Image
MCQ
4708. একটি সার্কিটে সুইচ যখন 'অফ' করা হয়, তখন অগ্নিস্ফুলিঙ্গ দেখা দিতে পারে, যদি সার্কিটটি-
উচ্চমানের ইন্ডাকটিভ হয়
উচ্চমানের ক্যাপাসিটিভ হয়
উচ্চমানের রেজিস্টিভ হয়
রেজোন্যান্ট সার্কিট হয়
4711. Z=50/30 হলে এর পাওয়ার ফ্যাক্টর কত হবে?
ইউনিটি
শূন্য
0.866 (লিডিং)
0.866 (ল্যাগিং)
4713. টাইম কনস্ট্যান্টের একক-
হেনরি/ওহম
হেনরি/সেকেন্ড
ওহম/সেকেন্ড
সেকেন্ড
4715. একটি RI. সার্কিটে কারেন্ট এর চূড়ান্ত স্থিত মানের-- অংশ পর্যন্ত পৌঁছাতে যে সময়ের প্রয়োজন, সেটাই টাইম কনস্ট্যান্ট।
0.632
0.636
0.737
0.707
4719. RC সিরিজ সার্কিটে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজ উত্থানের প্রারম্ভিক হার নির্ণয় করা হয়-
dθ/dt= V Volt/sec
dθ/dt=RC/Vsec/Volt
dθ=RC/Vdt
dt/dθ=V/RC Volflohm