EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4221. পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সবচেয়ে সুবিধাজনক পাওয়ার প্লান্ট কোন্টি?
স্টিম পাওয়ার প্লান্ট
ডিজেল পাওয়ার প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: পানির বিভবশক্তিকে কাজে লাগিয়ে হাইড্রো-ইলেকট্রিক প্লান্ট তৈরি করা হয়। তাই এটি পরিচালনা বা রক্ষণাবেক্ষণ সবচেয়ে সুবিধাজনক।
4222. বাংলাদেশের জাতীয় গ্রিডের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে-
132 কেভি
230 কেভি
220 কেভি
400 কেভি
4223. প্রডিউসার গ্যাসে বেশি থাকে-
কার্বন মনোক্সাইড
হাইড্রোজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাথুরিয়া কয়লা, কোক ইত্যাদি অসমাপ্ত দহন উত্তরমালা প্রক্রিয়ার সময় বাতাস প্রবাহিত করে প্রডিউসার গ্যাস ১০০ খ ১০১ ক তৈরি করা হয়। এতে উপাদান আছে- কার্বন-মনো- অক্সাইড 23%, নাইট্রোজেন-62%, কার্বন ডাই- অক্সাইড 5%, হাইড্রোজেন 6%, মিথেন ৪%। এর তাপীয় মান 1200 কিলোক্যালরি/ঘনমিটার।
4224. নিম্নের কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রের জন্য বেশি জায়গা দরকার?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ার প্লান্ট
উভয়ের জন্যই সমান
কোনোটিই নহে
ব্যাখ্যা: ব্যাখ্যা: উল্লিখিত অপশনগুলোর মধ্যে স্টিম পাওয়ার প্লান্ট নির্মাণের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়।
4225. প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান-
525 কিলোক্যালরি/কেজি
625 কিলোক্যালরি/কেজি
725 কিলোক্যালরি/কেজি
825 কিলোক্যালরি/কেজি
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের তাপীয় মান 525 কিলোক্যালরি কিউবিক মিটার।
4226. ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ-
40.5%
40.7%
40.2%
40.8%
ব্যাখ্যা: ব্যাখ্যা: ওয়াটার গ্যাস লাল গরম কোকের বেডের মধ্যে বাষ্প প্রবাহের মাধ্যমে পাওয়া যায়। এর উপাদানগুলো হলো- কার্বন মনোঅক্সাইড ৪০.২%, হাইড্রোজেন ৫০%, কার্বন ডাই-অক্সাইড ৫.১%, মিথেন ৭%, নাইট্রোজেন ৪% এর তাপীয় মান ৩০০ কিলোক্যালরি/ঘনফুট।
4227. প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের শতকরা পরিমাণ-
8০% ভাগ
85% ভাগ
82% ভাগ
83% ভাগ
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলোর পরিমাণ- মিখেন- 85%, ইথেন-10%, হাইড্রোকার্বন-5%/
4228. সাধারণত স্টিম পাওয়ার প্লান্ট কোন নীতিতে কাজ করে?
র‍্যাংকিন সাইকেল
ডুয়াল সাইকেল
অটো সাইকেল
কোনোটিই নহে
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিম পাওয়ার প্লান্টে বেশি পরিমাণে আউটপুট পাওয়ার জন্য ডুয়াল সাইকেল ব্যবহার করা হয়।
4229. কোল গ্যাসে হাইড্রোজেনের পরিমাণ-
শতকরা 40 ভাগ
শতকরা 45 ভাগ
শতকরা 47 ভাগ
শতকরা 42 ভাগ
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: কোনো গ্যাসে প্রাপ্ত উপাদান ও শতকরা পরিমাণ হলো: মিথেন-35%, হাইড্রোজেন-45%, কার্বন মনোক্সাইড ৪%, নাইট্রোজেন-6%, কার্বন ডাই-অক্সাইড-১%, অন্যান্য হাইড্রোকার্বন 1%
4230. হাই-ফ্রিকুয়েন্সি পাওয়ার সরবরাহের জন্য কোনটি বেশি উপযোগী?
