Image
MCQ
15321. আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে। ৫০ উৎপাদনের জন্য কত কেজি আখে প্রয়োজন?
৫০০ কেজি
২৫০ কেজি
৪০০ কেজি
৬০০ কেজি
15322. কোন স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
১৮৫০ জন
১৮৯০ জন
১৮৭২ জন
১৮৩৬ জন
15323. পাড়ের বিস্তারসহ একটি পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ বর্গ মিটার এবং পাড়ছাড়া শুধু পুকুরটির ক্ষেত্রফল ২৪০০ বর্গ মিটার। যদি পাড়ের বিস্তারসহ পুকুরটির দৈর্ঘ্য ৬৬ মিটার এবং পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরটির প্রস্থ কত মিটার?
৪০ মিটার
২০ মিটার
৮০ মিটার
৪৬ মিটার
15324. প্রতিকেজি চালের মূল্য ৩২ টাকা এবং প্রতি কেজি গমের মূল্য ১১ টাকা হলে ১৬০ কেজি গমের মূল্যে কত কেজি চাল কেনা যাবে?
৬০ কেজি
৫৫ কেজি
৪৭ কেজি
৬২ কেজি
15325. একটি বাঁশের ০.১৫ অংশ কাঁদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হয়, তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত?
২০ মিটার
১৮ মিটার
২২ মিটার
২৬ মিটার
15326. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ'।
ভয়
বিরক্তি
রাগ
বিপদ
15327. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
প্রশ্ন জিজ্ঞাসা
বিরক্তি প্রকাশে
শাসন করায়
ক্রোধ প্রকাশে
15328. 'ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
যশোর
সিলেট
দিনাজপুর
সাতক্ষীরা
15329. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে?
হতাশা
সম্ভাবনা
সন্দেহ
অনিশ্চয়তা
15330. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?' এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
না-বাচক
প্রশ্নবোধক
হ্যাঁ-বাচক
বিস্ময়সূচক
15331. 'সে নাকি আসবে না।' এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
অনুমান অর্থে
বিস্ময় অর্থে
সম্ভাবনা অর্থে
বিরক্তি অর্থে
15332. 'না' কোন জাতীয় শব্দ?
অব্যয়
ক্রিয়া
সর্বনাম
মহাকাব্য
15333. একজন গোয়ালা দুধের ব্যবসার উদ্দেশ্যে বাজার থেকে দুইটি ড্রাম কিনলেন। বাড়িতে গিয়ে তিনি ড্রাম দুইটিতে যথাক্রমে ৮৬৮ লিটার ও ৯৮০ লিটার দুধ রাখলেন। ১ লিটার দুধের দাম ৩৫ টাকা হলে দুইটি ড্রামের দুধ কিনতে কত টাকা লাগবে?
৬৪, ৬৮০ টাকা
৬০, ৩০০ টাকা
৫০, ৫০০ টাকা
৭০, ২০০ টাকা
15334. কোনো গ্রামের জনসংখ্যা ৮% বৃদ্ধি পাওয়ায় ২১,৬০০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা জনসংখ্যা কত ছিল?
১৮,৫০০ জন
২০,০০০ জন
১৯,০০০ জন
১৮, ৩৬০ জন
15335. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
৩৬
৪৫
৩৮
৩৪
15336. 'শুধু শুধু তিনি রেগে ওঠেন।' বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে?
ক্রমশ
অভ্যাস
আকস্মিকতা
ব্যাপ্তি
15337. 'তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?' এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?
সন্দেহ
অনুমান
বিস্ময়
নিশ্চয়তা
15338. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়?
নির্দেশ অর্থে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
অনুরোধে
15339. 'কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না।' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
বিরক্তি
যন্ত্রণা
ঘৃণা
কষ্ট
15340. বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?
৫২
৪৮
৫০
৪০