Image
MCQ
16341. নিচের কোন বানানটি অশুদ্ধ?
পরস্পর
নিষ্পত্তি
স্নেহাস্পদ
দুস্প্রাপ্য
16342. নিচের কোন বানানটি অশুদ্ধ?
সতিত্ব
নারীত্ব
কৃতিত্ব
ব্যক্তিত্ব
16343. কোন শব্দটির বানান ঠিক?
মধ্যাহ্ন
প্রতিযোগীতা
গুণীজন
ভৌগলিক
16344. নিপাতনে সিদ্ধ কোনটি?
পুনরায়
পরিষ্কার
একাদশ
পরীক্ষা
16345. কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ?
শুভেচ্ছা
সংবাদ
প্রত্যেক
অতীত
16346. নিচের কোন বানানটি শুদ্ধ?
অনসূয়া
অনুসূয়া
অণুসূয়া
অনুসূয়া
16347. নিচের কোন গুচ্ছে সব শব্দ শুদ্ধ?
ঔষধ, বীণা, ত্রিনয়ন
হরিণ, বন্ধন, সোনা
প্রান, খ্রিষ্টান, পোসা
কন্ঠ , স্তেশন, জিনিষ
16348. নিচের কোন বানানটি ভুল?
বুদ্ধিজীবি
মুহূর্ত
শুশ্রূষা
দারিদ্র্য
16349. নিচের কোন বানানটি শুদ্ধ?
অহঙ্কার
কৃতিত্ব
ত্রুটি
আকাংখা
16350. নিচের কোন বানানটি অশুদ্ধ?
নিষ্পন্দ
নিষ্ফল
নিষ্পন্ন
নিস্পৃহ
16351. নিচের কোন বানানটি শুদ্ধ?
মনোস্তাপ
মনস্কামনা
মনস্তাপ
মহত্ব
16352. 'দুর্গতি' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
দুঃ+গতি
দুর+গতি
দূর+গতি
দুস+গতি।
16353. নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
নে+অন= নয়ন
রাজ+নী= রাজ্ঞী
তদ+রূপ= তদ্রূপ
তদ+কাল= তৎকাল
16354. নিচের কোন বানানটি শুদ্ধ?
প্রবীণ
আতংক
ভট্টাচার্য্য
সম্পূর্ন
16355. নিচের কোন বানানটি শুদ্ধ?
জাগরূক
শুশ্রূষা
মরুদ্যান
ত্রুটি
16356. 'নীরোগ' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
নিঃ+রোগ
নিঃ+রোগ
নি+রোগ
নির+য়োগ
16357. নিচের কোন বানানটি সঠিক?
সাক্ষরতা
সাক্ষ্যরতা
স্বাক্ষ্যরতা
স্বাক্ষরতা
16358. 'নিরন্ন' শব্দের সন্ধি-বিচ্ছেদ কি?
নি+অন্ন
নির+অন্ন
নিঃ+অন্ন
নির+ন্ন
16359. 'সংযম' শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
সং+যম
সম+যম
সম্+যম
সৎ+যম
16360. শুদ্ধ বানান কোনটি?
রুগ্‌ণ
ষ্টেশন
বিপ্রকর্ম
সাধারন