EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4162. নিচের কোনটি সিরিজ মোটরের বৈশিষ্ট্য নয়?
Na/Ia
N/Ia
N/Ta
Ta/Z
ব্যাখ্যা: সিজির মোটরের তিনটি বৈশিষ্ট্যে রেখা রয়েছে- (i) টর্ক-আর্মেচার কারেন্ট (Ta-Ia): সিরিজ মোটরের টর্ক আর্মেচার কারেন্টের সমানুপাতিক। (ii) স্পিড-আর্মেচার কারেন্ট (N-Ia): সিরিজ মোটরের স্পিড আর্মেচার কারেন্টের ব্যস্তানুপাতিক। (iii) স্পিড-টর্ক (N-Ta): সিরিজ মোটরের স্পিড টর্কের ব্যস্তানুপাতিক
4163. ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটর ব্যবহৃত হয়-
রোলিং মিলে
বৈদ্যুতিক ট্রেনে
প্লানারে
মিলিং মেশিনে
ব্যাখ্যা: ডিফারেনশিয়াল কম্পাউন্ড মোটরের সাধারণ ব্যবহারের ক্ষেত্রগুলো হলো- এলিভেটর, এক্সেলেটর, রোলিং মিল, মিক্সার, বিভিন্ন প্রেস ইত্যাদি।
4164. নিম্নের কোন DC জেনারেটরের Voltage রেগুলেশন সবচেয়ে নিম্নতম?
Series
Shunt
Compound
Over compound
ব্যাখ্যা: ফিল্ড কারেন্ট (I f) এবং ইনডিউজড ভোল্টেজ নিয়ে Saturation Characteristics ঘটিত হয়।
4165. Magnetomotive ফোর্সের একক কী?
Ampere-turn
Henry
Tesla
Weber
ব্যাখ্যা: We know, Magnetomotive force (mumf) = NI (Ampere-turn)
4166. উচ্চতাপীয় দক্ষতাবিশিষ্ট নিম্নের কোন স্টিম প্রাইম মুভারে ব্যবহৃত হয়ে থাকে?
সুপারহিটেড স্টিম
ড্রাই স্টিম
ওয়েট স্টিম
সম্পৃক্ত স্টিম
4167. স্টিম প্রাইম মুভার পরিচালিত হয়-
তাপ দ্বারা
স্টিম দ্বারা
গ্যাস দ্বারা
বিদ্যুৎ দ্বারা
4168. Back emf কোন মেশিনের সাথে সম্পৃক্ত?
DC Generator
AC Generator
DC Motor
None
ব্যাখ্যা: যখন কোনো ডিসি মোটরে টর্ক প্রয়োগ করা হয় তখন আর্মেচার কন্ডাক্টর চৌম্বক ক্ষেত্রের মধ্যদিয়ে ঘুরতে থাকে। যার ফলে জেনারেটরের মতো একটি ইএমএফ উৎপন্ন হয়। উক্ত ইএমএফটি প্রয়োগকৃত ভোল্টেজের উল্টা এবং একেই Back emf বা Counter emf বলে।
4169. একটি DC motor-এর output 10 hp, input voltage 400V এবং input current 20A মোটরটির overall efficiency কত?
90 %
93.25 %
95 %
85 %
4170. Motor ঘূর্ণনের দিক নির্ণয়ের জন্য কোনটি প্রযোজ্য?
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
ফ্লেমিং-এর ডানহস্ত সূত্র
ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
ব্যাখ্যা: মোটরের ঘূর্ণনের দিক ফ্লেমিং-এর বামহস্ত সূত্র দ্বারা প্রকাশ করা হলেও জেনারেটরের ঘূর্ণনের দিক ফ্লেমিং-এর ডানহস্ত সূত্র দ্বারা প্রকাশ করা হয়।
4171. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান একটি Loaded DC জেনারেটরের Brushes স্থানান্তর হবে-
Clockwise
counterclockwise
ক অথবা খ
কোনোটিই না
4172. Electric Field intensity-এর একক-
Volt/m
Amp/m
Watt/m
কোনোটিই নয়
ব্যাখ্যা: Electric Field Intensity-এর SI একক Volt/m। তবে একে Newton/coulomb (N/C) আকারেও প্রকাশ করা যায়।
4173. একটি DC জেনারেটরের লোড Saturation characteristics নিম্নের কোন Parameter-গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে?
V ও I a
E ও I a
E ও I f
V ও I f
ব্যাখ্যা: ফিল্ড কারেন্ট (I f) এবং ইনডিউজড ভোল্টেজ নিয়ে Saturation Characteristics ঘটিত হয়।
4174. যে বয়লারে টিউবের বাইরে পানি থাকে তাকে বলা হয়-
ফায়ার টিউব বয়লার
লোকোমোটিভ বয়লার
ওয়াটার টিউব বয়লার
মেরিন বয়লার
4175. একটি 4-পোল, 300 কন্ডাক্টর, ল্যাপ উন্ড ডিসি জেনারেটর 1000rpm গতিবেগে ঘুরছে। যদি প্রতিটি পোলের ফ্লাক্স 0.05 ওয়েবার হয়, তবে জেনারেটরটিতে উৎপন্ন ভোল্টেজ কত হবে?
200V
230V
250V
260V
4176. কমুটেটরের প্রধান কাজ কী?b
DC কে AC করা
AC কে DC করা
AC কে AC করা
DC কে DC করা
ব্যাখ্যা: ডিসি জেনারেটরের ক্ষেত্রে কমুটেটর AC-কে DC-তে পরিণত করে। কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে কমুটেটর DC-কে AC-তে পরিণত করে।
4177. নিচের কোনটি স্টিম জেনারেটর?
বয়লার
স্টিম রিজারভার
ফার্নেস
স্টিম চেম্বার
4178. কোন DC জেনারেটরটি ওপেন সার্কিটে ভোল্টেজ উৎপাদনে অক্ষম?
Shunt
Series
Short shunt
Long shunt
ব্যাখ্যা: DC generator- Shunt, short shunt এবং Long shunt- Open সার্কিট অবস্থায় Voltage উৎপাদনে সক্ষম; শুধুমাত্র Series connected generator- Open ckt অবস্থায় Voltage উৎপাদন হবে না।
4179. একটি DC মোটরের Torque ও Current এর সম্পর্ক কোনটি?
Ta ∝ I a 2
Ta ∝ Ia
Ta ∝ 1a3
কোনোটিই নয়
ব্যাখ্যা: আমরা জানি, DC মোটরের ক্ষেত্রে টর্ক হবে ফ্লাক্স ও আর্মেচার কারেন্টের গুণফলের সমানুপাতিক।