Image
MCQ
1702. In a pure inductive circuit if the supply frequency is reduced to 1/2, the current will-
Be reduced by half
Be doubled
Be four times as high
Be reduced to one fourth
1703. ফিউজিং ফ্যাক্টরের মান-
এক এর চেয়ে কম
এক এর সমান
এক এর চেয়ে বেশি
শূন্য
1704. ৪২ ওহম রোধকের একটি পরিবাহীর ভিতর দিয়ে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট ৩০ সেকেন্ড সময়ব্যাপী প্রবাহিত হলে ঐ পরিবাহীতে কত ক্যালরি তাপ উৎপন্ন হবে?
১২৫০০ ক্যালরি
৪২০০০ ক্যালরি
১১৯০ ক্যালরি
৫২৯২০ ক্যালরি
1705. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
130W
65W
25W
75W
1706. কোনো বর্তনীতে ৩টি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো। এদের কোনটি আলো দেবে?
প্রথম ও তৃতীয় বাল্ব আলো দেবে
শুধু প্রথম বাল্বটি আলো দেবে
কোনোটিই আলো দেবে না
তিনটি বাল্বই সমান আলো দেবে
1707. আবাসিক লোডের লোড ফ্যাক্টর-
১০%-১১%
১১%-১২%
৬০%-৭০%
৩০%-৪০%
1708. লাইটনিং অ্যারেস্টারের কাজ হলো-
বজ্রপাতের সময় সার্কিটকে বন্ধ করে দেওয়া
অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে পাঠিয়ে দেওয়া
অন্যান্য রক্ষণ যন্ত্রকে কাজ করতে সহায়তা করা
বজ্রপাতের সময় যে অতিরিক্ত ভোল্টেজ উৎপন্ন হয় ঐ ভোল্টেজ যাতে মাটিতে যেতে না পারে তার ব্যবস্থা করা
1710. The frequency of an alternating current is-
The speed with which the alternator runs
The number of cycles generated in one minute
The number of waves passing through a point in one second
The number of electrons passing through a point in one second
1711. The apparent power drawn by an A.C. circuit is 10kVA and active power is 8kW. The reactive power in the circuit is---
4 KVAR
6KVAR
8 KVAR
16 KVAR
1712. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
ট্রান্সফরমার টেপিং বদলানো
সুইচ-ক্যাপাসিটর ব্যবহার করা
সিস্টেমের ইম্পিডেন্স বৃদ্ধি করা
লো-ভোল্টেজ অ্যাপ্লায়েন্স ব্যবহার করা
1713. Time constant of a capacitive circuit-
Increases with the decrease of capacitance and decrease of resistance
Increases with the decrease of capacitance and increase of resistance
Increases with the increase of capacitance and 2 decrease of resistance
Increases with the increase of capacitance and the increase of resistance
1716. ১ ওয়াট হলো-
১ ভোল্ট/১ ওহম
১ওহম/১ অ্যাম্পিয়ার
১ ভোল্ট x১ অ্যাম্পিয়ার
ওপরের কোনোটিই সত্য নয়
1717. ১০,০০০ সেমি দৈর্ঘ্যের একটি তারের রেজিস্ট্যান্স ১০ ওহম। উক্ত তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ১.৭২০১০ ওহম সেমি হলে প্রস্থচ্ছেদ কত হবে?
০.১৭২x১০^-৩ বর্গ সেমি
১.৭২x১০^-৩ বর্গ সেমি
০.১৭২x১০^৩ বর্গ সেমি
৫.৮১x১০^-৩ বর্গ সেমি
1720. পাহাড়ি এলাকায় সাধারণত কোন আর্থিং করা হয়?
পাইপ আর্থিং
প্লেট আর্থিং
রড আর্থিং
শিট আর্থিং