EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
443. দুটি প্লেট পাশাপাশি রেখে যে ওয়েল্ডিং করা হয়, তাকে কী বলে?
ল্যাপ জয়েন্ট
বাট জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
ব্যাখ্যা: ১। বাট জোড়া (Butt joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ পাশাপাশি রেখে তাদের প্রান্তসমূহকে ওয়েল্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে বাট জোড়া বা জয়েন্ট (Batt joint) বলে। ২। ল্যাগ জোড়া (Lap joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ একটি আরেকটির উপর অবস্থান রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে ল্যাপ জোড়া বা জয়েন্ট (Lap joint) বলে। ৩। টি-জোড়া (T-joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিসের একটি আনুভূমিকভাবে এবং অন্যটি 'T' অবস্থানে রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে টি-জোড়া (T-joint) বলে। ৪। কর্নার জোড়া (Corner joint) : যখন দুইটি কার্য খণ্ড বা কার্যবস্তু একটি আরেকটির সমকোণে (৯০°) রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে কর্ণার জোড়া বলে। ৫। এজ জোড়া (Edge joint) যখন দুটি খণ্ড বা কার্যবস্তুর উভয় প্রান্ত সমান্তরাল এবং ৪৫° কোণে রেখে ওয়েল্ডিং এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে এজ জোড়া বা জয়েন্ট বলে।
446. Which of the following incentive plansrensures a part of the swing to the worker and rest to the employer—
Emerson efficiency plan
Taylor plan
Halsey premium plan
all of the above
447. ল্যাপ জয়েন্টে সবসময়….. শিয়ার ফোর্স পাওয়া যায়।
সিঙ্গেল
ডাবল
ক ও খ উভয়ই
কোনোটিই নয়
ব্যাখ্যা: ল্যাপ জয়েন্ট: একটি প্লেটের উপর আরেকটি প্লেট ল্যাপ অবস্থায় রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে জোড়া দেয়ার পদ্ধতিকে ল্যাপ জয়েন্ট বলে। দুটি প্লেটের পুরুত্ব এক না হলে ল্যাপ জয়েন্ট হয় না। শিয়ার ফোর্স : কাঠামোর কোনো বিন্দু বা সেকশনের বামে অথবা ডানে যে-কোনো এক পার্শ্বের সমস্ত উল্লম্ব বলসমূহের বীজগাণিতিক যোগফলকে শিয়ার ফোর্স বলে।
448. একটি প্লেট আর একটি প্লেটের উপর রেখে ওয়েল্ডিং করাকে কী বলে?
বাট জয়েন্ট
টি য়েন্ট
ল্যাপ জয়েন্ট
এজ জয়েন্ট
454. In Lincoln plan (one type of group Incentive plan), the amount of the profit which an an employee receives in addition to the guaranteed basic300 pay/wages, is based on--
a standard rating system
a merit rating system
a job evaluation system
his individual performance performance
457. পাইপ ওয়েল্ডিং কোন পদ্ধতিতে করা হয়?
বার্ট জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
459. দুটি প্লেটের পুরুত্ব এক না হলে কোন জয়েন্ট করা হয়?
বাট জয়েন্ট
টি জয়েন্ট
এজ জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
ব্যাখ্যা: ল্যাপ জোড়া (Lap joint): যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিচ একটি আরেকটির উপর অবস্থান রেখে ওয়েন্ডিং- এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে ল্যাপ জোড়া বা জয়েন্ট (Lap joint) বলে।
460. একটি প্লেটের উপর আর একটি প্লেট খাড়াভাবে রেখে জোড়া দেওয়ার পদ্ধতিকে কী বলে?
টি জয়েন্ট
বাট জয়েন্ট
এজ জয়েন্ট
ল্যাপ জয়েন্ট
ব্যাখ্যা: টি-জয়েন্ট (T-joint) : যখন দুইটি কাজ খণ্ড বা ওয়ার্কপিসের একটি আনুভূমিকভাবে এবং অন্যটি '' অবস্থানে রেখে ওয়েল্ডিং-এর মাধ্যমে যে জোড়া দেওয়া হয়, তাকে টি-জোড়া (T-Joint) বলে।