MCQ
15161. 'কংস মামা' বাগধারাটির অর্থ কী?
অপ্রিয় ব্যক্তি
অমিতব্যয়ী
নির্মম আত্মীয়
অকালপক্ব
15162. 'কৈ মাছের প্রাণ' বলতে কি বোঝায়?
কঠিন জিনিস
সর্বভুক
দীর্ঘজীবী
স্বল্পভুক
15163. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ কী?
স্রোত
একত্র
ভেড়া
ভাসা
15164. 'কেতাদুরস্ত' বাগধারার অর্থ কী?
অলস
পরিপাটি
পরিশ্রমী
দীর্ঘজীবী
15165. 'ঘাটের মরা' বাগধারাটির অর্থ কী?
দুর্বল
অতি বৃদ্ধ
সদ্য মৃত
ফেলনা
15166. নিচের কোনটি সমার্থক নয়?
গোঁফ খেজুরে- কাছাঢিলা
ঢাকের কাঠি- খয়ের খাঁ
অকাল কুষ্মাণ্ড-আমড়া কাঠের ঢেঁকি
আটকপালে- ইঁদুর কপালে
15167. 'কাঁচা পয়সা' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে-
কালো টাকা
নগদ উপার্জন
ধাতব মুদ্রা
বিত্তের অহংকার
15168. নিচের কোন বাগধারাটির অর্থ 'মোসাহেব'?
খয়ের খাঁ
চিনির বলদ
কাছাঢিলা
লেফাফা দুরস্ত
15169. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'কান কাটা'-
ধার্মিক
বেহায়া
ভণ্ড সাধু
পক্ষপাতদুষ্ট
15170. 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কী?
অগভীর সতর্ক নিদ্রা
কাকের নিদ্রার ন্যায়
অনিষ্ট চিন্তা
কপট নিদ্রা
15171. 'কুল কাঠের আগুন' এর প্রকৃত অর্থ কী?
তীব্র জ্বালা
কাঠের পুতুল
কূপমণ্ডুক
এলাহী কাণ্ড
15172. 'খয়ের খাঁ' বাগধারার অর্থ কী?
দিনমজুর
দীনমজুর
গণ্যমান্য ব্যক্তি
তোষামোদকারী
15173. 'ঘটিরাম' বাগধারাটির অর্থ-
ন্যাকামো
ভণ্ড ধার্মিক
বড়মুখ
অপদার্থ
15174. 'কাক-ভূষণ্ডি' এর অর্থ কী?
দীর্ঘায়ু ব্যক্তি
বাকসর্বস্ব
ষড়যন্ত্রকারী
দীর্ঘ প্রতীক্ষমাণ
15175. 'খোদার খাসি' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ধনী ব্যক্তি
ভাবনা চিন্তাহীন
অযাচিত
অত্যন্ত অলস
15176. কেঁচে-গণ্ডুষ' বাগধারাটির অর্থ কী?
বিপজ্জনক পরিণতি
নিরেট মূর্খ
নতুন করে আরম্ভ করা
সীমাবদ্ধ জ্ঞান
15177. 'কান পাতলা' বাগধারাটির অর্থ-
সন্দেহপ্রবণ
বিশ্বাসপ্রবণ
সতর্ক
বধির
15178. 'কলা দেখানো' বাগধারার অর্থ-
লোভ দেখানো
ফাঁকি দেওয়া
প্রলুব্ধ করা
উদ্বুদ্ধ করা
15179. 'কচ্ছপের কামড়' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
কঠিন কামড়
অলসতা
কঠিন কাজে সফল হওয়া
নাছোড়বান্দা
15180. 'কূপমণ্ডুক' বাগধারাটির দ্বারা কি বোঝায়?
বিশ্বাসপ্রবণ
সাধারণ মানুষ
অলস
সীমিত জ্ঞানের মানুষ