MCQ
4521. I am quite --- home in Algebra.
at
for
in
of
ব্যাখ্যা: Hints: At home in something অর্থ কোনো বিষয়ে দক্ষ। At যোগে বাক্যটির বাংলা: বীজগণিতে আমি পুরাপুরি দক্ষ।
4522. He deals---rice.
with
for
of
in
ব্যাখ্যা: Hints: Deal in something অর্থ কোনো কিছুর ব্যবস্থা করা বা কারবার করা আর deal with somebody অর্থ কারো সাথে মেলামেশা করা/সর্ম্পক রক্ষা করা। সুতরাং শূন্যস্থানে in বসবে।
4523. He exchanged--- him his gramophone---a camera.
with, for
in, for
with, with
for, with
ব্যাখ্যা: Hints: Exchange with somebody অর্থ কারো সাথে বিনিময় করা। আর একটির বিনিময়ে আরেকটি বোঝাতে for preposition টি ব্যবহৃত হয়। সুতরাং শূন্যস্থানে with এবং for বসবে।
4524. He was accused---inciting others to revolt.
under
of
by
for
ব্যাখ্যা: Hints: Accuse somebody of doing something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিযুক্ত করা। Of যোগে বাক্যটির বাংলা: বিদ্রোহে উসকানি দেয়ার জন্য তাকে অভিযুক্ত করা হলো।
4525. Where did you find this -
from
to
in
of
ব্যাখ্যা: Hints: এটা তুমি কোথা থেকে পেলে? অর্থ প্রকাশ করতে শূন্যস্থানে from preposition ব্যবহৃত হবে।
4526. A friend ---need is a friend indeed.
to
in
at
for
ব্যাখ্যা: Hints: A friend in need is a friend indeed একটি প্রবাদ বাক্য, যার বাংলা অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। সুতরাং প্রবাদটি পূর্ণাঙ্গ করতে in ব্যবহৃত হবে।
4527. She prides herself---her beauty.
on
to
of
from
ব্যাখ্যা: Hints: Pride oneself on/upon something অর্থ কোনো কিছু নিয়ে গর্ব অহংকার বোধ প্রকৌশলী (সিভিল) ২০১৯ করা। On বসিয়ে বাক্যটির বাংলা: সে তার রূপ নিয়ে অহংকার বোধ করে।
4528. Medha congratulated me--- my success.
with
for
upon
on
ব্যাখ্যা: Hints: Congratulate somebody on something অর্থ কাউকে কোনো কিছুর জন্য অভিনন্দন জানানো। সুতরাং শূন্যস্থানে on বসবে।
4529. A friend ---need is a friend indeed.
to
in
at
for
ব্যাখ্যা: Hints: A friend in need is a friend indeed একটি প্রবাদ বাক্য, যার বাংলা অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু। সুতরাং প্রবাদটি পূর্ণাঙ্গ করতে in ব্যবহৃত হবে।
4530. The train is ---time.
in
on
at
by
ব্যাখ্যা: Hints: 'On time' অর্থ যথাসময়ে। সুতরাং শূন্যস্থানে on বসবে।
4531. Our examination will start - --Monday next.
in
on
at
for
ব্যাখ্যা: Hints: দিনের নামের পূর্বে Preposition 'on' বসবে। On বসিয়ে বাক্যটির বাংলা আমাদের পরীক্ষা পরবর্তী সোমবারে শুরু হবে।
4532. We should rely---our own efforts.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Rely on something or somebody অর্থ কারো বা কোনো কিছুর উপর নির্ভর করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।
4533. He is not interested-- - cycling.
in
with
for
at
ব্যাখ্যা: Hints: Interested in something অর্থ কোনো কিছুতে অনুরক্ত/ আসক্ত/ কৌতূহলী। সুতরাং শূন্যস্থানে in বসবে।
4534. He died --- an accident yesterday.
of
from
off
by
ব্যাখ্যা: Hints: দুর্ঘটনায় মারা গেলে 'die' verb-এর পর by বসে। সুতরাং শূন্যস্থানে by বসবে।
4535. The boy is looking --- his lost book.
of
at
on
for
ব্যাখ্যা: Hints: Look for অর্থ খোঁজা বা অনুসন্ধান করা। For যোগে বাক্যটির বাংলা: বালকটি তার হারানো বইটি খুঁজছে।
4536. We should have no sympathy----war criminals of 1971.
with
for
at
to
ব্যাখ্যা: Hints: Sympathy for somebody অর্থ কোনো কিছুর জন্য সহানুভূতি বা সমবেদনা। For যোগে বাক্যটির অর্থ: ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের জন্য আমাদের সমবেদনা থাকা উচিত নয়।
4537. He parted --- his friends in tears.
with
from
against
beside
ব্যাখ্যা: Hints: Part from somebody অর্থ কাউকে ত্যাগ করা। From যোগে বাক্যটির অর্থ: সে অশ্রুসিক্ত অবস্থায় বন্ধুদের ছেড়ে চলে গেল।
4538. The old man died---cancer.
of
from
for
off
ব্যাখ্যা: Hints: অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা, রোগে মারা যাওয়া অর্থে die এর পর of বসে। সুতরাং শূন্যস্থানে of বসবে।
4539. Opinion varies - --man---man.
from, to
between, and
in, to
from, of
ব্যাখ্যা: Hints: Vary from+noun + to + noun হলো সঠিক sequence. From ... to যোগে প্রদত্ত বাক্যটির অর্থ: মতামত ব্যক্তি থেকে ব্যক্তিতে তারতম্য ঘটে।
4540. He supplies the poor---clothing.
at
on
in
with
ব্যাখ্যা: Hints: Supply somebody with something অর্থ কাউকে কোনো কিছু সরবরাহ করা। সুতরাং শূন্যস্থানে with বসবে।