MCQ
3401. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে ৪ পারে?
মেশিন ভাষা
হাই-লেভেল ভাষা
অ্যাসেম্বলি ভাষা
চতুর্থ প্রজন্মের ভাষা
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
ব্যাখ্যা: কম্পিউটার শুধুমাত্র তার মেশিনের ভাষা বুঝতে পারে।
3402. একটি সিগন্যালে ৫০, ১০০ ও ৫০০ হার্টজ-এর ফ্রিকুয়েন্সি আছে। এই সিগন্যালের জন্য নাইকুয়েস্ট স্যাম্পলিং ফ্রিকুয়েন্সি কত হবে?
১০০ হার্টজ
২০০ হার্টজ
৫০০ হার্টজ
১০০০ হার্টজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: নাইকুইস্ট থিউরেম অনুসারে নাইকুইস্ট স্যামপ্লিং ফ্রিকুয়েন্সি হবে ঐ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সির দ্বিগুণের সমান বা তার থেকে বেশি।
3403. কম্পিউটারে নতুন একটি প্রোগ্রাম দেয়াকে সাধারণত কী বলে?
প্রোগ্রাম লোড করা
ইনস্টল করা
ট্রান্সফার করা
আপলোড করা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: কম্পিউটারের 'নতুন একটি প্রেগ্রাম দেয়াকে ইনস্টল করা বলে।
3404. নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
এন্ড্রয়েড
Word
এক্সেল
অ্যাডোবি এক্স
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
Communication engineering mcq all
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
ব্যাখ্যা: অপারেটিং সিস্টেম হলো সিস্টেম সফ্টওয়্যার, যা কম্পিউটার হার্ডওয়্যার, সফ্টওয়্যার রিসোর্সগুলো পরিচালনা করে এবং কম্পিউটার প্রোগ্রামগুলোর জন্য সাধারণ পরিসেব্য সরবরাহ করে।
উদাহরণ: (i) Microsoft windows
(ii) Apple's mac 05
(iii) Chrome OS
(iv) BlackBerry tablet 05
(v) Android
3405. নিচের কোন আইপি অ্যাড্রেসটি সঠিক নয়?
192.168.20.4
203.208.16.3
10.10.10.1
203.195.283.1
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: 10.10.10.1 লোকাল আইপি অ্যাড্রেস যা রাউটারের ডিফোন্ট আই.পি অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়।
C-class IP Address : 192.168.20.4 203.208.16.3, 203.195.281.1
3406. যদি ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস গতি এর প্রকৃত গতির সমান হয়, তবে উৎপন্ন টর্ক হবে-
ইউনিটি
অসীম
শূন্য
কোনোটিই নয়
3407. ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি ১০০০ কেসিএফ মডুলেটিং, অডিও ফ্রিকুয়েন্সি ১০০ সাইকেল-৫০০০; আপার সাইডব্যান্ডের সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি কত?
১০০৫ কেসি
১০০০.১ কেসি
৯৯৯.৯৮ কেসি
১৯৫ কেসি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: এখানে, fc = 1000 kHz
fc = 100 /5000 kHz = 0.02 kHz
.: আপার সাইডব্যান্ডের সর্বনিম্ন ফ্রিকুয়েন্সি
= fc-fs = 1000-0.02 = 999.98 kHz
3408. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়?
PAN
LAN
MAN
WAN
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: PAN (Personal Area Network): স্বল্প পরিসরে ব্যক্তিগত কাজের জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
-LAN (Local Area Network): একটি নির্দিষ্ট এরিয়ার জন্য যেমন- অফিস-আদালত, স্কুলকলেজ, আবাসিক এলাকা, হোটেল ইত্যাদির জন্য LAN ব্যবহার করা হয়।
-MAN (Metropolitan Area Netwrok) : একটি নির্দিষ্ট অঞ্চল, শহর ইত্যাদিতে যোগাযোগ ব্যবস্থার জন্য MAN ব্যবহার করা হয়।
-WAN (Wide Area Network): বৃহৎ পরিসর বা এলাকাজুড়ে নেটওয়ার্কের জন্য WAN ব্যবহার করা হয়।
3409. সুইচিং মোড পাওয়ার সাপ্লাই-এ কোন প্রকার মডুলেশন ব্যবহৃত হয়?
