Image
MCQ
14401. 'সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত'- বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক?
আসমুদ্র
হিমালয় পর্যন্ত
অসমুদ্র
আসমুদ্রহিমাচল
14402. 'উপকণ্ঠ' শব্দটি সঠিক ব্যাসবাক্য কোনটি?
কন্ঠের সমীপে
কণ্ঠের সদৃশ
উপ যে কণ্ঠ
কণ্ঠ পর্যন্ত
14403. 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
মিল ও অমিল
অমিলের সদৃশ
মিলের অভাব
গর ও মিল
14404. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
মেঘনাদবধ কাব্য
তিলোত্তমাসম্ভব
বেতালপঞ্চবিংশতি
বীরাঙ্গনা
14405. 'উপজেলা' সমস্ত পদটির 'উপ' পূর্বপদটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক্ষুদ্র
আংশিক
সাদৃশ্য
সামীপ্য
14406. 'উপাচার্য' শব্দটি কোন সমাস সাধিত?
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
14407. 'চতুর্দশপদী কবিতাবলী' কার রচনা?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
মাইকেল মধুসূদন দত্ত
নবীনচন্দ্র সেন
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
14408. 'একেই কি বলে সভ্যতা' মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
কাব্য
মহাকাব্য
প্রহসন
উপন্যাস
14409. সতত হে নদ, তুমি পড় মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে।" চরণ দুটির কবি কে?
মোহিতলাল মজুমদার
সুকান্ত ভট্টাচার্য
সত্যেন্দ্রনাথ দত্ত
মাইকেল মধুসূদন দত্ত
14410. 'উপশহর' শব্দটি কোন সমাস?
দ্বন্দ্ব
দ্বিগু
অব্যয়ীভাব
কর্মধারয়
14411. নিম্নের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
সীতার বনবাস
রামচরিত মানস
রত্নাবতী
মায়াকানন
14412. জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, / হায় রে জীবন-নদে?" কোন কবির উক্তি?
নবীনচন্দ্র সেন
মাইকেল মধুসূদন দত্ত
বিহারীলাল চক্রবতী
কায়কোবাদ
14413. 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' কোন জাতীয় শিল্পকর্ম?
নাটক
ছোটগল্প
উপন্যাস
প্রহসন
14414. অলীক কুনাট্য রঙ্গে, মজে লোক রাঢ়ে ও বঙ্গে" কার উক্তি?
দ্বিজেন্দ্রলাল রায়
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
14415. 'কূলের সমীপে'-উপকূল' এটি কোন সমাস?
দ্বিগু
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
বহুব্রীহি
14416. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
খোশমেজাজ
প্রতিদিন
অকাল
সেতার
14417. 'হা-ভাতে' কোন সমাস?
প্রাদি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
বহুব্রীহি
14418. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
শকুন্তলা
কৃষ্ণকুমারী
ভদ্রার্জুন
রাবণবধ
14419. 'একেই কি বলে সভ্যতা' এর রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
মীর মশাররফ হোসেন
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
14420. 'হা-ভাতে' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
হা ও ভাত
ভাতের অভাব
হাতে ভাতা
যেই হা সেই ভাত