EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2861. Choose the synonymous words UNBEARABLE-
Tolerable
Acceptable
Undefeated
Unpleasant
ব্যাখ্যা: Hints: Unbearable (অসহ্য, অসহনীয়)-এর সমার্থক শব্দ unpleasant (অপ্রীতিকর)। Tolerable অর্থ সহনীয়, acceptable অর্থ-গ্রহণযোগ্য আর under feate অর্থ-অপরাজিত।
2862. Choose the synonymous words ABSOLUTE-
Division
Half
Small
Complete
2863. Choose the synonymous words Opulent-:
hard-working
rich
obscure
comfortable
ব্যাখ্যা: Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।
2864. Choose the opposite words Evasive:
Unclear
Explicit
Categorical
Indefinite
ব্যাখ্যা: Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
2865. Choose the synonymous words AMBITION-
Plan
Proclamation
Desire
Decision
ব্যাখ্যা: Hints: Ambition (তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাকঙ্কা)-এর সমার্থক শব্দ হলো Desire (ইচ্ছা; অভিপ্রায়)। অন্যদিকে Plan অর্থ- পরিকল্পনা, Proclamation অর্থ- ঘোষণা আর Decasion অর্থ- সিদ্ধান্ত।
2866. The spectacle was most pleasing.
Impression
View
Sight
Scenery
ব্যাখ্যা: Hints: Spectacle' (বিশেষত চমৎকার, উল্লেখযোগ্য বা লক্ষণীয় কোনো দৃশ্য)-এর অর্থ প্রকাশ পায় sight (দর্শনীয় বস্তু) দ্বারা। অন্যদিকে impression অর্থ মনোগত বা অনুভূতিগত প্রতিক্রিয়া, view অর্থ দৃষ্টিপাত আর Scenery অর্থ দৃশ্য।
2867. Choose the synonymous words STALEMATE-
Settlement
Degeneration
Deadlock
Exhaustion
ব্যাখ্যা: Hints: Stalemate আর deadlock অর্থ- অচলাবস্থা। Degeneration অর্থ অধঃপতন, exhaustion অর্থ- নিঃশেষিত অবস্থা আর settlement অর্থ- নিষ্পত্তি।
2868. Choose the synonymous words FRAGILE---
Trouble
Discomfort
Breakable
Divert
ব্যাখ্যা: Hints: 'Fragile' এবং 'breakable' অর্থ ভঙ্গুর। তাছাড়া triozuble অর্থ বিপাক, discomfort অর্থ অস্বস্তিদায়ক আর divert অর্থ গতিপথ পাল্টে দেওয়া।
2869. Choose the synonymous words PERPETUAL-
Never ending
Perfect
Confused
Seasonal
ব্যাখ্যা: Hints: Perpetual (দীর্ঘস্থায়ী)-এর সমার্থক শব্দ হলো never ending (যা কখনো শেষ হয় না)। অন্যদিকে perfect অর্থ- নিখুঁত, confused অর্থ বিভ্রান্ত আর seasonal অর্থ ঋতু-ভিত্তিক।
2870. When the leadership changed, his position in the organization became precarious ---
Secure
exalted
important
uncertain
ব্যাখ্যা: Hints: 'Precarious' অর্থ অনিশ্চিত যার একই অর্থবোধক শব্দ uncertain। প্রদত্ত বাক্যটির অর্থ- যখন নেতৃত্ব পরিবর্তন হলো তখন প্রতিষ্ঠানে তার অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল।
2871. Choose the synonymous words INSURGENT---
Rebellious
Sincere
Confident
Loyal
ব্যাখ্যা: Hints: 'Insurgent' এবং rebellious' অর্থ বিদ্রোহী; অভ্যুত্থানকারী। সুতরাং শব্দ দুটি সমার্থক। Loyal-অনুগত ও বিশ্বাসী, sincere- আন্তরিক ও confident- আত্মবিশ্বাসী।
2872. We are ANXIOUS to avoid any problems with regard to this.
Worried
Composed
Cool
Careless
ব্যাখ্যা: Hints: Anxious (উদ্বিগ্ন, চিন্তিত)-এর বিপরীত শব্দ Cool (চিন্তামুক্ত)। তাছাড়া worried অর্থ উদ্ভিা, composed অর্থ শান্ত এবং careless অর্থ উদাসীন।
2873. Choose the synonymous words CONCEAL ---
Reveal
Unfold
Open
Discover
ব্যাখ্যা: [Note: প্রদত্ত Conceal শব্দের অর্থ লুকিয়ে রাখা কিন্তু Option-এ প্রদত্ত শব্দগুলো Conceal-এর বিপরীত অর্থ প্রকাশ করে। Option-এর Reveal, Unfold. Open- Discover শব্দের অর্থ- উন্মুক্ত করা, প্রকাশ করা।।
2874. Choose the synonymous words BARBARIAN-
Unkind
Unlikeness
Impolite
Uncivilized
ব্যাখ্যা: Hints: Barbarian (অসভ্য, অসংস্কৃত)-এর সমার্থক শব্দ হলো Lincitalized (অমার্জিত; অসভ্য)। তাছাড়া Unkind অর্থ নির্দয়; Unlikeness অর্থ অসাদৃশ্য আর impolite অর্থ অবিবেচক, অনীতিজ্ঞ।
2875. Choose the synonymous words ABERRATION---
Deviation
Deviate
Drive
Direction
ব্যাখ্যা: Hints: 'Aberration' (বিপথগমন; বিপথগামিতা)-এর সমার্থক শব্দ deviation। অন্যদিকে deviate অর্থ পথভ্রষ্ট হওয়া, drive অর্থ চালোনা করা আর direction অর্থ গতিপথ।
2876. Choose the synonymous words Transform---
continue
transact
transfer
change
ব্যাখ্যা: Hints: Transform (রূপান্তরিত করা)-এর সমার্থক শব্দ change। অন্যদিকে transfer অর্থ বদলি করা; স্থানান্তর করা, continue অর্থ চালিয়ে যাওয়া এবং transact অর্থ পরিচালনা করা; লেনদেন করা।
2877. The railway lines are EXTENDED and we are quite happy about it.
Curtailed
Protracted
Widened
Elongated
ব্যাখ্যা: Hints: Extended (সম্প্রসারিত)-এর বিপরীত শব্দ হলো curtailed (সংক্ষিপ্ত) অন্যদিকে protracted, widened এবং elongatel শব্দগুলো extended-এর সমার্থক শব্দ।
2878. The teacher gave us explicit instruction.
Detailed
Demonstrative
Definable
Resolvable
ব্যাখ্যা: Hints: "Explicit' (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত: সুনির্দিষ্ট) এর একই অর্থবোধক শব্দ হলো detailed (বিশদ, সবিশেষ)। অন্যদিকে definable অর্থ নির্বাপণীয়, resolvable অর্থ নিরসনযোগ্য আর demonstrative অর্থ অভিব্যক্তিশীল।
2879. Choose the synonymous words ZEALOUS-
Ardent
Jealous
Jeolus
Impatient
ব্যাখ্যা: Hints: Zealous (উদ্দীপনাময়, আগ্রহোদ্দীপক)-এর সমার্থক শব্দ হলো ardent (অতিশয় Freedom আকুল বা উৎসাহী)। তাছাড়া (calous অর্থ ঈর্ষাকাতর, আর Impatient অর্থ- ধৈর্য নেই এমন।
2880. Choose the opposite words Hostility:
Relationship
Partnership
Friendship
Enmity
ব্যাখ্যা: Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।