MCQ
101. উচ্চ রোধ (Resistance) পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তা-
হুইটস্টোন ব্রিজ
মেগার
থার্মোকাপল
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: নিম্নলিখিত পদ্ধতিতে হাই রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়, যথা- (i) Prices Guard-Wire Method or Direct Deflection Method (ii) Loss of Charge Method. (iii) Mega Ohm Bridge Method (iv) Megger Method.
102. একটি কোষের তড়িচ্চালক শক্তি 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 2Ω। এর প্রান্তদ্বয় 10Ω রোধের সাথে যুক্ত থাকলে কতটুকু তড়িৎ প্রবাহিত হবে?
0.225 A
0.125 A
40.8 A
8A
103. এক জুল সমান =?
1N-m
1kg-mN
10N-m/s
10kg
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: Joule is a unit of work or energy equal to the work done by a force of 1 newton acting through a distance of 1 meter.
104. দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?
গ্যালভানোমিটার
ভোল্টমিটার
পোটেনশিওমিটার
হুইটস্টোনব্রীজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুটি কোষের তড়িচ্চালক বল পরিমাপে ভোল্টমিটার ব্যবহৃত হয়।
105. চৌম্বক ক্ষেত্রে কারেন্ট বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল নির্ভর করে-
ফ্লাক্সের উপর
কারেন্টের উপর
তারের দৈর্ঘ্যের উপর
সবকটির উপর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা বা আবেশ রেখার সংখ্যাকে চৌম্বক ফ্লাক্স বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়।
106. যে পরিমাণ ভোল্ট বহিঃবর্তনীতে কোনো কাজে আসে না। তাকে কী বলা হয়?
অভ্যন্তরীণ রোধ
নষ্ট ভোল্ট
প্রাঙ্কীয় ভোল্টেজ
বিভব পার্থক্য
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল মেজারমেন্ট MCQ
Electrical Measurement All MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ যে পরিমাণ ভোল্টেজ বর্তনীতে কাজ করে না, তাকে নষ্ট ভোল্ট বলে।