MCQ
13301. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির রচয়িতা কে?
আবদুল হামিদ খান ভাসানী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
শেখ মুজিবুর রহমান
এ. কে ফজলুল হক
13302. কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারবেনা"।- এখানে কার কথা বলা হয়েছে?
যার সাহস আছে
দাম্ভিক ব্যক্তি
আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি
আত্মাবিশ্বাসী ব্যক্তি
13303. The prices of rice are-
raising
risen
rising
retired
ব্যাখ্যা: 'Rise' verbটির Present Participle হবে rising.
13304. 'এভাবে মৃত্যু বরণ করে কী লাভ হবে? 'বায়ান্নর দিনগুলো' রচনায় উক্তিটি কার?
সিভিল সার্জনের
ডেপুটি জেলারের
আমীর হোসেনের
মহিউদ্দিন আহমেদের
13305. মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ 'আমার কিছু কথা' এর লেখক কে?
নীলিমা ইব্রাহিম
জহির রায়হান
আবদুল গাফ্ফার চৌধুরী
শেখ মুজিবুর রহমান
13306. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবন্ধ করেছেন-
১৯৬৯-৭১
১৯৬৬-৬৮
১৯৭০-৭১
১৯৬২-৬৮
13307. Fill in the gap with the right tense: When water - it turns into ice.
will freeze
freezes
would freeze
froze
ব্যাখ্যা: When দ্বারা যুক্ত দুটি clause-এর result clauseটি present indefinite tense-এ হলে when clauseটিও present indefinite tense-এ হবে। সুতরাং শূন্যস্থানে freezes হবে।
13308. He had written the book before he
retired
had retired
has retired
will be retired
ব্যাখ্যা: Before-এর পূর্বের বাক্য Past Perfect Tense হবে এবং Before-এর পরের অংশ Past Indefinite.
13309. ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কারাগারে বন্দি ছিলেন?
ঢাকা
ফরিদপুর
নারায়ণগঞ্জ
চট্টগ্রাম
13310. বঙ্গবন্ধুর নারায়ণগঞ্জ জাহাজঘাট থেকে ফরিদপুর জেলে পৌঁছাতে কত ঘণ্টা লেগেছিল?
২৫
২৭
২৬
২৮
13311. শেখ মুজিবুর রহমান লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ভূমিকা কে লিখেছেন?
শেখ হাসিনা
ড. মুনতাসির মামুন
আনিসুজ্জামান
বঙ্গবন্ধু স্বয়ং
13312. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
১৬ ডিসেম্বর
১৭ মার্চ
১০ জানুয়ারি
৮ জানুয়ারি
13313. He has been ill - Friday last.
From
On
In
Since
ব্যাখ্যা: Point of time (কোনো কাজ শুরুর সময়) এর পূর্বে since বসে।
13314. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' অনুবাদ করেন-
জামিলুর রেজা চৌধুরী
ফকরুল আলম
খন্দকার আশরাফ হোসেন
ড. আনিসুজ্জামান
13315. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 'বায়ান্নর দিনগুলো'-তে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন?
আবদুর রশিদ তর্কবাগীশ
মহিউদ্দিন আহমদ
মওলানা ভাসানী খান সাহেব
ওসমান আলী
13316. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' কত সাল পর্যন্ত?
১৯৫৫ সাল
১৯৬৬ সাল
১৯৫২ সাল
১৯৬৯ সাল
13317. 'কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
শেখ ফজিলাতুন্নেসা মুজিব
শেখ হাসিনা
শেখ রেহানা
13318. She told me his name after he -.
left
had left
has left
has been leaving
ব্যাখ্যা: অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে হয় সেটি Past Perfect এবং পরে যেটি হয় সেটি Past Indefinite হয়।
13319. 'বায়ান্নর দিনগুলো অনুসারে জেলখানায় অনশনকারীর সংখ্যা কতজন?
দুই জন
চারজন
তিন জন
পাঁচ জন
13320. 'বায়ান্নর দিনগুলো' কোন কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
একাত্তরের দিনগুলো
আরেক ফাল্গুন
হাঙ্গর নদী গ্রেনেড
অসমাপ্ত আত্মজীবনী