Image
MCQ
14581. . 'গৃহদাহ' উপন্যাসের নায়িকার নাম কী?
অচলা
মৃণাল
বিমলা
ইন্দিরা
14582. 'হেমাঙ্গিনী' ও 'কাদম্বিনী' কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র?
মহেশ
মেজদিদি
বড়দিদি
হরিলক্ষ্মী
14583. 'কপিলা' কোন উপন্যাসের চরিত্র?
তিতাস একটি নদীর নাম
কাঁদো নদী কাঁদো
পদ্মানদীর মাঝি
কপালকুণ্ডলা
14584. 'শশী' ও 'কুমুদ' বাংলা সাহিত্যে কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র?
গোরা কবি
পুতুলনাচের
ইতিকথা
উত্তম পুরুষ
14585. 'বিমলা-কুমুদিনী' কোন দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
চোখের বালি, শেষের কবিতা
ঘরে-বাইরে, শেষের কবিতা
যোগযোগ চতুরঙ্গ,
ঘরে-বাইরে, যোগাযোগ
14586. মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকের চরিত্র নয় কোনটি?
জোহরা
মারওয়ান
ইব্রাহীম কার্দি
সুজাউদ্দৌলা
14587. 'তপু' কোন ছোটগল্পের চরিত্র?
মহেশ
একুশের গল্প
কাবুলিওয়ালা
ছুটি
14588. 'অপু' ও 'দুর্গা' চরিত্র দুটি কোন উপন্যাসের?
জননী
পথের পাঁচালী
অশনি সংকেত
আরণ্যক
14589. 'লালসালু' উপন্যাসের চরিত্র নয় কোনটি?
জমিলা
মজিদ
মাজেদা
আমেনা
14590. 'চন্দরা' চরিত্রের স্রষ্টা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
বুদ্ধদেব বসু
মীর মশাররফ হোসেন
সৈয়দ শামসুল হক
14591. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
অমল
অপু
ইন্দ্রনাথ
কেষ্ট
14592. 'নবীন মাধব' কোন নাটকের চরিত্র?
ডাকঘর
সাজাহান
জমিদার দর্পণ
নীলদর্পণ
14593. কোনটি সঠিক নয়?
অমিত, লাবণ্য- শেষের কবিতা
জয়গুন, হাসু- সূর্য দীঘল বাড়ী
হেমাঙ্গিনী, কাদম্বিনী- মেজদিদি
খুকী, রহমত- খোকা বাবুর প্রত্যাবর্তন
14594. রবীন্দ্রনাথের 'ক্ষুধিত পাষাণ' এর একটি চরিত্র-
প্রত্যুষ
মেহের আলি
মহিম
নবীন মাধব
14595. টেনিদা' যে সাহিত্যিকের কিশোরপাঠ্য লেখার কেন্দ্রীয় চরিত্র-
প্রেমেন্দ্র মিত্র
নারায়ণ গঙ্গোপাধ্যায়
সত্যজিৎ রায়
শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
14596. 'অচলা' শরৎচন্দ্রের কোন উপন্যাসের নায়িকা?
দত্তা
গৃহদাহ
দেনা পাওনা
চরিত্রহীন
14597. 'তিলোত্তমা' কোন উপন্যাসের প্রধান চরিত্র?
বিষবৃক্ষ
কপালকুণ্ডলা
আনন্দমঠ
দুর্গেশনন্দিনী
14598. 'মধুসূদন' নিচের যে উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র-
গৃহদাহ
শর্মিষ্ঠা
যোগাযোগ
নদীবক্ষে
14599. 'অভয়া' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
শ্রীকান্ত
পল্লীসমাজ
গৃহদাহ
দেবদাস
14600. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নষ্টনীড়' গল্পের একটি বিখ্যাত চরিত্র-
বিনোদিনী
আশালতা
হৈমন্তী
চারুলতা