MCQ
1681. অফিস-আদালতে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিলড্ কণ্ডুড়ুইট ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
1682. আমাদের দেশে কণ্ডুইট ওয়্যারিং-এ ব্যবহৃত হয় সাধারণত-
ভিআইআর ক্যাবল
টিআরএস ক্যাবল
পিভিসি টুইন কোর ক্যাবল
পিভিসি সিঙ্গল কোর ক্যাবল
1683. টিউবলাইটের ভিতরের দেওয়াল দিয়ে শ্বেতকায় পদার্থের যে প্রলেপ দেয়া হয়, তার নাম-
ফ্রেঞ্চ চক পাউডার
নিয়ন পাউডার
পারদ
ফসফর পাউডার
1684. মার্কারি ভ্যাপার ল্যাম্পের ভিতরে থাকে-
আর্গন এবং নিয়ন গ্যাস
আর্গন, নাইট্রোজেন গ্যাস এবং পারদ
আর্গন এবং পারদ
পারদ, আর্গন এবং অক্সিজেন গ্যাস
1685. কোন ওয়্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাটেন ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কম্ভুইট ওয়্যারিং
1686. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
1687. আর্থিং-এর রেজিস্ট্যান্স কত ওহমের কম থাকা উচিত?
১.০ ওহম
১০০ ওহম
৫ ওহম
১০০০ ওহম
1688. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকবার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
1689. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
1690. ব্যাটেন ওয়্যারিং বাসগৃহে বহুল ব্যবহৃত হয়, কারণ-
এটি দেখতে সুন্দর
এটি উচ্চ ভোল্টেজে ব্যবহার করা চলে
এতে স্বল্পব্যয় হয়
এতে দুর্ঘটনার সম্ভাবনা কম
1691. সোডিয়াম ড্যাপার ল্যাম্পে থাকে-
সোডিয়াম বাষ্প এবং আরগন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং নিয়ন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং মার্কারি
সোডিয়াম বাষ্প এবং নাইট্রোজেন গ্যাস
1692. ওয়ার্কশপে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়্যারিং
কনসিলড় কণ্ডুইট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং
1693. মার্কারি ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে?
1934
1938
1952
1965
1694. ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-
1938 সন হতে
1942 সন হতে
1956 সন হতে
1965 সন হতে
1695. বাতির ফিলামেন্টের তার কীসের তৈরি হয়?
প্লাটিনাম
সিসা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন
1696. টাংস্টেন ফিলামেন্টের ভিতর নিষ্ক্রিয় গ্যাস থাকে, যথা-
আরগন, নিয়ন
অক্সিজেন, আরগন
নাইট্রোজেন, আরগন এবং ক্রিপটন
আরগন, নিয়ন এবং মার্কারি
1697. কোনটি ফিউজ নয়-
রিওয়্যারেবল
কারট্রিজ
এসপিডিটি
এইচআরসি
1698. বানানো বাড়ির ওয়্যারিং-এ কোন সাইজের তার বেশি ব্যবহৃত হয়?
১/৪৪
৩/৩৬
৭/৪৪
৩/২৯
1699. মিল ফ্যাক্টরিতে সাধারণত কোন ধরনের ওয়ারিং ব্যবহৃত হয়?
ব্যাটেন ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কড়ুইট ওয়্যারিং
মেটাল শীথড ওয়্যারিং
1700. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিক পরিচিতি লাভ করে?
1934
1948
1965
1969