MCQ
15241. কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
শর্ত
ভূত
ভাবী
সবগুলো
15242. 'শন শন' কি ধরনের দ্বিরুক্ত শব্দ?
শব্দের দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
অনুকার দ্বিরুক্তি
কোনোটিই নয়
15243. 'তোমার নাম কী?'- এখানে 'কী' কোন প্রকারের পদ?
প্রশ্নবাচক
সর্বনাম
অব্যয়
বিশেষণ
15244. 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি?
অকর্মা
কর্মবিমুখ
বোকা
মূর্খ
15245. যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, তাকে কী বলে?
সমাপিকা ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
সকর্মক ক্রিয়া
অসমাপিকা ক্রিয়া
15246. 'ঘণ্টা বেজে উঠল' কোন ধরনের ক্রিয়াপদ?
প্রযোজক ক্রিয়া
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
নাম ধাতুর ক্রিয়া
15247. যোজক কাকে যুক্ত করে?
পদ
বর্গ
বাক্য
সবগুলো
15248. 'ওদিকে আর যাব না'- এ বাক্যে 'আর' শব্দটি ব্যবহৃত হয়েছে-
নির্দেশ অর্থে
স্বীকৃতিজ্ঞাপন অর্থে
পুনরাবৃত্তি অর্থে
বিস্ময় প্রকাশে
15249. ঘটনাটা শুনে রাখ- এই বাক্যে 'শুনে রাখ' কোন প্রকার ক্রিয়া?
যৌগিক
দ্বিকর্মক
মিশ্র
সমধাতুজ
15250. কোনটি আত্মবাচক সর্বনাম?
খোদ
কে
এই
নিজে নিজে
15251. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক?
সামাজিক-অর্থনৈতিক
সামাজিক-রাজনৈতিক
সামাজিক-মানসিক
সামাজিক-সাংস্কৃতিক
15252. 'কোন দেশেতে তরুলতা, সকল দেশের চাইতে শ্যামল'- 'চাইতে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের?
অনন্বয়ী অব্যয়
বিশেষণ বাচকতা
ক্রিয়াবাচক বিশেষণ
অনুসর্গ তৈরী
15253. "কী করেই না দিন কাটাচ্ছ" বাক্যটিতে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
বিস্ময় প্রকাশ
ব্যঙ্গ প্রকাশ
উপহাস প্রকাশ
আক্ষেপ প্রকাশ
15254. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর'- এর মধ্যে 'টাপুর টুপুর' কিরূপ অব্যয়?
অনন্বয়ী অব্যয়
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
সংযোজক অব্যয়
15255. কোন বাক্যে সমধাতুজ কর্ম ব্যবহৃত হয়েছে?
এমন সুখের মরণ কে মরতে পারে?
এমন কষ্টের মরণ কেউ কি চায়?
এমন সুখের মরণ কে না চায়?
উপরের কোনটিই নয়
15256. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগবিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
15257. অব্যয় পদ কত প্রকার?
তিন
পাঁচ
চার
ছয়
15258. মা শিশুকে খাওয়ান। এটি কোন ক্রিয়া?
সরল ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
নাম ক্রিয়া
মিশ্র ক্রিয়া
15259. 'তিনি সৎ তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে'- এখানে 'তাই' অব্যয়টি
সংযোজক অব্যয়
সমুচ্চয়ী অব্যয়
বিয়োজক অব্যয়
সংকোচক অব্যয়
15260. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'অক্কা পাওয়া'-
দুর্লভ বস্তু
স্বার্থপর
বেহায়া
মরা