MCQ
3161. একটি রেডিও ট্রান্সমিটারের Carrier power 1kW এবং modulation depth 100% হলে total radiated power কত হবে?
1.25kW
1.50kW
1.75kW
2kW
3162. অপটিক্যাল ফাইবারের প্রধান অংশ কয়টি?
2
3
4
5
3163. তারবিহীন কমিউনিকেশনকে বলা হয়-
Cellular communication
Satellite communication
Radio communication
Radar communication
3164. নিচের কোনটি line communication?
TV
Telegraph
Radar
Satellite
3165. 100% মডুলেশনসহ একটি অ্যামপ্লিচিউড মডুলেটেড। ওয়েতে সাইড ব্যান্ড পাওয়ার এবং ট্রান্সমিটেড টোটাল পাওয়ারের অনুপাত হয়-
1/4
1/2
1/3
2/3
3166. টেলিগ্রাফ সার্কিটে যাতে একই দিকে দুটি মেসেজ প্রেরণ করা যেতে পারে, তাকে বলা হয়-
হাফ ডুপ্লেক্স
ডুপ্লেক্স
ডিপ্লেক্স
কোয়াডুপ্লেক্স
3167. উচ্চ ফ্রিকুয়েন্সিতে যে নয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হয়, তা হলো-
ফ্লিকার নয়েজ
ট্রানজিট টাইম নয়েজ
জনসন নয়েজ
শর্ট নয়েজ
3168. ম্যাচিং স্টার হওয়া উচিত-
ট্রান্সমিটারের সবচেয়ে নিকটবর্তী
লোডের সবচেয়ে দূরবর্তী
লোড ও ট্রান্সমিটারের মাঝামাঝি
লোডের সবচেয়ে নিকটবর্তী
3169. PCM সিস্টেমের প্রধান সুবিধা হলো নিম্নতর-
ব্যান্ডউইডথ
পাওয়ার
নয়েজ
উপরের কোনোটিই নয়
3170. একটি ট্রান্সমিটার অ্যান্টেনাতে ক্যারিয়ার পাওয়ারে 10kW সরবরাহ করে। 40% মডুলেশনসহ মোট রেডিয়েটেড পাওয়ার কত হবে?
1.6kW
10.8kW
14kW
16kW
3171. একটি রিসিভারে নয়েজ সৃষ্টিতে সর্বোচ্চ অবদান হলো-
পাওয়ার সাপ্লাই-এর।
মিক্সার স্টেজের
পাওয়ার অ্যামপ্লিফায়ার স্টেজের
আই-এফ স্টেজের
3172. Very low frequency-dit range কত?
3-30kHz
10-30kHz
20-30kHz
30-300kHz
3173. একটি TDM সিস্টেম-
লো-সিগন্যাল টু নয়েজ রেশিও প্রদান করে
নিম্নতর ব্যান্ডউইডথ প্রয়োজন
FDM সিস্টেমের তুলনায় সাধারণ সার্কিট ব্যবহার করে
উপরের সব ক'টিই
3174. LASER-এর পূর্ণনাম কী?
Light Amplifier by Stimulataneously Emitted of Radaition
Light Amplification by Stimulated Emission of Radiation
Light Amplifier by Stimulated Emission of Radiation
উপরের সবগুলো
3175. নর্মাল স্পিচ সিগন্যাল ট্রান্সমিশনের জন্য PCM চ্যানেল কত kHz-এর একটি ব্যান্ডউইডথের প্রয়োজন?
64kHz
50kHz
8kHz
4kHz
3176. একটি ট্রান্সমিটারের সর্বোচ্চ অবিকৃত পাওয়ার আউটপুট। পাওয়া যায়, যখন এর মডুলেশন হয়-
100%-এর চেয়ে বেশি
100%-এর চেয়ে কম
50%
100%
3177. নিম্নের কোন নয়েজটি ট্রানজিস্টরে সংঘটিত হয় না?
রেজিস্ট্যান্স নয়েজ
ফ্লিকার নয়েজ
পার্টিশন নয়েজ
শর্ট নয়েজ
3178. High-frequency (HF) range হচ্ছে কোনটি?
30-3000kHz
3-30MHz
30-300MHz
300-300,000MHz
3179. একটি অডিও সিগন্যালের অ্যামপ্লিচিউড 10 এবং ক্যারিয়ার ওয়েভের 50 হলে, মডুলেশন হবে-
0.2%
5%
20%
60%
3180. Ultra high-frquency (UHF) range হচ্ছে কোনটি?
300-3000kHz
30-30MHz
30-300MHz
300-3000MHz