EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3221. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর 2% স্লিপে চলছে। যদি রোটরের ইনপুট 1000W হয়, তবে মোটর কর্তৃক সৃষ্ট মেকানিক্যাল পাওয়ার হবে-
20W
200W
980W
500W
3222. একই kVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লাক্স ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের-
মতো একই হয়
চেয়ে বেশি হয়
সমান হয়
চেয়ে কম হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একই AVA রেটিং-এ ইন্ডাকশন মোটরে লিকেজ ফ্লা ট্রান্সফর্মারের লিকেজ ফ্লাক্সের চেয়ে বেশি হয়।
3223. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয়-
নো-লোডে সর্বোচ্চ
ফুল-লোডে সর্বোচ্চ
নো-লোডে সর্বনিম্ন
সকল লোডে একই
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: নো-লোডে সর্বোচ্চ ফ্রিকশন এবং উইন্ডেজ লস হয় প্রি-ফেজ ইন্ডাকশন মোটরে।
3224. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টেটরের মোট স্লট সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয়?
9
27
18
54
3225. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সাপ্লাই ভোল্টেজের-
উপর নির্ভর করে না
সরাসরি সমানুপাতিক
বর্গের সরাসরি সমানুপাতিক
ব্যস্তানুপাতিক
3226. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের স্লিপ বৃদ্ধি পায়, তবে রোটর সার্কিটের পাওয়ার ফ্যাক্টরও-
বৃদ্ধি পায়
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
কোনোটিই নয়
3227. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের রোটর রিয়্যাক্ট্যান্স স্টার্টিং-এ রোটর রেজিস্ট্যান্সের তুলনায়-
খুবই কম
সমান
খুবই বেশি
কোনোটিই নয়
3228. একটি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের রোটর যদি ওপেন সার্কিট হয়ে যায়, তবে-
মোটর শব্দ করে চলবে
রোটর অত্যন্ত গরম হয়ে যাবে
মোটর চলবে না
লাইন ফিউজ পুড়ে যাবে
3229. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটর স্টার্ট করতে নিম্নের কোন পদ্ধতিতে ছয়টি স্টেটর টার্মিনালের প্রয়োজন হয়?
ডাইরেক্ট অনলাইন
রোটর রিওস্টেট
অটো-ট্রান্সফর্মার
স্টার-ডেল্টা
3230. একটি 3-ফেজ, 400kW, 440V, 50Hz ইন্ডাকশন মোটরের ফুল লোড স্পিড 950 rpm. মেশিনটির পোল সংখ্যা 6 হলে এর স্লিপ হবে-
4%
6%
5%
1%
3231. একটি 4-পোল ইন্ডাকশন মোটর MHz উৎস হতে সরবরাহ করা হয় এবং 4% ১০০৭ চলে। মোটরটিয় স্পিড হবে-
1400 rpm
1440 rpm
1500 rpm
1560 rpm
3232. ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে-
সেলফ্-ইন্ডাকশনের উপর
মিউচুয়াল ইন্ডাকশনের উপর
এডি কারেন্টের উপর
হিস্টেরেসিসের উপর
ব্যাখ্যা: ব্যাখ্যা: মিউচুয়্যাল ইন্ডাকশনের উপর ইন্ডাকশন মোটরের অপারেশন নির্ভর করে।
3233. একটি ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক সর্বোচ্চ হয় তখন, যখন প্রতি ফেজ রোটর রেজিস্ট্যান্স হয় প্রতি ফেজ রোটর রিয়্যাক্ট্যান্সের-
সমান
দ্বিগুণ
তিনগুণ
চারগুণ
3234. যদি একটি স্থির থ্রি-ফেজ ইনডকাশন মোটরকে এক ফেজ বিচ্ছিন্ন অবস্থায় চালু করা হয়, তবে-
সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন না করলে মোটরটি দ্রুত পুড়ে যাবে
মোটরটি চলতে শুরু করবে, তবে খুবই ধীরে
মোটরটি বিকট শব্দে ঝাঁকি দিতে দিতে চলা শুরু করবে
মোটর ঠিকই থাকবে, কিন্তু বেশি কারেন্টের ফলে ফিউজ পুড়ে যাবে
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: If a three-phase motor is operating and losses one of the phases, the motor will continue to operate at a reduced speed and experience vibrations. The current will also increase considerably in the remaining phases, causing an internal heating of the motor components.
3235. যদি একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরের ইনপুট ভোল্টেজ এবং ফ্রিকুয়েন্সি অর্ধেক করা হয়, তবে-
সর্বোচ্চ টর্ক একই থাকবে
সর্বোচ্চ টর্ক দ্বিগুণ হবে
সর্বোচ্চ টর্ক অর্ধেক হবে
এয়ার-গ্যাপ ফ্লাক্স অর্ধেক হবে
3236. নো-লোডে একটি ইন্ডাকশন মোটরের অবস্থা, একটি ট্রান্সফর্মারের অনুরূপ হয়, যার সেকেন্ডারি-
শর্টসার্কিটেড
ওপেন সার্কিটেড
ক্লোজড সার্কিটেড
একটি পরিবর্তনশীল রেজিস্টিভ লোডে সাপ্লাই দিচ্ছে
3237. একটি ইন্ডাকশন মোটরের ফ্র্যাকশনাল স্লিপ হলো-
রোটর কপার লস ও রোটর ইনপুটের অনুপাত
স্টেটর কপার লস ও স্টেটর ইনপুটের অনুপাত
রোটর কপার লস ও রোটর আউটপুটের অনুপাত
রোটর কপার লস ও স্টেটর কপার লসের অনুপাত
3238. একটি থ্রি-ফেলা ২ন্ডাকশন মোটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন স্টেটর পোল সংখ্যা কত হবে, যদি প্রতি ফেজে প্রতি পোলে স্লট সংখ্যা 3 হয় এবং মোট প্লট সংখ্যা 54 হয়?
2
6
3
12
3239. ওপেন সার্কিট রোটর বিশিষ্ট একটি 3-ফেজ, 4-পোল ইন্ডাকশন মোটরকে 3-ফেজ, 400V, 50Hz সরবরাহের সাথে সংযোগ দেয়া হলো। মোটরটি কত rpm-এ চলবে?
1500
1480
1450
120
3240. একটি থ্রি-ফেজ ইন্ডাকশন মোটরকে এমনভাবে ডিজাইন করা হয়, যাতে রোটরের-
হাই-রেজিস্ট্যান্স থাকে
হাই-রিয়্যাক্ট্যান্স থাকে
বেশি স্লিপ থাকে
লো-রেজিস্ট্যান্স থাকে