পালস কোড
পালস পজিশন
পালস উইডথ
পালস উচ্চতা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: সুইচিং মোড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ক্রমাগত ডিউটি সাইকেল অ্যাডজাস্ট করতে হয় বলে এর জন্য পালস উইডথ মডুলেশন ব্যবহার করা হয়।
3410. ৫০০/২০০ ভোল্ট, ৫ কে.ভি.এ একটি ট্রান্সফরমারের দ্বিতীয়াতে ৮০ টার্ন আছে। প্রথমটিতে টার্নের সংখ্যা-
১০০
২০০
১৫০
২৫০
3411. ৩৩। অ্যানালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিটাল কমিউনিকেশনের সবচেয়ে বড় সুবিধা হলো-
ডিজিটালে ব্যান্ডউইডথ কম লাগে
ডিজিটালে ব্যান্ডউইডথ বেশি লাগে
ডিজিটালে অতি দ্রুত সিগন্যাল পৌছে যায়
ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগন্যাল ঠিকমতো পৌছানো যায়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: যে পদ্ধতিতে কোনো তথ্যকে ডিজিটাল আকারে রূপান্তর করে ট্রান্সমিট করা হয়, তাকে ডিজিটাল কমিউনিকেশন বলে। ডিজিটাল কমিউনিকেশনের অনেকগুলো সুবিধা রয়েছে। যেমন-
১। এতে ট্রান্সমিটার পাওয়ার কম লাগে।
২। এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় বলে এটি দ্রুতগতিতে কাজ করে।
৩। এর স্পিড অধিক।
3412. ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক ৩০ নোট উপাদান কয়টি?
৩
৪
৫
৬
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান
তিনটি। এগুলো হলো-
-Sender
- Receiver
-Transmission Medium
3413. কম্পিউটার ভাইরাস কী?
এক ধরনের জীবাণু
ধুলাবালি
ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম
কম্পিউটার হার্ডওয়্যার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: কম্পিউটারে ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার প্রোগ্রাম। এটি কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য করে তোলে। এটি ফেডরিক কোহেন ভাইরাস নামকরণ করেন।
3414. AM রেডিওর গ্রাহকযন্ত্রে অডিও সিগন্যাল ডিটেক্ট করার জন্য কোন পদ্ধতিটি ব্যবহৃত হয়?
ফস্টার-সিলি ডিটেক্টর
ফেজ লকড ডিটেক্টর
ডায়োড ডিটেক্টর
প্রোডাক্ট ডিটেক্টর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: ডায়োড ডিটেক্টরের অপর নাম এনভেলাপ ডিটেক্টর। অনেক ক্ষেত্রে একে পিক ডিটেক্টর হিসেবেও নামকরণ করা হয়।
3415. যদি প্রতি টিভি পিকচারে ৬২৫ লাইনস হয়, তবে প্রতি ফিল্ডে লাইনস হবে---
১২৫০
২৫০০
৬২৫
৩১২.৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: প্রতি ফিল্ডে লাইনস = ৬২৫ / 2 = ৩১২.৫
3416. অপটিক্যাল ফাইবারে কোনটি ঘটে?
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
আলোর প্রতিসরণ
আলোর বিচ্ছুরণ
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার এক ধরনের পাতলা, স্বচ্ছ তস্তুবিশেষ। সাধারণত কাচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। ।
3417. কোনো সিগন্যালে কী কী ফ্রিকুয়েন্সি আছে, কোন কোন মাত্রায় আছে, তা জানার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করতে হবে?
ফ্রিকুয়েন্সি মিটার
পাওয়ার মিটার
স্পেক্ট্রাম অ্যানালাইজার
অসিলোস্কোপ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: কোন অপরিচিত বা মান অজানা সিগন্যালের পাওয়ার এবং সিগন্যালের ধরন পরিমাপের জন্য স্পেক্ট্রাম অ্যানালাইজার ব্যবহার করা হয়। মূলত স্পেক্ট্রাম অ্যানালাইজার সিগন্যালের বিস্তার এবং ফ্রিকুয়েন্সির (বিস্তার VS ফ্রিকুয়েন্সি) মধ্যে পূর্ণ সিগন্যাল প্রদান করে যা হতে পাওয়ার পরিমাপ করা হয়।
3418. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
শব্দতরঙ্গ
তাপতরঙ্গ
ভূ-তরঙ্গ
তাড়িত চৌম্বক তরঙ্গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: তড়িৎ চৌম্বক তরঙ্গ হলো শূন্যস্থান দিয়ে আলোর সমগতিশীল তড়িৎ ও চৌম্বক আলোড়ন যাতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হয় এবং এরা উভয়েই তরঙ্গ সঞ্চালনের সাথে লম্বভাবে থাকে। এটি রেডিও, টেলিভিশন ও ফোন এর ব্যবহার
করা হয়ে থাকে।
3419. টেপরেকর্ডার ও কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন চুম্বক ব্যবহৃত হয়?
সংকর চুম্বক
অস্থায়ী চুম্বক
সিরামিক চুম্বক
এলিনকো
3420. একটি অফিসের দুটি কক্ষে অবস্থিত দুটি কম্পিউটার এর মধ্যে স্থাপিত নেটওয়ার্ক সংযোগটি হবে-
লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক (GAN)
ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)
ম্মল এরিয়া নেটওয়ার্ক (SAN)
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং mcq
Communication engineering mcq all
ব্যাখ্যা: LAN (Local Area Network): একটি নির্দিষ্ট এরিয়ার জন্য যেমন- অফিস-আদালত, স্কুল-কলেজ, আবাসিক এলাকা, হোটেল ইত্যাদির জন্য LAN ব্যবহার করা হয়।