EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
17661. Which part of speech is the word 'Regarding'?
Adverb
Preposition
Verb
Noun
ব্যাখ্যা: Hints: 'Regarding' শব্দটি preposition-এর উদাহরণ। কেননা Regarding' শব্দটি noun বা pronoun এর পূর্বে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে।
17662. Which word can be used both as verb and noun?
Waste
Ear
Pretend
Famous
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি options এর মধ্যে (ক) Waste শব্দটিই verb এবং noun হিসেবে ব্যবহৃত হয়। অন্য তিনটির মধ্যে (খ) Ear শুধু noun, (গ) Pretend শুধু verb এবং (ঘ) Famous হলো adjective। অতএব, (ক) Waste শব্দটিই সঠিক উত্তর। 'Waste' অর্থ অপচয় করা অথবা 'বর্জ্য'।
17663. This is the go of the world. Here 'go' is a/an
verb
noun
adverb
adjective
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে 'go' শব্দটি 'noun' এর উদাহরণ। এখানে 'the go, phrase এর অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম। তাই This is the go of the world এই বাক্যের পুরো অর্থ এটিই পৃথিবীর প্রচলিত নিয়ম।
17664. Which one of the following is an adverb?
Somebody
Something
Someone
Sometime
ব্যাখ্যা: Hints: Adverb এর কাজ হচ্ছে verbকে modify করা। verb সম্পন্ন হওয়ার সময়, স্থান,mধরন ইত্যাদি নির্দেশ করে adverb Somebody, someone দ্বারা কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়। Something দ্বারা অজ্ঞাত বন্ধুকে বোঝায়। Sometime দ্বারা verb-এর সম্পাদনের সময় বোঝায় অর্থাৎ terbকে modify করে। যেমন- He sometimes comes here
17665. 'Beautiful' is an example of-
verb
conjunction
adjective
preposition
ব্যাখ্যা: Hints: "Beautiful' শব্দটি একটি adjective-এর উদাহরণ কারণ ful suffix যোগে adjective গঠিত হয়।
17666. What is your new job like? Here 'like' is a/an-
verb
preposition
adjective
adverb
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে like শব্দটি মতো অর্থ ব্যবহৃত হয়েছে। তাছাড়া like something কোনো কিছুর মতো অর্থে pronoun বা noun-এর পূর্বে preposition বসে। সুতরাং প্রদত্ত বাক্যটিতে like শব্দটি preposition
17667. In the sentence "He is taller than I" the underlined word is a/an-
Adjective
Noun
Preposition
Conjunction
ব্যাখ্যা: Hints: প্রদত্ত Quotation এ 'than' adjective নয় কেননা adjective noun বা pronoun- কে modify করে, 'thuan' কোনো কিছুর নাম নয় তাই তা noun নয়, তা preposition ও নয় কারণ preposition pronoun-এর objective form-এর পূর্বে বসে। এখানে 'than' conjunction-এর কাজ করেছে কারণ 'tiuin' দুই বাক্যাংশকে সংযুক্ত করেছে। উল্লেখ্য, প্রদত্ত অংশে than 'T' এর পরে a. উহা রয়েছে।
17668. There has been a breakthrough in the treatment of dengue. Here 'breakthrough' is a/an:
adjective
verb
noun
adverb
ব্যাখ্যা: Hints: Article-এরপর একটি মাত্র word থাকলে word টি noun হয় noun। তাছাড়া অর্থের দিক দিয়েও breakthrough (প্রধান সাফল্য) শব্দটি noun। সুতরাং breakthrough শব্দটি noun
17669. As for---, I prefer to let people make up - --minds.
myself, each other's
me, their own
my, theirs
mine, one another
ব্যাখ্যা: Hints: As for somebody অর্থ কারো প্রসঙ্গে। সুতরাং প্রদত্ত space-এ pronoun-এর objective form বসে। আর noun 'minds'-এর পূর্বে pronoun-এর possessive adjective বসবে। সুতরাং শূন্যস্থানে me এবং their own বসবে।
17670. In the sentence 'Cycling is certainly healthier than driving'. The word 'certainly' is a/an:
adjective
interjection
adverb
preposition
ব্যাখ্যা: Hints: যে Word adjective বা verb-কে modify করে তাকে adier') বলে। প্রদত্ত বাক্যে Certainly শব্দটি healthier-কে modify করছে যেটি adverb।
17671. কোনটি Verb?
