MCQ
1201. কমুটেটর থাকে-
ডিসি জেনারেটরে
সিনক্রোনাস মোটরে
এসি জেনারেটরে
ট্রান্সফর্মারে
1202. বৈদ্যুতিক ট্রেন চালাতে কোন ধরনের মোটর ব্যবহৃত হয়?
শান্ট মোটর
সিরিজ মোটর
শর্ট শান্ট কম্পাউন্ড মোটর
লং শান্ট কম্পাউন্ড মোটর
1203. তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয় কীভাবে?
অন্তর্দাহ্য ইঞ্জিনের সাহায্যে
স্টিম টারবাইনের সাহায্যে
গ্যাস টারবাইনের সাহায্যে
উপরের সবকয়টি
1204. নিচের কোনটিতে সিরিজ মোটর ব্যবহৃত হয় না?
ইলেকট্রিক ট্রেন
ট্রলিকার
ক্রেন
লেদমেশিন
1205. এডি কারেন্ট লস নির্ভর করে-
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির বর্গের উপর
রিভার্সেল ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকুয়েন্সির বর্গের উপর
ল্যামিনেশনের পুরুত্বের বর্গের উপর
উপরোক্ত সবগুলোর উপর
1206. একটি ইলেকট্রিক ব্লক-এর জন্য কোন্ মোটরটি উপযুক্ত?
ডিসি শান্ট মোটর
ডিসি সিরিজ মোটর
ইন্ডাকশন মোটর
সিনক্রোনাস মোটর
1207. প্রচলিত লেড অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড এর নাম-
নাইট্রিক অ্যাসিড
সালফিউরিক অ্যাসিড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
কার্বনিক অ্যাসিড
1208. হিসটেরেসিস লস নির্ভর করে-
রিভার্সেল ম্যাগনেটিক ফিল্ডের ফ্রিকুয়েন্সির উপর
সর্বোচ্চ ফ্লাক্স ডেনসিটির উপর
পদার্থের আয়তনের উপর
উপরোক্ত সবগুলোর উপর
1209. পরিবর্তনশীল লস বলা হয়-
আর্মেচার কপার লস
ফিন্ড কপার লস
কোর লসকে
ইন্টারপোল ফিল্ড লসকে
1210. জেনারেটরের ভোল্টেজ V এবং প্রবাহমাত্রা i হলে প্রেরিত তড়িৎ ক্ষমতা হলো-
V/i
V x I 2
V x i
কোনোটিই নয়
1211. ডিজেল জেনারেটরে লেডঅ্যাসিড ব্যাটারি কী কারণে ব্যবহার করা হয়?
ইঞ্জিন চালনায়
অল্টারনেট এর ফিল্ড সাপ্লাই কাজে
উভয় প্রয়োজনে
আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণে
1212. জেনারেটরের ব্রাশ ও কমুটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম দেখতে হবে-
ফিল্ড ওয়াইন্ডিং
ব্রাশের স্প্রিং
ইন্টারপোল ওয়াইন্ডিং
কোনোটিই নয়
1213. ডিসি শান্ট মোটরের স্পিড পরিবর্তন করার উপায় কোনটি?
আর্মেচার রেজিস্ট্যান্স পরিবর্তন
ফিল্ড রেজিস্ট্যান্স পরিবর্তন
টার্মিনাল ভোল্টেজ পরিবর্তন
সবগুলো
1214. কোনো পরিবাহিতা তড়িৎপ্রবাহের ফলে এর পাশে একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়। কার আবিষ্কার?
নিউটন
ফ্যারাডে
লেঞ্জ
ওয়েরস্টেড
1215. একটি ডিসি মোটর সর্বোচ্চ যান্ত্রিক শক্তি উৎপন্ন করবে যখন-
টার্মিনাল ভোল্টেজ আর্মেচার ড্রপের অর্ধেক হবে
আর্মেচার ড্রপ সর্বনিম্ন মানে থাকে
টার্মিনাল ভোল্টেজ অর্ধেক হবে
টার্মিনাল ভোল্টেজ ব্যাক ইএমএফ এর দ্বিগুণ হবে
1216. ডিসি জেনারেটরের কমপেনসেটিং ওয়াইন্ডিং কোথায় বসানো হয়?
পোল ব্লু এর স্লটে
আর্মেচার কোরে
মেশিনের ইয়কের মধ্যে
নিউট্রালাইজিং পোলে
1217. একটি কম্পাউন্ড মোটরের লোড ছাড়া গতিবেগ ২২০০। মোটরটি পূর্ণ লোডে কত গতিবেগে ঘুরলে এর % স্পিড রেগুলেশন ১০ হবে?
২০০ আরপিএম
১৯৮০ আরপিএম
২০২০ আরপিএম
২০১০ আরপিএম
1218. উইন্ডোজ লস নিচের কোনটির অন্তর্গত?
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
1219. ডিসি মোটর স্টার্ট করানোর জন্য-
কোনো স্টাটারের প্রয়োজন হয় না
স্ট্যাটর-ডেল্টা স্টার্টারের প্রয়োজন হয় না
তিন পয়েন্ট স্টার্টার ব্যবহৃত হয়
তিন পয়েন্ট স্টার্টার ব্যবহৃত হয়
1220. নিচের কোনটি DC machine-এর অংশ নয়?
Rotor bars
Armature
Yoke
Poles