EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
4621. অফিস-আদালতে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিলড্ কণ্ডুড়ুইট ওয়্যারিং
ক্লিট ওয়‍্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: কনসিন্দ্র কনুইট ওয়্যারিং অভিজাত হোটেল, অফিস, আবাসিক ভবন, মাল্টিস্টোরেড বিল্ডিং, অডিটরিয়ামে ব্যবহৃত হয়।
4622. আমাদের দেশে কণ্ডুইট ওয়‍্যারিং-এ ব্যবহৃত হয় সাধারণত-
ভিআইআর ক্যাবল
টিআরএস ক্যাবল
পিভিসি টুইন কোর ক্যাবল
পিভিসি সিঙ্গল কোর ক্যাবল
ব্যাখ্যা: ব্যাখ্যা: গ্যালভানাইজড করা লোহা বা ইস্পাত অথবা পিভিসি পাইপকে কড়ুইট বলে। কভুইটের মধ্য দিয়ে ইনসুলেটেড তার বা ক্যাবলের সাহায্যে যে ওয়‍্যারিং করা হয়, তাকে কড়ুইট ওয়‍্যারিং বলে।
4623. ১ ওয়াট হলো-
১ ভোল্ট/১ ওহম
১ওহম/১ অ্যাম্পিয়ার
১ ভোল্ট x১ অ্যাম্পিয়ার
ওপরের কোনোটিই সত্য নয়
4624. আবাসিক লোডের লোড ফ্যাক্টর-
১০%-১১%
১১%-১২%
৬০%-৭০%
৩০%-৪০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: আবাসিক লোডের ক্ষেত্রে লোড ফ্যাক্টর সাধারণত ৬০% হতে ৭০% পর্যন্ত হয়।
4625. কোন ওয়‍্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাটেন ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কম্ভুইট ওয়‍্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশে আগে ক্লিট ওয়‍্যারিং এবং কেসিং ওয়্যারিং-এর প্রচলন ছিল। তবে বর্তমানে প্রধান তিন ধরনের ওয়্যারিং ব্যবহার হয় (1) ব্যাটেন ওয়‍্যারিং, (ii) কভুইট ওয়্যারিং ও (iii) চ্যানেল ওয়্যারিং।
4626. ফিউজিং ফ্যাক্টরের মান-
এক এর চেয়ে কম
এক এর সমান
এক এর চেয়ে বেশি
শূন্য
4627. একটি 56 ইঞ্চি Ceiling fan আনুমানিক যে পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে-
130W
65W
25W
75W
4628. The apparent power drawn by an A.C. circuit is 10kVA and active power is 8kW. The reactive power in the circuit is---
4 KVAR
6KVAR
8 KVAR
16 KVAR
4629. ৪২ ওহম রোধকের একটি পরিবাহীর ভিতর দিয়ে ১০ অ্যাম্পিয়ার কারেন্ট ৩০ সেকেন্ড সময়ব্যাপী প্রবাহিত হলে ঐ পরিবাহীতে কত ক্যালরি তাপ উৎপন্ন হবে?
১২৫০০ ক্যালরি
৪২০০০ ক্যালরি
১১৯০ ক্যালরি
৫২৯২০ ক্যালরি
4630. লাইটনিং অ্যারেস্টারের কাজ হলো-
বজ্রপাতের সময় সার্কিটকে বন্ধ করে দেওয়া
অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে পাঠিয়ে দেওয়া
অন্যান্য রক্ষণ যন্ত্রকে কাজ করতে সহায়তা করা
বজ্রপাতের সময় যে অতিরিক্ত ভোল্টেজ উৎপন্ন হয় ঐ ভোল্টেজ যাতে মাটিতে যেতে না পারে তার ব্যবস্থা করা
4631. ১০,০০০ সেমি দৈর্ঘ্যের একটি তারের রেজিস্ট্যান্স ১০ ওহম। উক্ত তারের স্পেসিফিক রেজিস্ট্যান্স ১.৭২০১০ ওহম সেমি হলে প্রস্থচ্ছেদ কত হবে?
