Image
MCQ
1181. সাধারণ ভোল্টাইক সেলের পাত্রটি তৈরি করা হয়-
কাচ দিয়ে
কঠিন রাবার দিয়ে
সেলুলয়েড দিয়ে
ব্যাকেলাইট দিয়ে
1182. সাধারণ ভোল্টাইক সেলের পজিটিভ ইলেকট্রোড হলো-
দস্তা
সিসা
তামা
কার্বন
1183. একটি লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় অনেক দিন ফেলে রাখা উচিত নয়, তাহলে-
অ্যাসিড শুকিয়ে যাবে
প্লেটগুলোতে সালফেট জমা হবে
ইলেকট্রোলাইট প্লেটগুলোকে আক্রমণ করতে শুরু করবে
টার্মিনালগুলো ক্ষয় হতে শুরু হবে
1184. একটি সেকেন্ডারি সেল কর্তৃক প্রদত্ত এক অ্যাম্পিয়ার- আওয়ার চার্জ সমান- কুলম্ব।
3600
360
60
1
1185. একটি স্টোরেজ ব্যাটারির আয়ুষ্কাল পরিমাপ করা হয় সাধারণত এর সংখ্যার উপর নির্ভর করে।
Ah
সেল
প্লেট
সময়
1186. যদি ডিসি শান্ট মোটরের সরবরাহ টারমিনাল উল্টিয়ে দেয়া হয়, তবে মোটরটি-
পুড়ে যাবে
বন্ধ হয়ে যাবে
উল্টা ঘুরবে
স্বাভাবিকভাবেই ঘুরবে, তবে নিম্নগতিতে
1187. একটি পরিপূর্ণভাবে চার্জড লেড অ্যাসিড সেলের পজিটিভ প্লেটের রং হয়-
লাইট ব্রাউন
লাইট গ্রে
ডার্ক গ্রে
ডিপ চকোলেট ব্রাউন
1188. একটি লেড অ্যাসিড ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি এর এর পরিমাপ হিসেবে প্রায়ই ব্যবহৃত হয়।
ডিসচার্জের হার
চার্জের অবস্থা
অপারেটিং টেম্পারেচার
সম্ভাব্য আয়ুষ্কাল
1189. একটি লেড অ্যাসিড ব্যাটারির প্লেটগুলো শর্ট সার্কিটেড হওয়ার। অধিক সম্ভাবনা থাকে, যদি-
উচ্চমাত্রার চার্জিং ভোল্টেজ প্রয়োগ করা হয়
ব্যাটারির নিচে তলানি জমা হয়
ব্যাটারি ধীরগতিতে চার্জ করা হয়
অত্যধিক ডিস্টিল্ড ওয়াটার যোগ করা হয়
1190. প্রাইমারি এবং সেকেন্ডারি সেলগুলোর মধ্যে প্রধান পার্থক্য হল সেকেন্ডারি সেলগুলো-
উচ্চতর ভোল্টেজ প্রদান করে
হাইড্রোজেন শোষণ করে
চার্জ করা যায়
ইলেকট্রিক এনার্জি স্টোর করে
1191. একটি সালফেটেড ব্যাটারি সেলের নিদর্শন হলো-
লো-ভোল্টেজ
লো-ক্যাপাসিটি
লো-স্পেসিফিক গ্র্যাভিটি
উপরের সবগুলোই
1192. একটি লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারির ওভার চার্জিং-এর কারণে -
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে
অত্যধিক গ্যাস হবে
পানি শুকিয়ে যাবে
উপরের সবগুলোই
1193. ব্যাটারির হাই-ভোল্টেজ পাওয়া যায়-
ইলেকট্রো লাইটের পরিমাণ বৃদ্ধি করে
বড় আকারের সেল ব্যবহার করে
সেলগুলোকে প্যারালেলে সংযোগ করে
সেলগুলোকে সিরিজে সংযোগ করে
1194. লেড অ্যাসিড ব্যাটারিকে ডিসচার্জড অবস্থায় ঘণ্টার বেশি ফেলে রাখা কখনও উচিত নয়।
24
36
12
06
1195. সাধারণ ভোল্টাইক সেলের ইলেকট্রোলাইট হলো-
হাইড্রোক্লোরিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
অ্যামোনিয়াম ক্লোরাইড
নাইট্রিক অ্যাসিড
1196. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড-অ্যাসিড ব্যাটারি- এর চেয়ে সামান্য কম হাইড্রোমিটার পাঠ দেয়।
1.200
1.250
1.300
1.350
1197. আজকাল শিল্পে সাধারণভাবে বহুল ব্যবহৃত স্টোরেজ ব্যাটারি হলো ব্যাটারি।
লিড অ্যাসিড
সিলভার-জিঙ্ক
জিঙ্ক-ক্যাডমিয়াম
নিকেল-ক্যাডমিয়াম
1198. সাধারণ ভোল্টাইক সেলের নেগেটিভ ইলেকট্রোড হলো-
তামা
কার্বন
সিসা
দস্তা
1199. ব্যাটারি বাসের উপর একটি ব্যাটারিকে 'ফ্লোটিং' বলা হয় তখন, যখন-
এ সকল লোডে সরবরাহ দেয়
বাস ভোল্টেজের চেয়ে এর ভোল্টেজ উচ্চতর
চার্জার বন্ধ করা হয়
ব্যাটারি ভোল্টেজ চার্জার ভোল্টেজের সমান হয়
1200. পরিপূর্ণভাবে চার্জড একটি লেড অ্যাসিড সেলে ওপেন সার্কিট ভোল্টেজ থাকে প্রায় ইলেকট্রোলাইট।
2.1V
2.2V
2.3V
2.5V