EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3761. Material used for fuse must have--
Low-melting point & low-specific resistance
High-melting point & low-specific resistance
High-melting point & high-specific resistance
Low-melting point & high-specific resistance
3762. Which one of the following relay has the capability of anticipating the possible major fault in a transformer?
Over current relay
Differential relay
Buchholz relay
Over-fluxing relay
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: Buchholz relay is the gas detector relay word to prot transformers. It operates when the oil level in the conservator pipe of a transformer is lowered by De accumulation of gas caused by a poor connection or by an incipient break down of insulation
3763. মুক্তভাবে অনলাইনে বা অফলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জন কে কী বলে?
Outgoing
Freelancher
Freelancing
Offshoring
ব্যাখ্যা: ফ্রিল্যান্সিং হলো স্বাধীন বা মুক্তপেশা। কোনো একটি প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। ফ্রিল্যান্সাররা ঘরে বসে তাদের কাজ করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারেন। ফিল্যান্সিং পেশার মাধ্যমে যে-কোনো প্রচলিত চাকরির চাইতে অনেক বেশি টাকা ঘরে বসে ইনকাম করা যায়। মূলত ফ্রিল্যান্স এর কাজে স্বাধীনতা থাকে বলে ফ্রিল্যান্সিং মুক্তপেশা হিসেবে সকলের কাছে অনেক প্রিয় একটি পেশা।
3765. কম্পিউটারের বেসিক আর্কিটেকচার ডিজাইনার কে?
চালর্স ব্যাবেজ
ব্লেইজ প্যাস্কেল
জন ভন নিউম্যান
কোনোটিই নয়
ব্যাখ্যা: জন ভন নিউম্যান (১৯০৩-১৯৫৭) গেম থিউরির উপর কাজ করেন। কম্পিউটার বিজ্ঞান ও লিনিয়ার প্রোগ্রামিং-এ তার অনেক অবদান রয়েছে। তিনি ম্যানিয়াক (MANIAC- Mathematical Anglyser Numerical Integrator And Computer) তৈরিতে সাহায্য করেন। তিনি অ্যাটম বোমা ও মিসাইল ডিজাইনের কাজেও সাহায্য করেন। আধুনিক কম্পিউটারের ভিত্তিই হলো ভন নিউম্যান আর্কিটেকচার।
3766. একটি কম্পিউটারের Basic components হচ্ছে-
Input/Output devices, RAM and motherboard
Keyboard, monitor, memory and CPU
ক এবং খ উভয়ই
Keyboard, hard disk, processor and monitor
3767. www (world wide web)-এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নার্স-লি
জেফ বেজোস
ব্যাখ্যা: টিম বার্নার্স-লি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী, MIT অধ্যাপক, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামের পরিচালক। বিল গেটস মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। স্টিভ জবস একজন আমেরিকান উদ্ভাবক, ডিজাইনার এবং অ্যাপল কম্পিউটারের সহ-উদ্যোক্তা, সিইও ও চেয়ারম্যান। জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।
3768. Lightning arrester is used for-
Protection of equipment from external lightning
Protection of equipment from short circuits
Protection of equipment from open circuits
All of the above
3771. MCB stands for-
Miniature Circuit Breaker
Minimum Capacity Breaker
Molded Circuit Breaker
Maximum Capacity Breaker
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: MCB of Miniature Circuit Breaker automatically switches off the electrical circuit during an abnormal condinon of the network means in overload condition as well as faulty condition. Now a days we use an MCB in a low voltage electrical network instead of a fuse.
3772. DVD-এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
CD Rom
Fорру
Blue Ray Disk
Red Ray Disk
ব্যাখ্যা: CD = 650 or 700MB DVD = 4.7GB or 8.5GB BR = 25GB or 50GB Floppy = 360KB or 1.2MB
3773. WINDOWS কী?
Antivirus software
Data strong device
Operating system
Programming language
ব্যাখ্যা: Windows হলো Microsoft Corporation নামের একটি বিখ্যাত IT Company দ্বারা তৈরি করা একটি Graphical Interface Operating System. এই Operating System-টিকে ব্যবহার করা হয় বিভিন্ন Device-গুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। যেমন- Computer, Laptop Smartphone-গুলোতে Microsoft-এর Windows OS ব্যবহার করা হয় সেগুলোকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য।
3774. কোন বৈশিষ্ট্যের কারণে RAM স্থায়ী স্মৃতি-স্টোরেজ হিসাবে ব্যবহার অনুপযোগী?
Too Slow
Unreliable
Volatility
Too Bulky
ব্যাখ্যা: RAM is a volatility memory. RAM is a part of Computer's main URAM directly accessible by CPU. RAM is used to read and write data into it which is a accessed by CPU randomly.
3775. সিগন্যালের পারস্পরিক রূপান্তর করে-
রাউটার
হাব
গেটওয়ে
মডেম
ব্যাখ্যা: Modem Modem is short for Modulater- Demodalater. Modem converts analog signals m digital and vice versa, it may be considered an Analog to digital converter or digital to analog converter. Roster : Router connect two or more different networks Hub : A hub is a physical layer networking device which is used to connect multiple devices in a network. Gateway: A gateway is a hardware device.
3776. কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
DVU
UVD
VDU
CCTV
ব্যাখ্যা: মনিটর একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের সাথে টিভি পর্দার মতো যে অংশ থাকে, তাকে মনিটর বলে। মনিটরের কাজ হলো লেখা ও ছবি দেখানো। মনিটরকে ভিজুয়াল ডিসপ্লে ইউনিটও বলা হয়। মনিটর সাধারণত তিন ধরনের হয়ে থাকে, যথা- (i) CRT monitor, (ii) LCD monitor, (iii) LED monitor
3778. Zero sequence current is used for relaying purpose only in the case of--
Phase over-current relay
Phase impedance relay
Ground over-current relay
Ground impedance relay
ব্যাখ্যা: ব্যাখ্যা: The zero sequence currents are passing through this relay for protection of electrical equipment like generator, transformer ect and the relay is called nank fault relay
3779. A fuse wire is made of-
Copper
Tungsten
Nichrome
Lead-tin alloy
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: A fuse wire is made of lead-tin alloy as they have low melting point as well as they have high resistance.