3425. ৩৩। অ্যানালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিটাল কমিউনিকেশনের সবচেয়ে বড় সুবিধা হলো-
ডিজিটালে ব্যান্ডউইডথ কম লাগে
ডিজিটালে ব্যান্ডউইডথ বেশি লাগে
ডিজিটালে অতি দ্রুত সিগন্যাল পৌছে যায়
ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকমতো পৌছানো যায়
ব্যাখ্যা: যে পদ্ধতিতে কোনো তথ্যকে ডিজিটাল আকারে রূপান্তর করে ট্রান্সমিট করা হয়, তাকে ডিজিটাল কমিউনিকেশন বলে। ডিজিটাল কমিউনিকেশনের অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন-
১। এতে ট্রান্সমিটার পাওয়ার কম লাগে।
২। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় বলে এটি দ্রুতগতিতে কাজ করে।
৩। এর স্পিড অধিক।