ইনভার্টার
রেকটিফায়ার
কনভার্টার
চপার
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ডিভাইসের সাহায্যে ডিসিকে এসিতে রূপান্তরিত করা যায়, তাকে ইনভার্টার বলে। ইনভার্টারের সাহায্যে চাহিদা অনুসারে উচ্চ ফ্রিকুয়েন্সির পাওয়ার সরবরাহ নিশ্চিত করা যায়।
4231. কোনো বস্তুকে টানা বল (tension force) দিয়ে ভাঙা হলে সেই বস্তুর শূন্য লোড থেকে ব্রেকিং লোড পর্যন্ত স্ট্রেস, স্ট্রেইন কার্ডের অন্তর্গত এরিয়াকে কী বলা হয়?
মডুলাস অব ইলাস্টিসিটি
মডুলাস অব টাফনেস
মডুলাস অব রিজিডিটি
উপরের কোনোটিই নয়
4232. নিউক্লিয়ার রিয়‍্যাক্টের ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় যাতে-
অতি দ্রুত শক্তি উৎপাদন করা হয়
বেশি সংখ্যক পরমাণু ভাঙে
বিক্রিয়ার তাপমাত্রা শোষিত হয়
অধিকাংশ নিউট্রন শোষিত হয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: থার্মাল নিউট্রন অ্যাবজর্ব করার জন্য নিউক্লিয়ার রিয়্যাক্টরে ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয়।
4233. N rpm গতিতে ঘূর্ণায়মান, D ব্যাসবিশিষ্ট একটি পুলিতে তার দিয়ে সংযুক্ত বস্তুর প্রতি সেকেন্ডে রৈখিক বেগ কত হবে?
πND/60
πND/60
2πND/180
2πND/180
4234. পল্লিবিদ্যুৎ সমিতি একটি-
সরকারি সংস্থা
ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান
প্রাইভেট লিমিটেড কোম্পানি
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড (BREB) বাংলাদেশ সরকারের একটি সংবিধিবদ্ধ সরকারি সংস্থা। BREB-এর অধীনে পল্লিবিদ্যুৎ সমিতি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বা গ্রাহক মালিকানা প্রতিষ্ঠান। যা গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেয়। বর্তমানে ৮০টি পল্লিবিদ্যুৎ সমিতি আছে।
4235. প্রাকৃতিক জ্বালানি পাওয়া যায়-
3 ভাবে
5 ভাবে
4 ভাবে
2 ভাবে
ব্যাখ্যা: ব্যাখ্যা: প্রাকৃতিক জ্বালানি তিনভাবে পাওয়া যায়। যথা- (1) কঠিন জ্বালানি, যেমন- কাঠ, কয়লা (ii) তরল জ্বালানি, যেমন- পেট্রোল, ডিজেল (iii) বায়বীয় জ্বালানি, যেমন- প্রাকৃতিক গ্যাস, ইথেন।
4236. স্ট্যান্ডবাই পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করা যায় না-
আইপিএস
জেনারেটর
ইউপিএস
গ্যাস টারবাইন
4237. দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কাপ্তাই
ঘোড়াশাল
ময়মনসিংহ
বরিশাল
ব্যাখ্যা: ব্যাখ্যা : দেশে একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্র। এটি ১৯৬২ সালে নির্মাণ করা হয় এবং 230MW বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
4238. বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায়-
১৫০০ মেগাওয়াট
২১০০ মেগাওয়াট
১৭০০ মেগাওয়াট
২৫০০ মেগাওয়াট
ব্যাখ্যা: নোট: বাংলাদেশে বর্তমানে মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 25284 MW (১১ জানুয়ারি, ২০২২)
4239. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষেত্রে নিচের কোন বর্ণনাটি সবচেয়ে সঠিক?
অধিক বিদ্যুৎ উৎপাদন
ভূমিকম্পজনিত ক্ষতি
বিকিরণজনিত ক্ষতি
উপরের সবগুলো
4240. কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ গ্রিড লাইনের মাধ্যমে অন্যত্র সরবরাহ করা হয়-
২২০ ভোল্টেজে
১১ কিলোভোল্টেজে
৪১৫ ভোল্টেজে
আরো উচ্চ ভোল্টেজে
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে 230 MW বিদ্যুৎ উৎপন্ন হয়, যা গ্রিড লাইনের মাধ্যমে সরবরাহ করা হয়।