Cloth
Blood
Food
Feed
ব্যাখ্যা: Hints: Cloth- পোশাক, Blood রক্ত, Food- খাদ্য; এই তিনটি শব্দই Noun Feed অর্থ খাওয়ানো, এটি একটি verb)
17672. A female tiger signals---ready to mate by leaving her scratch marks & scent on trees.
her
is she
that she is
she
ব্যাখ্যা: Hints: Verb signals এরপর শূন্যস্থান এবং এরপর adjective ready থাকাতে blank space & relative pronoun যুক্ত অংশ বসবে। কারণ adjective-এর পূর্বে এবং singals এর পরে her, is she বা she যথাযথ নয়। সুতরাং সঠিক উত্তর that she is।
17673. We live upstairs. Here 'upstairs' is a/an-
noun
pronoun
adjective
adverb
ব্যাখ্যা: Hints: Upstairs (উপরের তলায়) শব্দটি adverb। কারণ শব্দটি বাক্যটির verb-কে modify করছে। বাক্যটির বাংলা: আমরা উপরের তলায় বাস করি।
17674. Although sunlight appears white,--- is actually a combination of all the colors of the spectrum.
that it
it
because it
he
ব্যাখ্যা: Hints: Although দ্বারা দুটি clause যুক্ত হলে দুটি অংশে পৃথক verb প্রয়োজন হবে, কিন্তু অতিরিক্ত conjunction প্রয়োজন হবে না। সুতরাং শূন্যস্থানে it ব্যবহৃত হবে কারণ sunlight এর pronoun হিসেবে it ব্যবহৃত হয়।
17675. Truth শব্দটির adjective হবে-
Truly
Truism
True
None of them
ব্যাখ্যা: Hints: Truth (সত্যতা, যথার্থতা) শব্দটির Adjective form True (সত্য, যথার্থ)।
17676. The programme was broadcast live. Here 'live' is-
a noun
a verb
an adjective
an adverb
ব্যাখ্যা: Hints: Live শব্দটি প্রদত্ত বাক্যের verb broadcast-কে modify করায় শব্দটি বাক্যে adverb ব্যবহৃত হয়েছে।
17677. Find out this (text) in your (text) book. The underlined words are respectively:
Noun and Adjective
Adjective and Noun
Noun and Adverb
Noun and Noun
ব্যাখ্যা: Hints: প্রথম text শব্দটি noun হিসেবে আর দ্বিতীয় text শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কেননা প্রথম text শব্দটি এককভাবে এবং দ্বিতীয়টি noun এর পূর্বে ব্যবহার হয়েছে।
17678. Which capital word is an adverb?
This house is FINE.
This shirt suits me FINE.
The bottle has to be FINED
He has to pay a FINE
ব্যাখ্যা: Hints: অপশন (b)-তে fine বাক্যের verb suit-কে modify করায় fine শব্দটি adverb। Fine শব্দটি অপশন (a)-তে adjective, (c)-তে verb এবং (d)-তে noum হিসেবে ব্যবহার হয়েছে।
17679. Which one is noun?
Nostalgic
Nostalgia
Nostalgical
Nostalgica
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে noun word টি হলো nostalgia যার অর্থ গৃহকাতরতা, অতীতবিধুরতা। আর nostalgia-এর adjective form হলো nostalgic
17680. Parts of speech কয় প্রকার?
ব্যাখ্যা: Hints: Parts of speech মোট ৮ প্রকার। যথা: Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction and Interjection