০.১৭২x১০^-৩ বর্গ সেমি
১.৭২x১০^-৩ বর্গ সেমি
০.১৭২x১০^৩ বর্গ সেমি
৫.৮১x১০^-৩ বর্গ সেমি
4632. ওয়ার্কশপে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়্যারিং
কনসিলড় কণ্ডুইট ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: দেয়ালের উপর নকশা অনুযায়ী কণ্ডুইট স্থাপনের ১ মাধ্যমে যে ওয়‍্যারিং করা হয়, তাকে সারফেস কছুইটি ওয়‍্যারিং বলে। এ ধরনের ওয়্যারিং সিনেমা হলে, ওয়ার্কশপে, কল-কারখানায় এবং অডিটরিয়ামে ব্যবহৃত হয় ।
4633. ব্যাটেন ওয়্যারিং বাসগৃহে বহুল ব্যবহৃত হয়, কারণ-
এটি দেখতে সুন্দর
এটি উচ্চ ভোল্টেজে ব্যবহার করা চলে
এতে স্বল্পব্যয় হয়
এতে দুর্ঘটনার সম্ভাবনা কম
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাসগৃহ ও অফিস-আদালতের ওয়্যারিং ব্যবস্থাপনায় ব্যাটেন ওয়্যারিং-এর প্রচলন খুবই বেশি। কারণ নিম্ন চাপের (Low voltage-250V) ইন্সটলেশন এবং স্বল্প ব্যয়ের জন্য এই ওয়‍্যারিং সুবিধাজনক। বর্তমানে বাংলাদেশে ব্যাটেন ওয়‍্যারিং ও পিভিসি ক্যাবল বেশি ব্যবহৃত হয়।
4634. বানানো বাড়ির ওয়্যারিং-এ কোন সাইজের তার বেশি ব্যবহৃত হয়?
১/৪৪
৩/৩৬
৭/৪৪
৩/২৯
4635. কোনো বর্তনীতে ৩টি বাল্বকে সমান্তরাল সংযোগে যুক্ত করা হলো। এদের কোনটি আলো দেবে?
প্রথম ও তৃতীয় বাল্ব আলো দেবে
শুধু প্রথম বাল্বটি আলো দেবে
কোনোটিই আলো দেবে না
তিনটি বাল্বই সমান আলো দেবে
4636. পাহাড়ি এলাকায় সাধারণত কোন আর্থিং করা হয়?
পাইপ আর্থিং
প্লেট আর্থিং
রড আর্থিং
শিট আর্থিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: 2m² - 6m² x 1.36 mm আকারের গ্যালভানাইজড লোহার পাত ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। সাধারণত পাহাড়ি এলাকায় শিট আর্থিং করা হয়।
4637. একটি শিল্পপ্রতিষ্ঠানের ভোল্টেজ খুব উঠানামা করে। এটা নিরসনের জন্য কোন ব্যবস্থাটি গ্রহণ করা উচিত?
ট্রান্সফরমার টেপিং বদলানো
সুইচ-ক্যাপাসিটর ব্যবহার করা
সিস্টেমের ইম্পিডেন্স বৃদ্ধি করা
লো-ভোল্টেজ অ্যাপ্লায়েন্স ব্যবহার করা
ব্যাখ্যা: ব্যাখ্যা: উচ্চ বা নিম্ন ভোল্টেজ অবস্থার সংশোধন করতে ট্রান্সফর্মারে টেপিং প্রদান করা হয়। নির্ধারিত প্রাইমারি ভোল্টেজ থেকে ৫% উপরে অথবা নিচে টেপিং (Taping) সেট করা হয়। অর্থাৎ শিল্পকারখানায় ভোল্টেজ উঠানামা করলে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করে সমাধান না হলে ট্রান্সফর্মারের টেপিং বদলাতে হবে।
4638. আর্থিং-এর রেজিস্ট্যান্স কত ওহমের কম থাকা উচিত?
১.০ ওহম
১০০ ওহম
৫ ওহম
১০০০ ওহম
4640. বাতির ফিলামেন্টের তার কীসের তৈরি হয়?
প্লাটিনাম
সিসা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন