EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
1341. Choose the correct sentence:
Would that I have been in the palace,
Would that I had been in the palace.
Would that I could enter the palace.
Would that I should entered the palace.
ব্যাখ্যা: Would that + subject + could + verb, হয়। সুতরাং সঠিক উত্তর Would that I could enter the palace
1342. Which sentence is correct?
You had better going there.
You had better go there.
You had better gone there.
You had better to be going there.
ব্যাখ্যা: অতীতে কোনো কাজ করা ভালো ছিল বোঝাতে had better + verb, হয়। Had better, Would rather-এর পরে -এর base form বসে।
1343. I had this since I was a child.
man
dream
few
fight
long
ব্যাখ্যা: বাক্যে missing word টি হলো dream! This এবং since-এর মাঝে dream word টি বসবে। Dream শব্দটি ব্যবহার করে বাক্যটির বাংলা: শিশু বয়স থেকেই আমার এই স্বপ্নটি ছিলো।
1344. You should never look down the poor.
to
at
upon
on
No word is missing
ব্যাখ্যা: Look down upon অর্থ ঘৃণা করা। Upon যোগে বাক্যটির অর্থ: তোমার কখনোই গরিবদের ঘৃণা করা উচিত নয়।
1345. Choose the correct sentence:
All of it depend on you.
All of it are depending on you.
All of it depends on you.
All of it are depended on you.
ব্যাখ্যা: Singular অথবা uncountable noun এর সমগ্রতা বোঝাতে all of ব্যবহৃত হলে এর দ্বারা singular noun-কে নির্দেশ করে। যার পর verb-এর singular form বসবে। All of it depends on you!
1346. My wife is very sincere in her belief that women are suitable for some types of works than men.
is
high
more
despite
most
ব্যাখ্যা: That-এর পরবর্তী clause টিতে than থাকাতে বোঝা যাচ্ছে যে বাক্যটিতে adjective-এর comparative form প্রয়োজন যা বাক্যটিতে অনুপস্থিত। সুতরাং suitable-এর পূর্বে comparative form 'more' বসালে বাক্যটি সঠিক হবে।
1347. Choose the correct one:-
He is caught of flattery
He is ill of flattery
He is sick of flattery
He is angry of flattery
ব্যাখ্যা: He is sick of flattery- সে তোষামদ প্রিয়।
1348. When having a problem it is best to the situation then act.
dissect
gobble
leave
end
none
ব্যাখ্যা: সমস্যায় পড়লে আমাদের সেই সমস্যাটি ভালোভাবে বিশ্লেষণ করে যাচাই বাছাই করতে হবে এবং তারপর সে অনুসারে ব্যবস্থা নিতে হবে। আর dissect অর্থ সমস্যা বিচার বিশ্লেষণ করা। সুতরাং best to-এর পর dissect শব্দটি missing রয়েছে।
1349. Write down the correct sentence
Tell me why have you come here?
What time did you go to bed last night?
Why you are angry with me?
When you passed your Diploma Examination?
ব্যাখ্যা: Last night সময় নির্দেশক adverb যা বাক্যে past indefinite tense নির্দেশ করে। Past indefinite tense এর সঠিক interrogative বাক্য What time did you go to bed last night?
1350. Her relatives dislike Rina because she unduly emphasizes their mistakes.
in
on
by
at
to
ব্যাখ্যা: Emphasize something অর্থ কোনো কিছুতে জোর দেওয়া। এরপর কোনো preposition না বসে সরাসরি noun আসে। কিন্তু ক্ষেত্র বিশেষে emphasize এর পর on বসে। সুতরাং বাক্যে on preposition টি missing আছে।
1351. Write the correct one:
The bus has left before we reached the station.
The bus had left before we reached the station.
The bus will have left before we reached the station.
The bus will leave before we reached the station.
ব্যাখ্যা: Before যুক্ত প্রথম clause টি past perfect tense হলে দ্বিতীয় clause টি past indefinite tense হয়।
1352. Choose the right sentence.
I don't know who is he?
I don't know who he is.
They have gone for picnic.
They have gone picnic.
ব্যাখ্যা: সঠিক বাক্য হলো I don't know who he is কেননা embedded question-এর ক্ষেত্রে relative pronoun + sub + verb। আর gone for a picture হলে তৃতীয় বাক্যটি সঠিক হতো।
1353. He left no stone to achieve his objective.
thrown
hit
broken
unturned
No word is missing
ব্যাখ্যা: No stone unturned অর্থ চেষ্টার ত্রুটি না করা। Unturned যোগে বাক্যটির বাংলা: তার লক্ষ্য অর্জনের জন্য সে কোনো চেষ্টার ত্রুটি করল না।
1354. Which one is correct?
The old man was died yesterday.
The old man had died yesterday.
The old man has died yesterday.
The old man died yesterday.
ব্যাখ্যা: Yesterday হলো past indefinite indicator। তাই yesterday থাকলে বাক্যটি past indefinite tense এ হয়। অন্যদিকে die (মারা যাওয়া) শব্দটি passive voice-এ ব্যবহৃত হয় না। সুতরাং একমাত্র সঠিক বাক্য The old man died yesterday |
1355. Choose the correct sentence: .
I have finished read the book
I have finished reading the book.
I finished reading the book.
I have finish reading the book.
ব্যাখ্যা: [Note: Finish + (verb + ing) + sth-এর ব্যবহার অনুযায়ী এবং অপশনের দুটি বাক্যই সঠিক।।
1356. Which one is correct?
Sundarban
The Sundarbans
The Sundarban
Sundarbans
ব্যাখ্যা: সঠিক optionটি হলো The Sundarbans কেননা এটি plural হিসেবে ব্যবহৃত হয়। এবং এর পূর্বে the article ব্যবহৃত হয়।
1357. Select the correct sentence:
He came home yesterday?
Has he come home yesterday?
Was he come home yesterday?
Did he come home yesterday?
ব্যাখ্যা: Past Indefinite yes অথবা No question-এর Structure: did + sub + verb- এর base form + extension + question mark। সুতরাং সঠিক interrogative বাক্যটি হলো Did he come home yesterday?
1358. Most people travel by air now-a-days because is cheaper and quicker.
when
during
it
by
no
ব্যাখ্যা: প্রদত্ত বাক্যে because-এর পরের clause-এর কোনো sub নেই। সুতরাং is verb টির sub হিসেবে it ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। It বসিয়ে বাক্যের বাংলা: অধিকাংশ মানুষ আজকাল আকাশ পথে ভ্রমণ করে কারণ এটা অধিক সস্তা এবং দ্রুততর।
1359. Choose the correct sentence:
Rich is not always happy
The rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy
ব্যাখ্যা: Adjective-এর পূর্বে the বসিয়ে plural common noun গঠিত হয় এবং এর পর plural verb ব্যবহৃত হয়। সুতরাং সঠিক বাক্য The rich are not always happy!
1360. Choose the correct sentence: . Hints:
The students have gone to see the Himalaya.
The students have gone to see the Himalayas.
The students have gone to see Himalaya.
The students have gone to see Himalayas.
ব্যাখ্যা: Himalayas শব্দটি plural হিসেবে ব্যবহৃত হয় আর-এর পূর্বে the ব্যবহৃত হয় কেননা Himalayas দ্বারা পর্বত শ্রেণীকে বোঝায়। সুতরাং সঠিক বাক্যটি হলো The students have gone to see the Himalayas