EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1541. Pick up the correct statement from the following:
A wire wound in spiral form, is called a helical spring
The pitch of a close coil spring, is very small
The angle made by the coil with horizontal, is called the angle of helix
All the above
1542. একক ক্ষেত্রের উপর প্রতিরোধী বলকে বলে --
Strain (বিকৃতি)
Shear (করুন)
Moment (ভ্রামক)
Stress (পীড়ন)
1543. 1 Inch ........Centimeter (১ ইঞ্চি সমান কত সেন্টিমিটার)?
3
2.54
2.7
2.67
ব্যাখ্যা: দৈর্ঘ্য পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতি সম্পর্ক:- *১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়) ৩১ কি.মি = ০.৬২ মাইল (প্রায়) *১ ইঞ্চি = ২.৫৪ সে.মি. (প্রায়) উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপুন প্রশ্ন 1. 1 হেক্টর = 1000০0 বর্গমি. 2. 1 decimal 435.6 sft. 3. 1 katha 720 sft. 4. 1 inch 2.54 cm. 5. 1m 3.28 ft.
1544. যে দেয়াল ভারাট মাটির পার্শ্বচাপ বহনের জন্য তৈরি করা হয় তাকে বলে-
Boundary wall
Vertical wall
Shear wall
Retaining wall
1545. Resisting force per unit area is called ---
Strain (বিকৃতি)
Shear (করুন)
Moment (ভ্রামক)
Stress (পীড়ন)
1546. কনক্রিটের ওয়াটার সিমেন্ট রেশিও ০.৫ হলে ১০ ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন?
200 litres
250 litres
350 litres
400 litres
ব্যাখ্যা: Water cement ratio = walght of water / weight of cement = 0.5 = waight of water/10x50 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ কয়েকটি অনুরুপ 1. W/C এর অনুপাত 0.45, 1 bag Cement এ পানির প্রয়োজন 22.5 litre. 2. Concrete এর শক্তিকে প্রভাবিত করে কোনটি W/C ratio. 3. W/C means Water / Cement. 4. 1 gallon 10 lb.
1547. Calculate the maximum deflection of a cantilever beam with UDL on entire span of 3 m. The intensity of UDL be 25kN/m. Take El as 4000 kN/m² --
0.052 m
0.076 m
0.063 m
0.069 m
1548. ১ মিমি পুরু ১০০ বর্গমিটার এমএস প্লেন শিটের ওজন কত?
685 kg
650 kg
785 kg
885 kg
ব্যাখ্যা: Here, A = 100m² 1 mm MS sheet এর ওজন = 7.850A kg/m²=7.850x 100 = 785kg উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ন প্রশ্ন 1. এক ঘনফুট লোহার ওজন 490 lb. 2. 1 ঘনমিটার লোহার ওজন 7850 Kg. 3. লোহার একক ওজন নির্ণয়ের সূত্র D'mm/162.2 Kg/m. 4. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg. 5. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3.
1549. The strain energy due to volumetric strain--
Is directly proportional to the volume
Is directly proportional to the square of exerted pressure
Is inversely proportional to Bulk modulus
All the above
1550. A wall constructed to resist the leteral pressure of an earth filling is called -
Boundary wall
Vertical wall
Shear wall
Retaining wall
1551. The strain energy stored in a spring when subjected to greatest load without being permanently distorted, is called-
Stiffness
Proof resilience
Proof stress
Proof load
1552. অনুভূমিক ডিপিসি তে ১:২:৪ অনুপাতে সিমেন্ট কনক্রিটের পুরুত্ব কত?
2 cm
3 cm
4 cm
5 cm
ব্যাখ্যা: প্লিছ, জানালার সিল, মেঝে লেভেলের উপর ২.৫ সেমি বা ১ ইঞ্চি থেকে ৪ সেমি পুরু একটি সিমেন্টের আস্তর দেওয়া হয়। একেই ডিপিসি বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন 1. ফ্লোরে damp প্রতিরোধে ব্যবহার করা হয়- DPC. 2. DPC means Damp Proof Course. 3. For DPC at plinth level, which grade of concrete is used M15. 4. If the soil is dry. DPC for ground floor consists of the layer of Coarse sand.
1553. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা নিচের কোনটি নির্দেশ করে?
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
সেন্ট্রাল লোড
1554. A short column (30 cm x 20 cm) carries a load P1 at 4 cm on one side and another load P2at 8 cm on the other side along a principal section parallel to longer dimension. If the extreme intensity on either side is same, the ratio of P1 to P2 will be--
2/3
3/2
8/5
5/8
1555. বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের হেলানো সরল রেখা নিচের কোনটি নির্দেশ করে?
শূন্য লোড
হেলানো লোড
কাপল লোড
সেন্ট্রাল লোড
ব্যাখ্যা: Explained:- মসৃণ বক্ররেখা সমভাবে বিস্তৃত লোড নির্দেশ করে। পরিবর্তনশীল বক্ররেখা ত্রিভুজাকার লোড নির্দেশ করে আর উল্লম্ব রেখা ও রেখার মান কাপল লোড নির্দেশ করে।
1556. The ratio of lateral strain to axial strain of a homogeneous material, is known --
Yield ratio
Hooke's ratio
Poisson's ratio
Plastic ratio
1557. To determine the force in BD of the truss shown in the given figure a section is passed through BD, CD and CE, and the moments are taken about --
A joint
B joint
C joint
D joint
1558. If a solid shaft (diameter 20 cm, length 400 cm, N 0.8105 N/mm2) when subjected to a twisting moment, produces maximum shear stress of 50 N/mm2, the angle of twist in radians, is--
0.001
0.002
0.0025
0.003
1559. ১ ঘণমিটার কত ঘণফুটের সমান?
36.315
35.020
37.505
35.315
ব্যাখ্যা: 1 meter = 3.28 ft, 1 m³ = 3.28 ³, = 35.315 ft ³
1560. A simply supported uniform rectangular bar breadth b, depth d and length L carries an isolated load W at its mid-span. The same bar experiences an extension e under same tensile load. The ratio of the maximum deflection to the elongation, is--
L
1/L/2d
(L/2d)
(L/3d)