MCQ
3161. অপটিক্যাল ফাইবারের প্রধান অংশ কয়টি?
2
3
4
5
3162. নিম্নের কোন নয়েজটি ট্রানজিস্টরে সংঘটিত হয় না?
রেজিস্ট্যান্স নয়েজ
ফ্লিকার নয়েজ
পার্টিশন নয়েজ
শর্ট নয়েজ
3163. একটি অডিও সিগন্যালের অ্যামপ্লিচিউড 10 এবং ক্যারিয়ার ওয়েভের 50 হলে, মডুলেশন হবে-
0.2%
5%
20%
60%
3164. PCM সিস্টেমের প্রধান সুবিধা হলো নিম্নতর-
ব্যান্ডউইডথ
পাওয়ার
নয়েজ
উপরের কোনোটিই নয়
3165. একটি ট্রান্সমিটারের সর্বোচ্চ অবিকৃত পাওয়ার আউটপুট। পাওয়া যায়, যখন এর মডুলেশন হয়-
100%-এর চেয়ে বেশি
100%-এর চেয়ে কম
50%
100%
3166. নর্মাল স্পিচ সিগন্যাল ট্রান্সমিশনের জন্য PCM চ্যানেল কত kHz-এর একটি ব্যান্ডউইডথের প্রয়োজন?
64kHz
50kHz
8kHz
4kHz
3167. ম্যাচিং স্টার হওয়া উচিত-
ট্রান্সমিটারের সবচেয়ে নিকটবর্তী
লোডের সবচেয়ে দূরবর্তী
লোড ও ট্রান্সমিটারের মাঝামাঝি
লোডের সবচেয়ে নিকটবর্তী
3168. Very low frequency-dit range কত?
3-30kHz
10-30kHz
20-30kHz
30-300kHz
3169. 100% মডুলেশনসহ একটি অ্যামপ্লিচিউড মডুলেটেড। ওয়েতে সাইড ব্যান্ড পাওয়ার এবং ট্রান্সমিটেড টোটাল পাওয়ারের অনুপাত হয়-
1/4
1/2
1/3
2/3
3170. একটি TDM সিস্টেম-
লো-সিগন্যাল টু নয়েজ রেশিও প্রদান করে
নিম্নতর ব্যান্ডউইডথ প্রয়োজন
FDM সিস্টেমের তুলনায় সাধারণ সার্কিট ব্যবহার করে
উপরের সব ক'টিই
3171. একটি ট্রান্সমিটার অ্যান্টেনাতে ক্যারিয়ার পাওয়ারে 10kW সরবরাহ করে। 40% মডুলেশনসহ মোট রেডিয়েটেড পাওয়ার কত হবে?
1.6kW
10.8kW
14kW
16kW
3172. তারবিহীন কমিউনিকেশনকে বলা হয়-
Cellular communication
Satellite communication
Radio communication
Radar communication
3173. টেলিগ্রাফ সার্কিটে যাতে একই দিকে দুটি মেসেজ প্রেরণ করা যেতে পারে, তাকে বলা হয়-
হাফ ডুপ্লেক্স
ডুপ্লেক্স
ডিপ্লেক্স
কোয়াডুপ্লেক্স
3174. উচ্চ ফ্রিকুয়েন্সিতে যে নয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হয়, তা হলো-
ফ্লিকার নয়েজ
ট্রানজিট টাইম নয়েজ
জনসন নয়েজ
শর্ট নয়েজ
3175. নিচের কোনটি line communication?
TV
Telegraph
Radar
Satellite
3176. একটি রিসিভারে নয়েজ সৃষ্টিতে সর্বোচ্চ অবদান হলো-
পাওয়ার সাপ্লাই-এর।
মিক্সার স্টেজের
পাওয়ার অ্যামপ্লিফায়ার স্টেজের
আই-এফ স্টেজের
3177. High-frequency (HF) range হচ্ছে কোনটি?
30-3000kHz
3-30MHz
30-300MHz
300-300,000MHz
3178. LASER-এর পূর্ণনাম কী?
Light Amplifier by Stimulataneously Emitted of Radaition
Light Amplification by Stimulated Emission of Radiation
Light Amplifier by Stimulated Emission of Radiation
উপরের সবগুলো
3179. Ultra high-frquency (UHF) range হচ্ছে কোনটি?
300-3000kHz
30-30MHz
30-300MHz
300-3000MHz
3180. একটি রেডিও ট্রান্সমিটারের Carrier power 1kW এবং modulation depth 100% হলে total radiated power কত হবে?
1.25kW
1.50kW
1.75kW
2kW