19629. ডিমে কোন ভিটামিন নেই?
ব্যাখ্যা: ডিমে ভিটামিন সি নেই। ডিমের মধ্যে ভিটামিন A, B, D ও বিদ্যমান রয়েছে। ভিটামিন-সি রয়েছে টাটকা টক জাতীয় ফল ও তরিতরকারি যেমন- কমলালেবু, বাতাবিলেবু, পাতিলেবু, আনারস, আঙ্গুর, আম, জাম, আমলকি, টমেটো, শাক, বরবটি প্রভৃতিতে।