধ। অন্যদিকে separation অর্থ বিচ্ছেদ, self-interest অর্থ ব্যক্তি স্বার্থ আর confusion অর্থ দ্বিধা।
12825. Choose the opposite words Hostility:
Relationship
Partnership
Friendship
Enmity
ব্যাখ্যা: Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।
12826. The railway lines are EXTENDED and we are quite happy about it.
Curtailed
Protracted
Widened
Elongated
ব্যাখ্যা: Hints: Extended (সম্প্রসারিত)-এর বিপরীত শব্দ হলো curtailed (সংক্ষিপ্ত) অন্যদিকে protracted, widened এবং elongatel শব্দগুলো extended-এর সমার্থক শব্দ।
12827. Choose the synonymous words PERPETUAL-
Never ending
Perfect
Confused
Seasonal
ব্যাখ্যা: Hints: Perpetual (দীর্ঘস্থায়ী)-এর সমার্থক শব্দ হলো never ending (যা কখনো শেষ হয় না)। অন্যদিকে perfect অর্থ- নিখুঁত, confused অর্থ বিভ্রান্ত আর seasonal অর্থ ঋতু-ভিত্তিক।
12828. Choose the synonymous words ABSOLUTE-
Division
Half
Small
Complete
12829. He is extremely INTELLIGENT but proud.
arrogant
weak
dull
ignorant
ব্যাখ্যা: Hints: Intelligent (বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ)-এর বিপরীত শব্দ dull (স্থলবুদ্ধি; নির্বোধ)। তাছাড়া arrogant অর্থ উদ্ধত, weak অর্থ দুর্বল
12830. Choose the synonymous words Opulent-:
hard-working
rich
obscure
comfortable
ব্যাখ্যা: Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।
12831. Choose the synonymous words AMBITION-
Plan
Proclamation
Desire
Decision
ব্যাখ্যা: Hints: Ambition (তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাকঙ্কা)-এর সমার্থক শব্দ হলো Desire (ইচ্ছা; অভিপ্রায়)। অন্যদিকে Plan অর্থ- পরিকল্পনা, Proclamation অর্থ- ঘোষণা আর Decasion অর্থ- সিদ্ধান্ত।
12832. Choose the opposite words Relentless:
Kind
Yielding
Gentle
Sensitive
ব্যাখ্যা: Hints: Relentless (নির্মম; নির্দয় অবিশ্রান্ত)-এর বিপরীত শব্দ হলো yielding (একরোখা নয় এমন)
12833. We are ANXIOUS to avoid any problems with regard to this.
Worried
Composed
Cool
Careless
ব্যাখ্যা: Hints: Anxious (উদ্বিগ্ন, চিন্তিত)-এর বিপরীত শব্দ Cool (চিন্তামুক্ত)। তাছাড়া worried অর্থ উদ্ভিা, composed অর্থ শান্ত এবং careless অর্থ উদাসীন।
12834. Choose the synonymous words BARBARIAN-
Unkind
Unlikeness
Impolite
Uncivilized
ব্যাখ্যা: Hints: Barbarian (অসভ্য, অসংস্কৃত)-এর সমার্থক শব্দ হলো Lincitalized (অমার্জিত; অসভ্য)। তাছাড়া Unkind অর্থ নির্দয়; Unlikeness অর্থ অসাদৃশ্য আর impolite অর্থ অবিবেচক, অনীতিজ্ঞ।
12835. Choose the opposite words :Virtue
Fool
Untrue
Defeat
Vice
ব্যাখ্যা: Hints: Virtue (গুণ; সদগুণ) এর বিপরীত শব্দ waz যার অর্থ পাপ: দোষ: খুঁত; অনাচার। তাছাড়া option-এর বাকি তিনটি শব্দের অর্থ যথাক্রমে untrue অর্থ অসত্য, dejent অর্থ ত্রুটি আর fool অর্থ বোকা।
12836. Choose the synonymous words UNBEARABLE-
Tolerable
Acceptable
Undefeated
Unpleasant
ব্যাখ্যা: Hints: Unbearable (অসহ্য, অসহনীয়)-এর সমার্থক শব্দ unpleasant (অপ্রীতিকর)। Tolerable অর্থ সহনীয়, acceptable অর্থ-গ্রহণযোগ্য আর under feate অর্থ-অপরাজিত।
12837. Choose the opposite words AFFLUENCE:
Poverty
Continuance
Diffidence
Insurance
ব্যাখ্যা: Hints: Affluence (প্রাচুর্য)-এর বিপরীত শব্দ poverty (দারিদ্র্য)। তাছাড়া continuance অর্থ স্থায়িত্বকাল, diffidence অর্থ আত্মপ্রত্যয়হীন, অবিশ্বাস আর Insurance অর্থ বিমা।
12838. Choose the synonymous words STALEMATE-
Settlement
Degeneration
Deadlock
Exhaustion
ব্যাখ্যা: Hints: Stalemate আর deadlock অর্থ- অচলাবস্থা। Degeneration অর্থ অধঃপতন, exhaustion অর্থ- নিঃশেষিত অবস্থা আর settlement অর্থ- নিষ্পত্তি।
12839. Choose the synonymous words ZEALOUS-
Ardent
Jealous
Jeolus
Impatient
ব্যাখ্যা: Hints: Zealous (উদ্দীপনাময়, আগ্রহোদ্দীপক)-এর সমার্থক শব্দ হলো ardent (অতিশয় Freedom আকুল বা উৎসাহী)। তাছাড়া (calous অর্থ ঈর্ষাকাতর, আর Impatient অর্থ- ধৈর্য নেই এমন।
12840. Choose the synonymous words CONCEAL ---
Reveal
Unfold
Open
Discover
ব্যাখ্যা: [Note: প্রদত্ত Conceal শব্দের অর্থ লুকিয়ে রাখা কিন্তু Option-এ প্রদত্ত শব্দগুলো Conceal-এর বিপরীত অর্থ প্রকাশ করে। Option-এর Reveal, Unfold. Open- Discover শব্দের অর্থ- উন্মুক্ত করা, প্রকাশ করা।।